সাপ্তাহিকী





Some people walk in the rain, others just get wet. 
                                                                                                       ---Roger Miller

আমার ঘরের চার দেওয়ালে, এমন কী সিলিং-এও এই কথাটা বাঁধিয়ে টাঙানো উচিত। যাতে ঘুমোনোর আগে আর ঘুম থেকে উঠেই প্রথমে চোখে পড়ে।



clothes carved from marble alex seton (14)



যার নয়ে হয় না, তার নব্বইয়ে হতেই পারে


টিফিনবাক্সের মিউজিয়াম।

দুশো চব্বিশটা টুইট কিংবা সত্তরখানা ফেসবুক মেসেজ কিংবা গোটাতিরিশ ফোনকল। প্রেমে পড়তে আর কী লাগে?


ঘড়ি বলছে এখন সকাল সাড়ে ন’টা অথচ আকাশের দিকে তাকালে মনে হবে এই সবে ভোর পাঁচটা বেজেছে। আকাশভরা মেঘ, ছাদের ওপর ছড়ানোছেটানো জমা জলের আয়না, আর মাঝে মাঝে কানে মৃদু টাপুরটুপুর। আজ সারাদিন খালি লেপের তলায় গুটিসুটি মেরে বসে টেবিলল্যাম্পের আলোয় খুনখারাপির গল্প পড়া আর কানের কাছে রশিদবাবুর গান। আরামের পরাকাষ্ঠা যাকে বলে আরকি।


Comments

  1. eta besh mojar..

    http://9gag.com/gag/4881104?ref=fb.s

    ReplyDelete
    Replies
    1. মজার, কিন্তু খুবই শক্ত কাজ। থ্যাংক ইউ সৌমেশ।

      Delete
  2. aha...last para ta pore ki bhalo laglo je bolar na. brishti, lep, murder mystery aar rashid khan...aar ki chai. abossho sange khichuri with ghee and ilish mach bhaja khete pele aaro bhalo

    ReplyDelete
    Replies
    1. সঙ্গের পার্টটা কল্পনায় হবে শম্পা।

      Delete
  3. amaro oi kathata khub prayojon hoye poreche :) saradin internet e bose thaki !jama ta to sanghatik

    ReplyDelete
    Replies
    1. মিল মিল। জামাটা দেখে আমার খুব চমক লেগেছিল।

      Delete
  4. গান টা আমার বড্ড প্রিয়। মার্বেলের কারিকুরি দেখে সালারজং মিউজিয়ামের সেই বিখ্যাত রেবেকার ওড়না ঢাকা মুখটা মনে পড়ে যায়। প্রথম দেখে মুগ্ধ হয়েছিলাম ।
    মিঠু

    ReplyDelete
    Replies
    1. সালারজং, সালারজং। আমার হায়দ্রাবাদ যাওয়া হয়নি জানো এখনও একবারও মিঠু। কী লজ্জার কথা। এ বাবদে কিছু একটা না করলে চলবে না এবার।

      Delete
    2. ঠিক। আমারও ওই মূর্তিটার কথাই মনে পড়ে গেল। আমার সবথেকে প্রিয় মূর্তি কিনা।

      Delete
  5. একটু দেরী হয়ে গেল। সবই দেখলাম, সবই ভালো। কিন্তু বুঝলেন তো, ওই জামাটার সঙ্গে আর কিছু এঁটে উঠতে পারলনা, সব ছাপিয়ে ওইটাই সবথেকে মনে রয়ে গেল।

    ReplyDelete
    Replies
    1. ঠিকই বলেছেন সুগত, জামাটা সিরিয়াসলি ভালো।

      Delete
  6. Last paragraph ta Abantar.......amar definition of Swarga.....Jodi Sheta bole shotti kichu theke....Aramer joy hok.

    ReplyDelete
    Replies
    1. জয় হোক, জয় হোক, রণিতা।

      Delete

Post a Comment