শনিরবি



বিলম্বিত এবং মিনিয়েচার। তবু নাই মামার থেকে কানা মামা ভালো এই যুক্তি মনে রেখে ছাপিয়েই দিলাম।




Comments

  1. বাঃ আপনার বেডকভারটা বেশ সুন্দর তো! তাছাড়া কচুরি আর উত্থাপম দুটোই আমার খুব পছন্দের জিনিস। সব মিলিয়ে মিনিয়েচার হলেও বেশ ভাল।

    ReplyDelete
    Replies
    1. থ্যাঙ্ক ইউ সুগত।

      Delete
  2. Eki. Eirom kochuri Dillitey pawa jay jantam-i na. Dillitey toh kochuri bollei khasta kochuri bojhe!

    ReplyDelete
    Replies
    1. আহা, সি. আর. পার্কে যদি এইরকম কচুরি না পাওয়া যায় তাহলে পৃথিবীর কোথাওই পাওয়া যাবে না বিম্ববতী। এটা হচ্ছে দাদুর চপের দোকানের কচুরি। দাদুর দোকানের আলুর চপ অবশ্য আরও ভালো। কিন্তু সেটা সন্ধ্যেবেলা ভাজা হয়। ছুটির দিন সকালবেলা কচুরির বাজার তুঙ্গে থাকে।

      Delete
  3. তরকারির বাটিতে দুটো চামচ! ওসিডি কুইন!

    ReplyDelete
    Replies
    1. ওসিডি মোটেই না। দুটো চামচ এফিশিয়েনসি বাড়ানোর জন্য রাখা হয়েছে।

      Delete
  4. বাটিতে একটা চামচের বদলে দুটো চামচের দিন যে শুরু হয়ে গেছে, সেটা শেষের ওই হাসি ঝলমল ছবিটা দেখেই বোঝা যাচ্ছে :-) । রাকা

    ReplyDelete
    Replies
    1. হাহা রাকা, হক কথা বলেছ।

      Delete
  5. bhalo khabardabar :) tobe sabcheye bhalo 3 no chabir shawl pora mahila ...take shiggir i dekhte chai ...

    ReplyDelete
    Replies
    1. মহিলাও তোকে যথাশীঘ্র দেখতে চান, কিন্তু সুযোগ হচ্ছে কই।

      Delete
    2. মহিলা ! 33 e মহিলা !!

      eta dekhun -- http://www.youtube.com/watch?v=E68D4euchAs

      Delete
  6. khub shundor.....khabar dabar, ghor, ebong chandor khana....kintu mukhkhana ektu shukno shukno lagchey keno....time to make a trip to paschim bango :)

    ReplyDelete
    Replies
    1. টাইম বলে টাইম, শম্পা? দেহটা ছাড়া সবই রিষড়ায় গিয়ে বসে আছে এতদিনে। এ মাসের শেষের দিকে যাওয়া হয় কি না, দেখা যাক।

      Delete
  7. Khabar dabar besh bhalo ar tomar chhobita sobcheye bhalo. masher seshe Rishra visit je aschhei ta hasi dekhei bojha jachhe.

    ReplyDelete
    Replies
    1. আরে যে রকম অনিশ্চয়তার যুগ পড়েছে তাতে মাসের শেষ তো দূরের কথা, দশ মিনিট পর কী হবে কিচ্ছু বলা যাচ্ছে না ইচ্ছাডানা। আপনারা সবাই মিলে মনে মনে বলুন, যেন মাসের শেষের ট্রিপ সত্যি হয়।

      Delete
  8. AAP er mathaay chaa rekhe khachho ei bajare? :P kotodin kochuri khaini mairi!! ma-baba ashchhe shighroi, hing er ar koraishnuti'r kochuri'r din niye :-)

    ReplyDelete
    Replies
    1. আহা কী আনন্দ আকাশে বাতাসে, প্রিয়াঙ্কা। খুব হিংসে করলাম বাবা মা আসবেন বলে।

      Delete

Post a Comment