ঠিক সময় ভুল সময়



সিনেমা ফ্লপ হলেই পরিচালক কিংবা স্টারদের বলতে শুনেছি, আসলে সিনেমাটা সময়ের অনেক আগে বানানো হয়েছে কিনা, তাই কনসেপ্টটা কেউ বুঝতেই পারেনি। পঞ্চাশ বছর বাদে যখন সবার বুদ্ধিবৃত্তি বেড়ে যেমনটি চাই তেমন হবে, সবাই আর্টের ভালোমন্দ নিজেরাই বিচার করতে শিখবে, বোকা রিভিউয়ারদের মুখে ঝাল খাবে না, তখন এই সিনেমাটা দেখে সবাই মাথা নাড়বে আর বলবে, কী অপচয়, কী অপচয়। মান্ধাতার আমলের হাবলুদের বেনাবনে এমন আর্টের মুক্তো কি ছড়াতে আছে?

সিনেমার মতোই, ফ্লপ মানুষদেরও মনে হয়, 'আহা, আমাদের কেউ বুঝলো না।' বুঝলোই না যখন, মূল্যায়ন আর করবে কীভাবে। ভুল সময়ে জন্মেছি, এখন সারাজীবন ধরে দাও তার গুনাগার। অবশ্য সিনেমার সঙ্গে রক্তমাংসের মানুষের সব তো আর মেলে না, মেলা সম্ভবই না।  সিনেমা যেমন সব সময়েই সময়ের আগে বানানো হয়ে যায়, মানুষ মাঝে মাঝে ভুল করে ঠিক সময়ের পরেও জন্মে যায়।  জন্মাতাম আকবরের জমানায়, জহুরী জহর চিনে নবরত্নের সঙ্গে দশম রত্ন করে রাখতেন আমায় রাজসভায়। আমার প্রতিভার যোগ্য সমাদর হত। কিংবা লালদিঘির ধরে বসে ডিরোজিওর সঙ্গে ডিসকোর্স চালাতাম (এটা বান্টির ইচ্ছে।) সেসবের বদলে এখন কি না নটা - ছটা কিউবিকলে বসে কিবোর্ড পিষছি। জঘন্য।

আমার সর্বদা এইসব কথা মনে হয়।  আমার অবশ্য শুধু সময় নয়, জায়গাটাও ভুল বাছা হয়ে গেছে। আমার জন্মানো উচিত ছিল ভিক্টোরিয়ান আমলের ইংল্যান্ডে। অকৃতদার বুড়ি হয়ে একলা বাড়িতে ঘুরঘুর করতাম, সকালসন্ধ্যে চার্চে ঝাড়ু মারতাম, আর পড়শি বুড়িদের সঙ্গে দুনিয়ার লোকের নিন্দেমন্দ করে বেড়াতাম। আর হঠাৎ একদিন সকালে যখন চার্চের অল্টারের ওপর কোনও ভিকারের রক্তমাখা ডেডবডি মুখ থুবড়ে পড়ে থাকতে দেখা যেত, তখন দুয়ে দুয়ে বাইশ করে, থানাপুলিশের আগেই বার করে ফেলতাম খুনি কে। পুলিশের লোকবল থাকতে পারে, আমার মতো মনুষ্যচরিত্র বিশ্লেষণের ক্ষমতা তো আর নেই।

আমার মনের কথা জানতে পেরেই, এই খেলাটা আবিষ্কার করেছেন কেউ।  আমার 'ঠিক সময়'টা কী সেটা বার করার খেলা। এরা অবশ্য আমার ভিক্টোরিয়ান আমলের ব্যাপারটা ধরতে পারেনি, বলছে আমি নাকি রোম্যান্টিক আর ক্ল্যাসিকাল, এই দুই যুগের মাঝামাঝি কোনও একটা সময়ের লোক। আহা, পুরোটা যে পারবে তেমন আশা করাই বাড়াবাড়ি। অন্তত এটা যে ধরতে পেরেছে যে আমি আর যাই হোক, এই অধৈর্য, অভদ্র, নিজের ঢাক নিজে পেটানো, নেটওয়ার্কিং যুগের লোক নই, সেই অনেক।

আপনারও কি নিজেকে এই সময়ে মিসফিট মনে হয়? তাহলে আপনিও খেলাটা খেলে দেখতে পারেন। উত্তরটা আমাকে জানাতে ভুলবেন না কিন্তু।  

Which decade do you actually belong in?


