কুইজঃ আমি কে?



আমি একজন মহারথী বাঙালি। আপনাদের আমাকে চিনতে পারা উচিত, না হলে আমি ভীষণ দুঃখ পাব। আমাকে ঠিক ঠিক চিনে আমার নাম কমেন্টে লিখুন। কমেন্ট কুন্তলা মডারেট করবে চব্বিশ ঘণ্টার জন্য, যদিও চব্বিশ সেকেন্ডেই আপনাদের কাজ হয়ে যাবে আমি নিশ্চিত। আপনারা আমাকে ঠিক ঠিক চিনলেন কি না সেটা বোঝা যাবে ভারতে বুধবার সকাল সাড়ে নটায়, ইস্ট কোস্টে মঙ্গলবার রাত এগারোটায়।

অল দ্য বেস্ট।

*****

১। ইছামতীর তীরে জন্ম। সুবর্ণরেখার তীরে মৃত্যু। মাঝখানের জীবনে শিক্ষক থেকে সেক্রেটারি থেকে এস্টেট ম্যানেজার। দারিদ্র্য দেখেছি, সে দারিদ্র্য ছবির মতো লেখার পাতায় ফুটিয়ে তুলেছি। আর হেঁটেছি অনেক। আমার লেখা বিখ্যাততম গল্পের নায়কও আসলে সেই চলা।

২। চার বছর বয়সে ক্যামেরার সামনে নেমেছিলাম, প্রথম হিরো হয়েছি চব্বিশ হওয়ার আগে, এখন চুয়ান্ন হতে চলল, তবু চুটিয়ে ব্যাট করে যাচ্ছি। আমার বাবা হিরো ছিলেন, আমি সুপারহিরো হয়েছি। লোকে আমাকে মহানায়ক বলল কি না তাতে আমার কিস্যু এসে যায় না, সময় প্রমাণ করে দেবে আমার মতো নায়ক টলিউড কমই পেয়েছে।

৩। আমার জন্মস্থান জোড়াসাঁকোর বিখ্যাত পরিবার। আমি লিখেছি যত, আমাকে নিয়ে লেখা হয়েছে তার থেকে বেশি। আমার মতো প্রতিভা এই বাংলায় কমই জন্মেছে। সভাসমিতি, থিয়েটার, পত্রপত্রিকা---চতুর্দিকে আমার প্রতিভা অতি অল্পবয়সে ধাবিত হয়েছিল। বাবু বিদ্যাসাগর পর্যন্ত আমার প্রতিভা দেখে চমৎকৃত হয়েছিলেন। মহাকাব্য নিজে লিখিনি, কিন্তু বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। 

৪। পদ্মশ্রী পেয়েছিলাম একাত্তরে, পদ্মভূষণ দু’হাজার পাঁচে। আমার নামের সঙ্গে মিল আছে এশিয়ার সেরা গোয়েন্দার আর ডাকনামের মিল আছে এক বিখ্যাত কাল্পনিক রাঁধুনির সঙ্গে। আমার মতো গান অবশ্য দুজনের একজনও গাইতে পারে না।

৫। আমি জন্মেছিলাম সেলিব্রিটি বাবামায়ের ঘরে। কলকাতায় নয়, বহরমপুরে। বাবামা চিরদিন অন্ত্যজ, প্রান্তিক, ভুলে থাকা মানুষের কথা লিখেছেন, বলেছেন। আমার চরিত্ররাও মেনস্ট্রিম---সে অপবাদ কেউ দিতে পারবে না। আমার গল্পের হিরোরা সব হয় চিটিংবাজ জ্যোতিষী নয় উড়ন্ত অদ্ভুত মানুষ। তাদের কারও কারও নাম ‘ভাট’, তাই বলে আমার লেখা ভাট নয়।

