লেদার



সঙ্গে থাকার নানারকম সংজ্ঞা হয়। আর সেসব সংজ্ঞা অনুযায়ী গুনতিও নানারকম হয়। যদিও সেদিন আমরা জানতাম না যে আমরা কখনও একসঙ্গে থাকব, তবু পরে যা যা ঘটেছে ওই দিনটি না থাকলে সে সবের কিছুই ঘটত না, এই যুক্তিতে দু’হাজার নয় সালের সেপ্টেম্বর মাসের ওই দিনটা থেকেই যদি গুনতি শুরু করি তাহলে আমি অর্চিষ্মানের সঙ্গে আছি সাড়ে ছ’বছরের সামান্য বেশি সময়। 

আবার ওই বছরেরই মাসতিনেক পরের ডিসেম্বর মাসের শীতকাতর দিনটা থেকে যদি গুনি, যেদিন সকাল থেকে আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ, বাতাসে দূষিত কুয়াশার ছায়া বুঝতে দিচ্ছে না দিনটা ঠিক কোনদিকে গড়াবে, কিন্তু বিকেলসন্ধ্যে জুড়ে নদীর ধারে হেঁটে, রাস্তায় রাস্তায় ঘুরে, থাই রেস্টোর‍্যান্টে গ্রিন কারি আর রাইস খেয়ে গরম টু গো কফির কাপে হাত সেঁকতে সেঁকতে যখন অর্চিষ্মান আমাকে বাসস্ট্যান্ডে ছেড়ে দিতে এল, তখন মেঘকুয়াশা কেটে আকাশ একেবারে দ্বিধাহীন নীল, আর তাতে ফুটে আছে নিঃশঙ্ক তারা - সেই দিনটা থেকে যদি হিসেব করা হয় তবে আমরা একসঙ্গে আছি সাড়ে ছ’বছরের সামান্য কম সময়।

আর যদি এইসব সংজ্ঞায় আপনার আস্থা নয়া থাকে, যদি আপনি বিশ্বাস করেন ওইসব নিজেদের হয়ে নিজেরাই নেওয়া “এইবার আমরা একসঙ্গে থাকব” সিদ্ধান্তে কিছু চিঁড়ে ভেজে না, সে সিদ্ধান্তকে বৈধতা দিতে একজন বেঁটেখাটো রেজিস্ট্রার লাগে, সমাজের আরও তিনজন মান্যগণ্য ভদ্রমহোদয় মহিলার সাক্ষ্য লাগে, অ্যাটেস্ট করা রঙিন পাসপোর্ট সাইজের ছবি, আসামী দুজনের সই এবং টিপছাপ লাগে, আর এসবের ওপর যদি সামান্য সানাই, পাড়াশুদ্ধু লোক আর কবেকার সুতো ছিঁড়ে যাওয়া আত্মীয়স্বজন, রিমা ক্যাটারারের বেবি নান আর মাটন বিরিয়ানি, আর মে মাসের ভ্যাপসানো সারাদিনের পর  সন্ধ্যেবেলা ঠিক যতটুকু দরকার ততটুকু বৃষ্টি নেমে হাওয়া ঠাণ্ডা করে দেওয়া থাকে তাহলে অধিকন্তু ন দোষায় - তবে এই সব আনুষঙ্গিকমণ্ডিত সেই সন্ধ্যেটা থেকে গুনলে আমি অর্চিষ্মানের সঙ্গে আছি আজ কাঁটায় কাঁটায় তিন বছর।

সঙ্গে আছি। উঠছি, বসছি, খাচ্ছি, শুচ্ছি, রাস্তায় হাঁটছি। হাত ধরে বা না ধরে, হাসতে হাসতে বা সিরিয়াস মুখে, ফুরফুরে মেজাজে ঝালমুড়ি খেতে খেতে, অফিসের পর ধুঁকতে ধুঁকতে। তরমুজের ভারে পলিথিনের হ্যান্ডেল আঙুল কেটে বসে যাচ্ছে। অফিস কেটে ডেটে যাচ্ছি, ডাক্তারখানায় গিয়ে লাইন দিচ্ছি। কপালে শিকে ছিঁড়লে ভোররাতে ট্যাক্সি ধরে পাহাড়ে পালাচ্ছি, আর না ছিঁড়লে রোজ সকালে ট্যাক্সি ডেকে ডেসটিনেশনের খোপে লিখছি “ওয়ার্ক”। কোনদিন যে কেমন কাটবে কিচ্ছু বলা যাচ্ছে না। এই ভীষণ সুখ, এই অল্প মন খারাপ, এই গায়ের রক্ত জমিয়ে দেওয়া টেনশন, এই ফ্রাইডে নাইটের হাত পা এলিয়ে দেওয়া আরাম। এই সব নিয়ে ভীষণ সাসপেন্সফুল, ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ রোমহর্ষক সহবাস করছি আমরা।

