সাপ্তাহিকী
এই গরমে দেখেও শান্তি।
বহুরূপী!
একেই বলে পারম্পর্য।
এই মুহূর্তে মহাকাশে।
Google ছাড়া কী করে বাঁচতো লোকে কে জানে বাবা।
এই ঘরে বসে Matilda লেখা হয়েছিল। ভাবা যায়?
প্যারিস না নিউইয়র্ক? নিউ ইয়র্ক নিউ ইয়র্ক!
আমার এক্ষুনি একটা সফট বয়েলড ডিম পাড়া মুরগি চাই। চাই চাই চাই। আমি কিচ্ছু জানিনাআআআআ।
একদম ওপরের জ্ঞানগর্ভ সারসত্যটি...সত্যি বলছি কোথা থেকে জোগাড় করেছিলাম ভুলে গেছি। কাজেই লিঙ্ক দিতে পারলাম না বলে দুঃখিত। তবে যেখান থেকেই পাই না কেন, সেখানে গুগল দিয়েই পৌঁছেছিলাম নির্ঘাত, অতএব 'সৌজন্যেঃ গুগল' ধরে নিচ্ছি।
আজকে এই পর্যন্তই। তবে এক্ষুনি টা টা বলছিনা, কারণ এ সপ্তাহে আর একটা পোস্ট লিখবে অবান্তর। বুদ্ধিমান পাঠকেরা নিশ্চয় আন্দাজ করে ফেলেছেন সেটা কী নিয়ে হবে।
Comments
Post a Comment