Comments

  1. আমাকে বলছে আমি নব্বই-এর দশকে আটকে আছি। আহা ! এর চেয়ে সত্যি কথা হয়না !

    ReplyDelete
    Replies
    1. মিলেছে তাহলে বলছ পিয়াস? গুড গুড।

      Delete
  2. Ishh. Deri kore eshe tomar quiz ta miss kore felechhi. Ki ar kora!

    Ami 60s. Er cheye sotyi kotha ar hoy na! Chhotobela theke sobbaike bojhanor cheshta kore ashchhi je amar Beatles jomanay jonmano uchit chhilo. Flower power er theke boro power ar nei!

    ReplyDelete
    Replies
    1. দারুণ তো, সবার নিজের পছন্দের সময়ের সঙ্গে এদের বলা সময় মাইল যাচ্ছে। ফ্লাওয়ার পাওয়ার সত্যি দারুণ (আমাকে অবশ্য মানাবে না)....কিন্তু তোমাকে দারুণ মানাবে বিম্ববতী।

      Delete
  3. amar result - "You belong in the ‘50s!" :-)) .

    ReplyDelete
    Replies
    1. ভেরি গুড, ইচ্ছাডানা।

      Delete
  4. You belong somewhere in the classical and romantic era!

    vaba jayyyyyyyyyyyyyy

    ReplyDelete
    Replies
    1. আরে হাই ফাইভ, হাই ফাইভ প্রি। আমার সঙ্গে এই প্রথম কারও মিলল।

      Delete
  5. Replies
    1. এমা দুঃখ কীসের কথাকলি? পঞ্চাশের দশকে কত ভালো ভালো, সুন্দর সুন্দর, বুদ্ধিমান বুদ্ধিমান লোক জন্মেছেন তো...তখন পৃথিবীটা দারুণ ইন্টারেস্টিং ছিল বলেই আমার বিশ্বাস।

      Delete
    2. Are 50''s e to amar Ma janmechen...Amar motei nijeke Ma r samay er bhabte ichche korche na..ekei buro hoye jachchhi roj din ,tai niye dukhkho pai:D

      Delete
    3. আহা, বুড়ো কেন বালাই ষাট কথাকলি, অভিজ্ঞ হচ্ছ।

      Delete
  6. You got: You belong in the future!

    You’re a forward-thinker and your head is stuck in the iCloud.
    কি জ্বালা!! এই যুগেই চলতে পারিনা আবার future!!!

    ReplyDelete
    Replies
    1. কী সাংঘাতিক, একেবারে ফিউচারের লোক নাকি তুই?! আগেই জানতাম তুই যে সে লোক নস, দেখ সেটা কেমন প্রমাণ হয়ে গেল।

      Delete
  7. Amar holo 90's. Aboshyo koyekta question er manei bujhte parini, tobe hoyto na bujhte paratao 90's e atke thakar ekta uposargo. Ami uttortay obak hoini.

    ReplyDelete
    Replies
    1. সে আমিও বুঝতে পারিনি, তবে সময়ের ব্যাপারস্যাপার বোঝা শক্ত। আপনি যখন অবাক হননি, তখন ঠিকই আছে নিশ্চয় উত্তর।

      Delete
  8. Replies
    1. বাবা, অনেকেই দেখছি নব্বইয়ের নবীন। ভেরি গুড, অরিজিৎ।

      Delete
  9. hmm....amar rezult bolchey je "you belong to the 90s" :(((

    ReplyDelete
    Replies
    1. নো দুঃখ, ডু ফুর্তি, শম্পা। তুমি হচ্ছ গিয়ে গ্লোবালাইজেশনের যুগের লোক, এতো দারুণ ভালো কথা।

      Delete
  10. ‘90s!
    amar fele asha school life... :(
    no chinta do masti-r jibon... :)

    ReplyDelete
    Replies
    1. যাক, তাহলে ভালো সময়ই বেছেছে আপনার জন্য, বলুন সৌমেশ?

