সাপ্তাহিকী



David Beckham, Victoria Beckham and Harper out for lunch in NYC

আমার দেখা বেস্ট সেলিব্রিটি পোজ। বেবি হারপারের আরও ছবি দেখতে চাইলে এখানে ক্লিক করুন।

Jack Kerouac "On the Road" ক'দিনে লিখেছিলেন বলুন তো? ২১ দিনে। শুধু এই তথ্যটা তুলে নিয়ে আপনাদের চমকে দিতে পারতাম, কিন্তু তাহলে এই পোস্টটার ওপর অবিচার করা হতো। শুরু আর শেষ নিয়ে এত সুন্দর লেখা, পড়ে দেখুন ভালো লাগবে। আর ফাউ হিসেবে Kerouac তো আছেনই।

হাতু! হাতু!

আকাশ কেন ডাকে, পাখি কেন গায়। 

বাসতেই যদি হয়, তাহলে এরকম ভালোবাসাই ভালো।

জানতে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়।

দেখুন সেদিনই বিকল্প পেশা নিয়ে বলছিলাম, আজকেই এই লিস্টটা বেরিয়ে গেল। এর মধ্যে অনেকগুলো চাকরি টাকা দিলেও করবো না, তবে শেষের চাকরিটা পাওয়ার জন্য নিজে টাকা দিতে রাজি আছি।

ফুঃ, এরাই নাকি মানবসভ্যতা লাটে তুলবে বলে ভয় পাচ্ছিলেন আপনারা? তাহলেই হয়েছে আরকি।

আজ আর গান নয়, বরং যেতে যেতে একটা শক্ত প্রশ্ন রেখে যাই। Who is the cutest?

ভালো হয়ে থাকবেন, ঠাণ্ডা লাগাবেন না, জাঙ্কফুড খাবেন না। সোমবার আবার দেখা হবে। টা টা।

Comments

  1. aha, sesher link ta darun :D

    tumio bhalo theko, happy weekend. As usual, mojar links :)

    ReplyDelete
    Replies
    1. থ্যাঙ্ক ইউ আত্রেয়ী।

      Delete
  2. Sob linkguloi bhalo hoyechhe. Amar weekend khub ekta bhalo kaateni. Asha kora jay porer ta better katbe.

    ReplyDelete
    Replies
    1. আমি কায়মনোবাক্যে প্রার্থনা করছি, ভালো কাটবে।

      Delete
  3. Replies
    1. ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু থ্যাঙ্ক ইউটা কীসের জন্য?

      Delete

Post a Comment