৬। বরিশাল থেকে শিলং, শিলং থেকে কলকাতা। তারপর বম্বেও এসেছে। আজীবন মার্ক্সে বিশ্বাস করেছি, শেক্সপিয়ারেও। মেঘ, ঝড় ইত্যাদি ভীষণ গম্ভীর নামের সিনেমা পরিচালনা করেছি নিজে, আবার তিন-তিনবার ফিল্মফেয়ার বেস্ট কমেডিয়ানের পুরস্কারও পেয়েছি। উত্তমকুমারের চেহারা আমার থেকে ভালো হতে পারে, কিন্তু হিন্দি বা ইংরিজি উচ্চারণ, দুটোই আমার থেকে খারাপ ছিল।

৭। চল্লিশের পর লেখা শুরু করে লিখে গেছি তার পরের টানা চল্লিশ বছর। এই চল্লিশ বছরে একে একে পেয়েছি যথাক্রমে জগত্তারিণী মেডেল, সরোজিনী মেডেল, সাম্মানিক ডি. লিট., রবীন্দ্র পুরস্কার, আকাদেমি পুরস্কার এবং পদ্মভূষণ। অবশ্য এসবের থেকে অনেক বড় পুরস্কার আমাকে দিয়ে গেছেন সৈয়দ মুজতবা আলি সাহেব। তিনি আমাকে বলেছিলেন, ‘আপনার সমস্ত পাণ্ডুলিপি যদি হারিয়ে যায় আমাকে বলবেন, আমি স্মৃতি থেকে সমস্ত লিখে দোব।’ তিনি আমার সম্পর্কে আরও বলেছিলেন, ‘আমি পৃথিবীর কোনো সাহিত্য আমার পড়া থেকে বড় একটা বাদ দিইনি। ___বাবু যে কোনো সাহিত্যে পদার্পণ করলে সে সাহিত্য ধন্য হত। একথা বলার অধিকার আমার আছে।’ নিজের মুখে নিজের কথা বলব না বলে আমি সারাজীবন সভাসমিতিসংবর্ধনা এড়িয়ে চলেছি। কিন্তু আজ একথা বলা আমার সাজে। আমি সার্থকনামা। বাংলা সাহিত্যে আমি সত্যিই অমর।

*****

উত্তর

উত্তর আমার আর দেওয়ার দরকার নেই, প্রায় সকলেই সবকটা উত্তর ঠিক দিয়েছেন, তবু প্রতিশ্রুতিমতো এই রইল

১. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 
২. প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
৩. কালীপ্রসন্ন সিংহ 
৪. মান্না দে 
৫. নবারুণ ভট্টাচার্য 
৬. উত্পল দত্ত 
৭. রাজশেখর বসু
    

Comments

  1. 1. bibhutibhusan bandopadhyay (?)
    2. prosenjit chatterjee (?)
    3. kaliprosonno singho
    4. manna de
    5. nabarun bhattacharya
    6. utpal dutt

    7 ta kono hodish nei.

    ReplyDelete
    Replies
    1. বাহ, প্রায় সবই তো ঠিক, জিজ্ঞাসা চিহ্নের সংশয় মিছে। অভিনন্দন অরিজিৎ। খেলার জন্য অনেক ধন্যবাদ।

      Delete
  2. ১. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    ২. প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

    ৩. জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

    ৪. মান্না দে

    ৫. নবারুণ ভট্টাচার্য

    ৬. উৎপল দত্ত

    ৭. রাজশেখর বসু

    ReplyDelete
    Replies
    1. ইস, জোড়াসাঁকো দেখে ভুল হয়ে গেল যে। মহাকাব্য---মহাভারত---কালীপ্রসন্ন সিংহের মহাভারত? যাক গে, একটায় কিছু যায় আসে না। খুব ভালো খেলেছেন, অভিনন্দন।

