সাপ্তাহিকী





একশো বছরেরও বেশি আগে ছোটদের স্কুল কেমন ছিল? ঠিক এইরকম।

ভাবছি এই টেবিলটা অর্ডার করি। আপনারা আমার বাড়িতে এলে আদর করে বসিয়ে পাত পেড়ে খাওয়ান যাবে।

এই ভদ্রলোক না থাকলে এখনো আপনাকে প্রত্যেকবার উঠে উঠে টিভির চ্যানেল বদলাতে হত, সাউন্ড বাড়াতে কমাতে হত। ভদ্রলোক মারা গেলেন সদ্য।

নমনীয়। এবং হৃদপিণ্ডের গতিবর্ধক।

ফস করে নিরামিষাশী হয়ে যাওয়ার আগে জেনে নিন

সময়ের স্রোতে কোন সাহিত্য ভেসে যাবে না কেউ কী বলতে পারে?
The first issue is what you might call the high-school-popularity problem. We are all aware of the radiant prom king, adorned with varsity letters, an alpha commanding a legion of adherents, who settles down into a life of quiet non-consequence. Meanwhile, there is the terminally shy type, prone to be picked on (or perhaps even viewed as beneath that particular form of contempt), a seemingly unaccomplished sort who goes on to change the world.
Best recipe for happiness. Jane Austen-এর মতে। আমার মতেও।

আর যথারীতি সবশেষে এসপ্তাহের গান। গানটা তো শুনবেনই, গানটা শুরু হওয়ার আগে গুলজারের গলায় ক'টা কথা আছে, সেগুলোও বাদ দেবেন না।

একদম ওপরের চোখধাঁধানো বসন্তের ছবিটা তুলেছেন Tim Robison.


Comments

  1. chhobi gulo darun! gan tao osadharon. tobe table ta sabghatik jai bolo :D

    ReplyDelete
    Replies
    1. গানটা ভালো, টেবিলটা আরো ভালো।

      Delete
  2. ami to oi chheletake dekhe stobdho... komorer present haal e boshle amar uthte 2 min time lage ar o !! bhogoban er na manush ke dewar modhye kono balance nei !

    ReplyDelete
    Replies
    1. বল ছেলেটা ফাটাফাটি কিনা সোহিনী। আমার তো যাকে বলে, ইয়ে, বেশ পছন্দও হয়েছে।

      Delete

Post a Comment