A Field Guide




আমি একজন ওস্তাদ

১. লিস্ট মেকার
২. সাইডট্র্যাকার
৩. দ্য ইন্টারনেট রিসার্চার
৪. দ্য গেমার (স্পাইডার সলিটেয়ারের চক্রব্যূহে আমার মৃত্যু লেখা আছে, আমি নিশ্চিত।)
৫. দ্য ওয়াচার (আপাতত চলছে ‘আ টাচ অফ ফ্রস্ট’)
৬. দ্য পারপেচুয়েটর
৭. দ্য ডেলিগেটর (নেহাৎ ডেলিগেট করার লোক নেই বলে)

এবার আপনাদের স্বীকারোক্তির পালা।


Comments

  1. Eta goto hoptay dekhlam. Ami champion list maker ar watcher. Ebong perpetuator.

    ReplyDelete
    Replies
    1. যাক, আমার মতো খারাপ আরও কেউ আছে তাহলে। জেনে শান্তি পেলাম বিম্ববতী। থ্যাংক ইউ।

      Delete
  2. ১) The Panicker: এটা ভেতর ভেতর চলে, কাছের লোকেরা বুঝে ফেলে
    ২) The Perpetuator -> The Watcher: মানে, আজ যখন আর কাজ হবেই না, তখন বাকি সময়টা সিনেমা বা সিরিয়াল দেখে কাটানো যাক- এখন চলছে Newsroom, Breaking Bad, The Office(repeat) আর The West Wing
    ৩) The Sidetracker: এ জিনিস আগে ঠিক শিল্প ছিলনা, আমার জন্মের পর হয়েছে :P
    ৪) The Snacker: বলার কিছু নেই, আমার চেহারাই প্রমাণ
    ৫) ডেলিগেটর: আমারও লোক নেই, কিন্তু তা সত্ত্বেও সবাইকে জ্বালাতে ছাড়িনা...

    ReplyDelete
    Replies
    1. হাহাহাহা সুনন্দ, সাইডট্র্যাকিং কিন্তু ভালো করে করতে পারলে সত্যি শিল্প হয়ে উঠতে পারে। তুমি সেটা মোক্ষম পয়েন্ট আউট করেছে। নিউজরুম মানে কি বিবিসির নিউজরুম? তাহলে হাই, হায়ার, হায়েস্ট ফাইভ।

      Delete
  3. সত্যি কথাগুলো বলেই ফেলা যাক
    1।the list maker- এটা ছাড়া তো আমার জীবন বৃথা
    2 the delegator -tension dena hai lena nahi
    3The Panicker- এটা স্বীকারোক্তি
    4The Perpetuator
    5the cleaner OCD নয় কিন্তু
    6 the watcher


    মিঠু

    ReplyDelete
    Replies
    1. টেনশনের ব্যাপারটায় হাই ফাইভ মিঠু। কিন্তু দেওয়ার জন্য বেশি লোক জোগাড় করে উঠতে পারিনি আমি এ যাবৎ। যা যা টেনশন, সবই শেষমেশ শুধু মায়ের ঘাড়েই চালান হয়।

      Delete
  4. আমি এর মধ্যে অনেকগুলোই একসঙ্গে, মানে যাকে বলে বহুমুখী প্রতিভা:
    ১. লিস্ট মেকার ছিলাম এককালে, এখন সেটাও আর করিনা।
    ২. এক্সপার্ট সাইডট্র্যাকার
    ৩. দারুন ইন্টারনেট রিসার্চার। তবে আমার কম্পিউটারটা ইদানিং স্ট্রিমিং ভিডিও চালালেই ক্র্যাশ করছে, তাই একটু কষ্টে আছি।
    ৪. দ্য গেমার (অ্যাংরি বার্ডস, এজ অফ এম্পায়ারস)
    ৫. দ্য ওয়াচার (তবে আপাতত সমস্যা - see point 3)
    ৬. দ্য পারপেচুয়েটর

    নিজের প্রশংসা ঠিক করছিনা, তবে এর মধ্যে দুটো আমি একেবারেই নই, বরং তার উল্টো বলা চলে। সে দুটো হলো প্যানিকার আর ডেলিগেটর। জীবনে কোনোদিন প্যানিক করিনি বলবনা, কিন্তু জেনারেলি সে সময়টা গেম খেলে কাটানো ভালো মনে করি। আর অন্য কারুর কাজ পছন্দ হয়না বলে ডেলিগেট করতে পারিনা, বরং অন্য লোকের কাজ ঘাড়ে নিয়ে বসে থাকি।

    ReplyDelete
    Replies
    1. লিস্ট মেকিং টা আমিও থামাব ভাবছি। লিস্টের থার্টি পারসেন্ট কাজও যখন হয় না, তখন এই বেহায়াপনা করার মানে দেখি না কোনও।

      প্যানিকার প্রসঙ্গেঃ আগে কি কখনও বলেছি যে আমি আপনি কুম্ভমেলায় হারিয়ে যাওয়া ভাইবোন?

      Delete
  5. 1 ) the panicker : etate amake keu palla dite parbe na ,amar sarir kharap hoye jay tension er chote ..sararat dhare dyuswapno dekhi ,ar anyo lokdero jwalaton kori :(
    2 ) durdanto sidetracker ,ekkhani jeta kara darkar ekebarei kore uthte pari na,bhabishyter research darun chole
    3) the gamer: age chilam na ,ekhon sarakkhan fb te words of wonder kheli ..:( :(
    4) the delegater & the perpetuator dutoi

    ReplyDelete
    Replies
    1. ভবিষ্যতের রিসার্চে আমাকে এতদিনে নোবেল দেওয়া উচিত ছিল কর্তৃপক্ষের। সিরিয়াসলি।

      Delete

Post a Comment