আবার যদি তেইশ হতাম



১. নিজের কেরিয়ারের প্রতি অনেক বেশি মনোযোগী হতাম। অন্তত একশো শতাংশ বেশি।

২. প্রেমে পড়তাম না।  

৩. একা একা পাহাড়ে বেড়াতে যেতাম। কবে থেকে ভেবে ভেবে আর যাওয়াই হল না। এখন একা যাওয়ার ইচ্ছেটাই চলে গেছে।

৪. মাথায় ঝুঁটি আর হাতে গিটার দেখলেই গলে জল হয়ে যেতাম না।

৫. বাবাকে আরও ঘন ঘন ফোন করতাম।

৬. বাজে আড্ডা মারা বন্ধ করতাম।

৭. যে সময় বাঁচত, তাতে লেখা শুরু করতাম। সিরিয়াসলি।  

৮. শরীরের যত্ন নিতাম। যোগব্যায়াম, সাঁতার, দৌড়---যা হোক কিছু একটা শুরু করতাম।

৯. সংস্কারজনিত খাওয়াদাওয়ার বিধিনিষেধ তখনই ভাঙতাম।

১০. লোকের ভ্যালিডেশনের জন্য অত হন্যে হয়ে থাকতাম না। নিজের মূল্য সম্পর্কে অনেক বেশি সচেতন হতাম।



Comments

  1. একা একা পাহাড়ে বেড়াতে যেতাম। কবে থেকে ভেবে ভেবে আর যাওয়াই হল না।

    বাবাকে আরও ঘন ঘন ফোন করতাম।

    বাজে আড্ডা মারা বন্ধ করতাম na।

    যে সময় বাঁচত, তাতে শুরু ghure beratam।

    শরীরের যত্ন নিতাম। যোগব্যায়াম, সাঁতার, দৌড়---যা হোক কিছু একটা শুরু করতাম।

    সংস্কারজনিত খাওয়াদাওয়ার বিধিনিষেধ তখনই ভাঙতাম।

    লোকের ভ্যালিডেশনের জন্য অত হন্যে হয়ে থাকতাম না। নিজের মূল্য সম্পর্কে অনেক বেশি সচেতন হতাম।

    নিজের কেরিয়ারের প্রতি অনেক বেশি মনোযোগী হতাম



    ReplyDelete
    Replies
    1. মিল মিল মিল। কত মিল আমাদের দেখেছ রাখী।

      Delete
  2. এতো কিছু লিখতে হবে যে ভেবেই ঘাবড়ে গেলাম ।পুরো জীবনটাই একটা আফশোসের পাহাড় মনে হচ্ছে । ওরে বাবা !
    মিঠু

    ReplyDelete
    Replies
    1. হাহাহা, না না আফসোসের কিছু নেই মিঠু। কত কিছু ভাগ্যিস করিনি, সে লিস্ট লিখতে বসলে আরও দশমাইল বেশি লম্বা হবে আমি শিওর।

      Delete
  3. আগেই বলিয়াছি, বাবা সুবলচন্দ্র প্রতিদিন দাওয়ায় মাদুর পাতিয়া বসিয়া বসিয়া ভাবিতেন, যখন ছোটো ছিলাম তখন দুষ্টামি করিয়া সময় নষ্ট করিয়াছি, ছেলেবয়স ফিরিয়া পাইলে সমস্তদিন শান্ত শিষ্ট হইয়া, ঘরে দরজা বন্ধ করিয়া বসিয়া কেবল বই লইয়া পড়া মুখস্থ করি। এমনকি সন্ধ্যার পরে ঠাকুরমার কাছে গল্প শোনাও বন্ধ করিয়া প্রদীপ জ্বালিয়া রাত্রি দশটা এগারোটা পর্যন্ত পড়া তৈয়ারি করি।
    কিন্তু ছেলেবয়স ফিরিয়া পাইয়া সুবলচন্দ্র কিছুতেই স্কুলমুখো হইতে চাহেন না। সুশীল বিরক্ত হইয়া আসিয়া বলিত, ‘বাবা, ইস্কুলে যাবে না?’ সুবল মাথা চুলকাইয়া মুখ নিচু করিয়া আস্তে আস্তে বলিতেন, ‘আজ আমার পেট কামড়াচ্ছে, আমি ইস্কুলে যেতে পারব না।’ সুশীল রাগ করিয়া বলিত, ‘পারবে না বৈকি। ইস্কুলে যাবার সময় আমারও অমন ঢের পেট কামড়েছে, আমি ও-সব জানি।’

    ReplyDelete
    Replies
    1. হাহাহা, পয়েন্ট টেকেন দেবাশিস। মোক্ষম বলেছেন।

      Delete
  4. লেখাটা ভীষণ সিরিয়সলি নিতাম। নিয়ম মেনে অন্ততঃ চারঘণ্টা লিখতামই।

    ReplyDelete
  5. Naach ta discontinue kortam na kichhutei. Ota jeeboner sobcheye boro regret theke gachhe.

    ReplyDelete
    Replies
    1. গানটা আমারও বিম্ববতী। কিন্তু সেটা এতই দুঃখের যে লিখতেও ইচ্ছে করে না আর।

      Delete
  6. ২. প্রেমে পড়তাম না।

    ১০. লোকের ভ্যালিডেশনের জন্য অত হন্যে হয়ে থাকতাম না। নিজের মূল্য সম্পর্কে অনেক বেশি সচেতন হতাম।

    --- ai duto amar hebbi mone dhoreche...r mile o geche...