কিন্তু আরও এক ভাবে আমি অর্চিষ্মানের সঙ্গে আছি। আরও একটা জায়গায় আছি। এই রুদ্ধশ্বাস রিয়েল লাইফটার বাইরে। এর মান অপমান, প্রাপ্তি, দম্ভ, টেনশন, দুঃখ, সব হুশ হুশ করে চোখের সামনে দিয়ে ছুটে চলে যাচ্ছে কোন চুলোয় কে জানে, আমি আর অর্চিষ্মান সাইডলাইনে বসে চায়ের ভাঁড়ে চুমুক দিতে দিতে দেখছি আর হাসছি। 

আমি একা হলে পারতাম না। রিয়েল লাইফ আমাকে দুমড়ে, মুচড়ে, হাঁটিয়ে, ছুটিয়ে, বেদম করে ফেলত। দৈনিক ঘটনার ঢেউয়ে উঠতে নামতে, নিজের কুটিল মনের প্রতিটি ভ্রূভঙ্গির হিসেব রাখতে গিয়ে আমি নাকালের হদ্দ হতাম। অর্চিষ্মান আমাকে যে হেনস্থা থেকে বাঁচিয়ে দিয়েছে। আমি জানি, আমার এই আমিটার রোজকার দিনরাতের ওপর দিয়ে যতই ঝড় বয়ে যাক না কেন, আমার আরেকটা আমি এইসব ঝুটঝামেলার হাত ছাড়িয়ে পালিয়েছে। ঝড়ের নাগালের বাইরে, অর্চিষ্মানের পাশে বসে মহানন্দে ছুটি কাটাচ্ছে। 

সে ছুটির দিন নেই, মাস নেই, বছর নেই, গুনতি আর হিসেব নেই, শুরুও নেই, শেষও নেই। পাহাড় নেই, সমুদ্র নেই, টিকিট নেই, ট্রিপঅ্যাডভাইসর নেই। খালি আমি আছি, অর্চিষ্মান আমার সঙ্গে আছে, আর আকণ্ঠ নিশ্চিন্তি আছে। আজ আমাদের বিয়ের তিন বছরের জন্মদিনে তিন, চার, পাঁচ, পঁচিশ, তিরিশ, ষাণ্মাসিক, বার্ষিক, ত্রৈরাশিকের হিসেবহীন, চিন্তাহীন, বাঁধনহীন সে ছুটিটা অনন্ত হোক, এই আমার চাওয়া।


Comments

  1. Awwwwww. Ki daroon mishti lekha. Happy anniversary! :)

    Archishman ei lekhata porey ki bolchhe?

    ReplyDelete
    Replies
    1. হাহা, থ্যাংক ইউ, বিম্ববতী। পড়েনি মনে হয় এখনও, আর পড়লেও কিছু বলবে না বলেই মনে হয়।

      Delete
  2. Happy anniversary. Khub sundor prem patra hoyechey :)

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ, ধন্যবাদ।

      Delete
  3. লেদার বিবাহবার্ষিকীর অগুন্তি শুভেচ্ছা। আপনাদের জীবন সুখের হোক।

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, দেবাশিস।

      Delete
  4. Happy anniversary:) cotton er lekha ta khub uchchsito chilo, ebar er ta shanto moton hoyeche.

    ReplyDelete
    Replies
    1. হাহা, বয়স বেড়েছে বলে বোধহয়, প্রিয়াঙ্কা। শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ।

      Delete
  5. অন্বেষা সেনগুপ্তMay 11, 2016 at 5:19 PM

    ওফফফ! একটু লেগডাস্ট পার্সেল করে পাঠাবেন, প্লিজ? স্বর্গে যদি ইন্টারনেট থাকে, আর সেটা ঘেঁটে লীলা মজুমদার যদি এই লেখাটা পড়েন, তাহলে মাঝরাতে চুপিচুপি এসে একপিস বর্মিবাক্স আপনার টেবিলে নামিয়ে দিয়ে যাবেন, গ্যারান্টি|

    লেদারবার্ষিকীর এক আকাশ শুভেচ্ছা| একসঙ্গে খুব ভালো থাকুন|

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, অন্বেষা।

      Delete
  6. arey ei to sedini na 2 years anniversary'r post e comment korlam? my god somoy to dekhchi horke horke palacche.
    tumi khub khub khub lucky Kuntala di. pray kori sarajeebon eromi lucky thako.
    Happy anniversary. :)

    ReplyDelete
    Replies
    1. শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ, কুহেলি।

