ঠিক সময় ভুল সময়
সিনেমা ফ্লপ হলেই পরিচালক কিংবা স্টারদের বলতে শুনেছি, আসলে সিনেমাটা সময়ের অনেক আগে বানানো হয়েছে কিনা, তাই কনসেপ্টটা কেউ বুঝতেই পারেনি। পঞ্চাশ বছর বাদে যখন সবার বুদ্ধিবৃত্তি বেড়ে যেমনটি চাই তেমন হবে, সবাই আর্টের ভালোমন্দ নিজেরাই বিচার করতে শিখবে, বোকা রিভিউয়ারদের মুখে ঝাল খাবে না, তখন এই সিনেমাটা দেখে সবাই মাথা নাড়বে আর বলবে, কী অপচয়, কী অপচয়। মান্ধাতার আমলের হাবলুদের বেনাবনে এমন আর্টের মুক্তো কি ছড়াতে আছে? সিনেমার মতোই, ফ্লপ মানুষদেরও মনে হয়, 'আহা, আমাদের কেউ বুঝলো না।' বুঝলোই না যখন, মূল্যায়ন আর করবে কীভাবে। ভুল সময়ে জন্মেছি, এখন সারাজীবন ধরে দাও তার গুনাগার। অবশ্য সিনেমার সঙ্গে রক্তমাংসের মানুষের সব তো আর মেলে না, মেলা সম্ভবই না। সিনেমা যেমন সব সময়েই সময়ের আগে বানানো হয়ে যায়, মানুষ মাঝে মাঝে ভুল করে ঠিক সময়ের পরেও জন্মে যায়। জন্মাতাম আকবরের জমানায়, জহুরী জহর চিনে নবরত্নের সঙ্গে দশম রত্ন করে রাখতেন আমায় রাজসভায়। আমার প্রতিভার যোগ্য সমাদর হত। কিংবা লালদিঘির ধরে বসে ডিরোজিওর সঙ্গে ডিসকোর্স চালাতাম (এটা বান্টির ইচ্ছে।) সেসবের বদলে এখন কি না নটা - ছটা কিউবিকলে বসে কিবোর...