সাপ্তাহিকী
তবে? আজকালকার মহিলারা লিবারেটেড হয়ে সাপের পাঁচ পা দেখবেন, ঘরের কুটোটি ভেঙে দুখানা করবেন না, এদিকে ঘ্যানা পাড়বেন মোটা হয়ে যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি। কলি কলি, ঘোর কলি।
একটু বেটাইম হয়ে গেল, কিন্তু তাতে কিছু এসে যায় না। ভালো জিনিস সবসময়ই ভালো। মাদার'স ডে-র মর্ম যথার্থ হৃদয়ঙ্গম করতে হলে এই ভিডিওটা অতি অবশ্য দেখুন।
সকাল থেকে সন্ধ্যে, একটা গোটা দিন ভালো কাটানোর টিপস।
প্রথম বিশ্বের শয়তানির দৌড়টা দেখেছেন! দুপেয়ে ছেড়ে এবার চারপেয়েদের টার্গেট করেছে।
এই সাধারণ কমন সেন্সটা যে কত লোকের নেই, বিশ্বাস করা শক্ত।
যেতে যেতে আপনাদের জন্য একটা ভালো গান রেখে যাই। ঘরের আলো নিভিয়ে, চোখ বুজে শুনতে পারলে বেশি উপকার পাবেন। ভিড় বাসে ঘেমো সহযাত্রীর সাথে সেঁটে দাঁড়িয়ে শুনলেও ভালো লাগবে অবশ্য। ওই যে বললাম, ভালো সবসময়েই ভালো।
আপনারাও ভালো হয়ে থাকবেন। কার্টুন কিংবা কিং খান, কিছু নিয়েই বেশি উত্তেজিত হবেন না। "যা হচ্ছে হোক বস আমার কী" বলে রিল্যাক্স করবেন। সোমবার আবার দেখা হবে। টা টা।
এই সাধারণ কমন সেন্সটা যে কত লোকের নেই, বিশ্বাস করা শক্ত।
যেতে যেতে আপনাদের জন্য একটা ভালো গান রেখে যাই। ঘরের আলো নিভিয়ে, চোখ বুজে শুনতে পারলে বেশি উপকার পাবেন। ভিড় বাসে ঘেমো সহযাত্রীর সাথে সেঁটে দাঁড়িয়ে শুনলেও ভালো লাগবে অবশ্য। ওই যে বললাম, ভালো সবসময়েই ভালো।
আপনারাও ভালো হয়ে থাকবেন। কার্টুন কিংবা কিং খান, কিছু নিয়েই বেশি উত্তেজিত হবেন না। "যা হচ্ছে হোক বস আমার কী" বলে রিল্যাক্স করবেন। সোমবার আবার দেখা হবে। টা টা।
Comments
Post a Comment