      Delete
  7. Happy Anniversary :) , dujoner jonyo onek onek subheccha roilo -PB

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, প্রদীপ্ত।

      Delete
  8. Subho chamra bibahobarshiki. Ashakori khub bhalo ketechhey ajker dinta. Prarthona kori baki jibontao eirom sideline e bose hese geye likhe enjoy kore jao. :)

    ReplyDelete
    Replies
    1. তোমার মুখে চপ কাটলেট পড়ুক, চুপকথা। থ্যাংক ইউ।

      Delete
    2. bhari bhalo khabar. Bari asbo kodin pore. tokhon kothay kothay khabo ekhon thekei bose plan korchhi. :)

      Delete
    3. আরে কী মজা, কী মজা।

      Delete
  9. Replies
    1. আমারও তোর কমেন্ট পেয়ে খুব ভালো লাগল, তিন্নি।

      Delete
  10. হ্যাপি বিয়েবার্ষিকীর শুভেচ্ছা, ভালো থেকো দুজনেই...

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, শাল্মলী।

      Delete
  11. leather দেখে আমি ভাবছি চামড়া নিয়ে কিছু বলবে :)
    তার পর দেখি টপিক একেবারে অন্য!
    শুভেচ্ছা এবং অভিনন্দন!

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, কাকলি।

      Delete
  12. আসামী দুজনের সই
    ....esss...asami baniye dile bor bou ke..
    tumi ekkere zata......bere lekha..
    shubechcha roilo prachur...god bless you couple..

    prosenjit

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, প্রসেনজিৎ।

      Delete
  13. Baah Daarun. Shubechha nio. Khub anande theko.

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, চন্দ্রচূড়।

      Delete
  14. khub sundor lekha, kuntala. tomader dujonke onek onek subhecccha, sara jibon erom nishchinti niye thako tomra :)

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ, তোয়া। তোমার শুভেচ্ছা পেয়ে খুব ভালো লাগল।

      Delete
  15. Shubha Bibahobarshiki :) Onek onek shubhechchha apnader dujonkei :)
    Bhalo thakben. Emon-i.

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ, সায়ন। আপনার শুভেচ্ছা খুব বড় পাওয়া।

      Delete
  16. Ojosro Obhinondon dujonkei :) Shaamner bochhorgulo aaro bhalo katuk....

    Shraman

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, শ্রমণ। এদিকে কবে আসছ আবার?

      Delete
    2. Eshechilam er modhye ekdin, kintu Film festival ta miss korlam, jawa holona sedin :(

      Delete
    3. এই যা। পরে আবার কোনওদিন দেখা হবে তাহলে।

      Delete
    4. Asha achhe je maash duek por hoyto Dilli-te shift korbo...1st preference oboshyoi CR Park :)

      Delete
    5. কী ভালো খবর! বাড়ি খোঁজার এজেন্টের নম্বর দরকার হলে আমাকে বোলো, শ্রমণ।

      Delete
  17. Replies
    1. থ্যাংক ইউ, রুণা।

      Delete
  18. Happy annivrsary Kuntala di..! April er theke may mas er lekhagulo besi bhalo lagche.. :)

    ReplyDelete
    Replies
    1. হাহা, তাই বুঝি, ঊর্মি? থ্যাংক ইউ। শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ।

      Delete
  19. Belated Happy anniversary:-) , onek onek subhechha... lekhatao hoechhe darun .

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইচ্ছাডানা। খুব ভালো লাগল আপনার শুভেচ্ছা পেয়ে।

      Delete
  20. Happy anniversary Kuntala! Tomader dujoner jonne roilo onek onek shubheccha! Agami dinguli eyi bhabei bhalobasha bhora thakuk, eyi kamona kori.

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, শর্মিলা। তোমার মুখে চপ কাটলেট পড়ুক।

      Delete
  21. Onek Onek suveccha roilo. Erokom aro hazar jonmodin katak apnar biye.

    ReplyDelete
    Replies
    1. হাহা, থ্যাংক ইউ, সুহানি।

      Delete
  22. Belated Happy Anniversary :) Anek anek shubhechha roilo! Khuuub bhalo lekha :)

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কোয়েল। খুব ভালো লাগল শুভেচ্ছা পেয়ে।

      Delete
  23. বিলম্বিত শুভ বিবাহবার্ষিকী।
    অনেক অনেক শুভেচ্ছা রইল দুজনের জন্য। এমন করে যায় যদি দিন যাক না, কজন বলতে পারে? অফুরান হোক এই দ্বৈত পথচলা।

    তৃপ্তি

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তৃপ্তি। খুব ভালো লাগল আপনার শুভেচ্ছা পেয়ে।

      Delete
  24. Belated happy Anniversary Kuataladi... dujonke ekrash subheccha..

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ, অরিন্দম।

      Delete

Post a Comment