    ReplyDelete
  7. Buy stock in apple ta amar besh pochondo hoyechey :)

    ReplyDelete
    Replies
    1. আমি মানি ম্যানেজমেন্টের ব্যাপারে একেবারে ছাপোষা টু দ্য পাওয়ার ইনফিনিটি যাকে বলে শম্পা। কাজেই আমি স্টক কেনার কলজে জোগাড় করে উঠতে পারতাম না, কিন্তু পারলে একটা মারকাটারি ব্যাপারটা হত সেটা মানছি।

      Delete
  8. exactly ja ja korechhilam abar tai tai kortam!

    ReplyDelete
    Replies
    1. কেয়া বাত রুচিরা, তোমার কনফিডেন্স দেখে আমি মুগ্ধ।

      Delete
  9. ৩. একা একা পাহাড়ে বেড়াতে যেতাম। কবে থেকে ভেবে ভেবে আর যাওয়াই হল না। এখন একা যাওয়ার ইচ্ছেটাই চলে গেছে।

    ১০. লোকের ভ্যালিডেশনের জন্য অত হন্যে হয়ে থাকতাম না। নিজের মূল্য সম্পর্কে অনেক বেশি সচেতন হতাম।

    ei duto darun laglo :-)

    ReplyDelete
    Replies
    1. echharao aro onek kichhui kortam na list e achhe... se ek lomba listi , kintu oi sottii 'Ichhapuran' devi r galpotai barebare mone pore. :-D

      Delete
    2. সে তো বটেই ইচ্ছাডানা। আবার সুযোগ পেলে কী হবে, আমি মানুষটা তো আর বদলাতাম না, কাজেই সব অবিকল একই রকমের হত নির্ঘাৎ।

      Delete
  10. লোকের ভ্যালিডেশনের জন্য অত হন্যে হয়ে থাকতাম না। নিজের মূল্য সম্পর্কে অনেক বেশি সচেতন হতাম। eta just fatafati

    ReplyDelete
    Replies
    1. অনেক দুঃখের উপলব্ধি।

      Delete
  11. বাকি সব তো বুঝলাম, কিন্তু প্রেমে পড়তে না কেন?

    ReplyDelete
    Replies
    1. এ সবই হাইন্ডসাইটের কথা অনির্বাণ। প্রেমে পড়তে দারুণ আরাম লেগেছিল, কিন্তু বেরোতে জান কয়লা। সে কষ্ট আগে ফোরকাস্ট করতে পারলে শত আরামের লোভেও প্রেমের ফাঁদে পা বাড়াতাম না।

      Delete
    2. Berono gachhe ki na seitei proshno .. Kothay akta theory pprechhilam je berono jay na ..

      Jagge morukge, tomay jeta bolar seta hochhe sharodiya desh'e Satyajit er kichhu chithi beriyechhe .. Ak potro bandhobi cum fan er songroho theke .. Pore tore shroddha jhopang kore bere gyalo .. Ato meticulous .. Ato ta porishrom ..

      Delete
    3. Ami ekmot..chithigulo pore manushtir proti sroddha ro bere jay...bisesh kore 8 number potroti amar khub bhalo legeche..
      r ekhun to charidike 'chithimoy bhubon'...Lunchbox dekhe o chithir proti nostalgia ro bere gache...

      Delete
    4. এই যা, এখনও তো শারদীয়া দেশ হাতে পেতে অনেক দেরি। এক্ষুনি পড়তে ইচ্ছে করছে।

      অনির্বাণ, সেটাই তো। প্রতিভাবানেরা যে কত পরিশ্রমী হন, সেটা দেখলে হাঁ হয়ে যেতে হয়।

      সৌমেশ, লাঞ্চবক্স আমিও দেখলাম অনলাইনে। চিঠির ব্যাপারটা বেশ মনকাড়া।

      Delete
    5. এই যা, এখনও তো শারদীয়া দেশ হাতে পেতে অনেক দেরি। এক্ষুনি পড়তে ইচ্ছে করছে।

      অনির্বাণ, সেটাই তো। প্রতিভাবানেরা যে কত পরিশ্রমী হন, সেটা দেখলে হাঁ হয়ে যেতে হয়।

      সৌমেশ, লাঞ্চবক্স আমিও দেখলাম অনলাইনে। চিঠির ব্যাপারটা বেশ মনকাড়া।

      Delete
    6. ei nao tomay pujor gift dilam - http://www.amarboi.com/2013/09/pujabarshiki-desh-1420.html

      Delete
    7. কী ভালো গিফট! থ্যাংক ইউ থ্যাংক ইউ অনির্বাণ। কত খুশি হয়েছি বলে বোঝাতে পারব না, সিরিয়াসলি। থ্যাংক ইউ।

      Delete
  12. kemon film re lunchbox ? amar ekhono dekha hoyni?

    ReplyDelete
    Replies
    1. আমি খুব খারাপ করে দেখেছি, ১০ সেকেন্ড এগিয়ে এগিয়ে। জঘন্য জানি, কিন্তু দেখতে ইচ্ছে করছিল এদিকে সময় ছিল না। এতে যতটুকু বোঝা যায় ততটুকু ভালোই লেগেছে।

      Delete
  13. 3 weeks too late.
    Kono kaaj korte eto procrastinate kortam na- ei point ta ekhono valid.

    ReplyDelete
    Replies
    1. হাহা দীপাঞ্জনা, এই পয়েন্টটা পৃথিবীর বেশিরভাগ মানুষের জন্যই ভ্যালিড হবে বলে আমার বিশ্বাস। বাই দ্য ওয়ে, শুভ বিজয়া।

      Delete

Post a Comment