      Delete
  11. Replies
    1. এই তো, তুইও বিম্ববতীর মতো ফ্লাওয়ার পাওয়ার যুগের লোক তিন্নি। খুব ভালো।

      Delete
  12. 70's bolchhe...bhul khub ekta boleni bote...muktir doshok, tai thik-i achhe...tobe amaar nijer pochhonder oi Bantir ichhetai :)

    ReplyDelete
    Replies
    1. ইচ্ছে থাকলেই কি উপায় হয় শ্রমণ? তবে তোমার তো সত্তরটাও বেশ মাপমতো। আমারও সত্তর খুব ভালো লাগে। অভিনন্দন।

      Delete
  13. আমাকে বলেছে 00's. এটা কি 1900 না 2000, সেটা স্পষ্ট করে বলেনি।

    ReplyDelete
    Replies
    1. আপনার কোনটা মনে হচ্ছে?

      Delete
  14. Tomar modhye kintu ekta Miss Marple..Miss Marple bapar ache !!

    Bolechilam follow korbo..kore fellam.

    ~~~~~Chandreyee(from the bookfair reading)

    ReplyDelete
    Replies
    1. আরে চান্দ্রেয়ী! বাবা, তুমি তো ভীষণ প্রম্পট দেখছি। খুব ভালো খুব ভালো। আমাকে যে মিস মার্পলের মতো বললে সেজন্য এক্সট্রা খুশি হলাম। থ্যাঙ্ক ইউ।

      Delete
  15. Amay bish-er doshok-e pathiyechhe...sottyi kore bolte ki temon awbaak noi...tobe Ajanta jokhon nobeen chhilo sei juug-er maanush bole-i beshi mone hoy nijeke!

    Tumi ki ei bochhor Kolkata'r boimela-y esechho? Ekjon-ke ghono sobuj sharee-tey shonibaar dekhlam okhane, mukh-ta besh tomaar moton!

    ReplyDelete
    Replies
    1. কী সাংঘাতিক শিরি! আমি তো একটা কুটকুটে সবুজ রঙের শাড়ি পরেই ঘোরাঘুরি করছিলাম বইমেলায় শনিবার। ওটা নির্ঘাত আমি।

      বিশের দশকও খুব ইন্টারেস্টিং ব্যাপার। কনগ্র্যচুলেশনস।

      Delete
  16. You got: You belong in the ‘50s!.... r o ektu pechner hole r o bhalo lagto...

    ReplyDelete
    Replies
    1. এ মা, পঞ্চাশের দশক তো কী ভালো দেবশ্রী।

      Delete
  17. Replies
    1. সিম্পলই বেস্ট কুহেলি।

      Delete
  18. ইশ্‌শ্‌, তখন জিজ্ঞ্যেস করতে সাহস পেলাম না... তুমি কি আর এই বছরের বইমেলায় আসবে? তাহলে সই করিয়ে নিতাম, এমন চমৎকার লেখা'য় ভরা বই-খানায়!

    ReplyDelete
    Replies
    1. ইস, আমি তো দিল্লি চলে এসেছি শিরি। তুমি আমাকে ডাকলে না কেন, আমার খুব ভালো লাগত তোমার সঙ্গে দেখা হলে। পরে কখনও নিশ্চয় দেখা হবে।

      Delete
  19. classical ar romantic era r majhe atke gechhi

    ReplyDelete
    Replies
    1. ওটা আটকে পড়ার পক্ষে বেশ ভালো যুগ।

      Delete

Post a Comment