বই-অবান্তর সম্পর্কে কয়েকটি তথ্য
বইমেলা শুরু হচ্ছে ঊনত্রিশ তারিখ। অবশ্য ফিতে কাটা হবে আঠাশ তারিখই, কিন্তু মেলা বসবে ঊনত্রিশে জানুয়ারি থেকে নয়ই ফেব্রুয়ারি। অবান্তর বই কোথায় পাওয়া যাবে সে বিষয়ে আপনারা কেউ কেউ জানতে চেয়েছিলেন। সৃষ্টিসুখের স্টল নম্বর হবে ৪৬৫, যেটার অবস্থান হবে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের পাশে। সেখানে অবান্তর পাওয়া যাবে।
অনলাইন অবান্তর পাওয়া যাবে বইপত্র ডট কম (http://boipotro.com/) এবং আমাজনেও, তবে নির্দিষ্ট ইউ আর এল দেওয়ার সময় এখনও আসেনি। ডাকযোগে যদি বই পেতে চান, আর যদি আরও কোনও প্রশ্ন থেকে থাকে, বেস্ট হবে রোহণকে ই-মেল করলে। রোহণের ই-মেল আইডি হল rohonkuddus@gmail.com
Jaak. Online pawa jabe dekhe bhari ashwosto holam. Noile boita porar jonyo C R Parkey hana ditey hoto. :P
ReplyDeleteআহা, সে হানা দিলে ভালো বই মন্দ বিম্ববতী।
Deleteবইমেলায় দেখা হবার জোর চান্স আছে মনেহয় তোমার সঙ্গে । বই তো কিনছই । লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে আমাদের টেবিল ৬২৭ ।
ReplyDeleteশব্দহরিণ এর ৫২২ নম্বর স্টলে আমি ৩/৪ দিন থাকব ।
মিঠু
blurb তুমি লিখেছ । খুব ভাল হয়েছে।
ReplyDeleteমিঠু
গুড গুড। তোমার অবস্থান জানিয়ে রাখার জন্য ধন্যবাদ মিঠু, দেখা যাক দেখা হয় কি না। আর ব্লার্বের ব্যাপারটা খেয়াল করেছ দেখে খুব খুশি হলাম। ওটা লিখতে গিয়েই প্রথম নিজেকে বেশ লেখক লেখক মনে হচ্ছিল।
Deleteকিনছিই হবে
Deleteমিঠু
হাহা, বুঝতে পেরেছি মিঠু।
Deleteবাঃ! খুব সুন্দর হয়েছে ব্লার্বের লেখাটা। বইটাও এরকমই সুন্দর হবে অবশ্যই :)
ReplyDeleteঅনেক শুভেচ্ছা রইলো। :)
থ্যাঙ্ক ইউ অরিজিৎ।
Delete:-) Boi kinte boimela te to jachhii ...
ReplyDeleteআরে থ্যাঙ্ক ইউ ইচ্ছাডানা।
Deletedarun hoyeche puro get up ta.. maa ph e jante chaichilo kothay thakbe boi ta, bole debo thik kore.. ma obantor age poren ni, lekhika+ srishti aksonge dekhle hoyto bhishon i khushi hoye jaben :)
ReplyDeleteআরে থ্যাঙ্ক ইউ স্বাগতা। কাকিমার সঙ্গে দেখা হলে আমারও খুব ভালো লাগবে।
Deletedarun hoechhe...lekhikar sai saho bai ta ghare niye astei habe. :)
ReplyDeleteথ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সায়ক।
Deleteআপনি "সাইনিং" করতে কবে কবে বসছেন? আমার পক্ষে একটু দূর হয়ে যাবে, দেখব বাবা যদি যেতে পারে।
ReplyDeleteএখনও তো তেমন কিছু ঠিক হয়নি সুগত।
DeleteKuntala,
ReplyDeleteAnek abhinandan tomar boi prokash uoplokhhe. Ami anek age akbar tomar blog porechhilam, tarpar kayek bachhor par abar bong mom er blog roll theke khuje pelam. Asadharon lekha. Pore shudhu bhabi je akhono amon banglay rakto mangsher chole fera manush lekhe? Akhono amon bangla bNeche aachhe? Nabanita Debsen, Ashapurna Debi sab gharan-r chhaya dekhte paay. Mone mone anek comment korechhi ato din dhore. Archive theke lekha porte porte naoya khaoya mathay uthechhe. Amar choddo bachhorer chhele bole maa saradin ki akta blog pore jachho! Er modhhye tomar biyeo hoye galo. Abhinandan tar jonnyeo.
ইস, রোজ সকালটা কেন আজকের সকালের মতো হয় না? চোখ খুলেই এত ভালো ভালো প্রশংসা? অনেক অনেক ধন্যবাদ অমিতা। আপনি আমার যে কী মন ভালো করে দিলেন, যদি জানতেন। আপনার অভিনন্দন আর শুভেচ্ছা একেবারে মাথায় করে নিলাম। এমন ভালো পাঠক পাইয়ে দেওয়ার জন্য বংমমকেও থ্যাঙ্ক ইউ বলতে হবে দেখছি। সত্যি, খুব ভালো লাগল আপনার কমেন্ট পেয়ে। আশা করি অবান্তর আরও অনেক অনেকদিন আপনার মন ভোলাবে।
DeleteMumbai e theke autographed copy ki kore pabo ? Jobab chai, jobab dao!
ReplyDeleteযেতেই পারে। তবে তার জন্য ঠিকানা চাই।
Deleteইশ কুন্তলাদি! এত্ত বড় সুখবরটা চোখ এড়িয়ে গেছিল। আরো বিচ্ছিরি ব্যাপার - পরপর দুবছর বইমেলার সময় কলকাতায় ছিলাম, আর এবারেই আপনার বইটা হাতেগরম পেয়ে যাওয়ার সুযোগটা ফসকে গেল। আপনি কবে স্টলে থাকবেন জানাবেন - দেখি কাউকে দিয়ে একটা অটোগ্রাফড কপি জোগাড় করতে পারি কিনা !
ReplyDeleteআরে তাতে কিছু হবে না পিয়াস। তোমার বিলেটেড মন্তব্যেই আমার মন খুশি হয়ে গেল। বইমেলায় থাকার তারিখ এখনও তো ঠিক জানি না, পিয়াস।
Deleteআসলে অক্টোবর মাস থেকেই অবান্তরে ঠিকঠাক আসা হচ্ছিল না, শুধু কুইজের নোটিফিকেশন পেলে হাজির হয়ে যেতাম। এখন আস্তে আস্তে পুরনো পোস্ট শেষ করছি, কিন্তু আপনি পুরনো পোস্টের কমেন্ট চেক করেন কিনা জানিনা বলে কমেন্ট করছিনা। বইমেলায় থাকার প্ল্যান করে ফেললেই জানিয়ে দেবেন কিন্তু, অটোগ্রাফড কপি আমার চাইই চাই !
Deleteawesomesauce! (shabdo-ta notun sikhlaam kina tai byabohaar korte ichche holo!)
ReplyDeletekudos to Rohon and congratulations.
ধন্যবাদ ধন্যবাদ রাজর্ষি। শব্দটা সত্যি শেখার মতোই, আমিও শিখে নিলাম।
ReplyDeleteAaj abantor hatalam.... r bari astei maa seta hatiye nilo.. tnks eto sundor lekha amader upohar dekwar janna.. Tumi o abantor valo thekho :)
ReplyDeleteআরে থ্যাঙ্ক ইউ তো আমার তোমাকে দেওয়ার কথা প্রিয়াঙ্কা। খুব ভালো লাগল।
Delete