      Delete
  3. 1 বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    2 প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
    3 কালীপ্রসন্ন সিংহ
    4 মান্না দে
    5 নবারুন ভট্টাচার্য
    6 উৎপল দত্ত
    7 রাজশেখর বসু

    talikay akjan anatato mahila thakben bhebechilam ..:(

    ReplyDelete
    Replies
    1. হাততালি হাততালি, প্রথম সবকটা ঠিক উত্তর। আমার মনেই ছিল না যে তালিকায় মহিলা নেই। পরের কুইজে থাকবে, প্রমিস।

      Delete
  4. 1. Bibhuti Bhushon
    2. Prasenjit (posenjeet) chattopadhyay
    3. Kali Prosonno Singha
    4. Manna Dey
    5. Nabarun Bhattacharya
    6. Utpal Dutta
    7. Tarashankar

    ReplyDelete
    Replies
    1. এএএকটুর জন্য সব ঠিক হল না শম্পা। কুছ পরোয়া নেই, দারুণ খেলেছ, অভিনন্দন। এবং শুকরিয়া।

      Delete
  5. 1. Bibhuti Bhushan Bandyopadhyay
    2. Prosenjit Chattopadhyay
    3. Abonindranath Tagore
    4. Manna Dey
    5. Nabarun Bhattacharya
    6. Utpal Dutta
    7. Eta jani na.

    ReplyDelete
    Replies
    1. এই রে, আবার জোড়াসাঁকো গোলমাল করেছে। তাতে চিন্তার কিছু নেই, বাকি বেশিরভাগই ঠিক। অনেক অভিনন্দন আর খেলার জন্য অনেক ধন্যবাদ সৌগত।

      Delete
    2. Aami alpo kichudin abantar pora shuru korechi, darun lagche, ekhan roj office er kajer fake fake porchi r haschi. Apni aaro aaro likhte thakun...

      Delete
    3. আরে থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ .সৌগত। অবান্তরে স্বাগত। খুব ভালো লাগল আপনার কমেন্ট পড়ে।

      Delete
  6. 1. erom pnachali aar kojon likhechhen?
    2. heh! ei list-e misfit :(
    3. banglar shingha!
    4. ota bodhoy padmabhushan hobey.
    5. fyataRur jonmodata!
    6. "wah wah wah! jaisa pavitra vichhaar, waisa pavitra vatavaran. aap ka pavitra kaisa hai?"
    7. divine wife-husband!

    ReplyDelete
    Replies
    1. দারুণ দারুণ সোমনাথ। এক্সট্রা হাততালি। (কিন্তু আমি লাস্টের ডিভাইন ওয়াইফ-হাসব্যান্ডটা বুঝিনি।)

      Delete
    2. ota bhul korechhi to! tara-shankar bhebechhilam :(

      Delete
  7. তুই কুন্তলা বন্দ্যোপাধ্যায়।

    সিরিয়সলি,
    ১) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
    ২) প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
    ৩) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।
    ৪) মান্না দে।
    ৫) নবারুণ ভট্টাচার্য।
    ৬) উৎপল দত্ত।
    ৭) রাজশেখর বসু।

    ReplyDelete
    Replies
    1. সিরিয়াসলি, কন্গ্র্যাচুলেশনস।

      Delete
    2. মানেটা কী? ভুল করলাম তো একটা!

      Delete
    3. পুনশ্চ -
      জ্যোতিরিন্দ্রনাথ এই সবকটা কন্ডিশন স্যাটিসফাই করেন। উনি 'অভিজ্ঞান-শকুন্তলম্‌' অনুবাদও করেছিলেন।

      Delete
  8. 1. Bibhutibhushan
    2. Prosenjit
    3. Kaliprasanna Singha
    4. Manna Dey
    5. Nabarun Bhattacharya
    6. Utpal Datta
    7. Parashuram

    ReplyDelete
    Replies
    1. একশোয় একশো। অভিনন্দন।

      Delete
  9. ১ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    ২ প্রসেন জিত
    ৩ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
    ৪মান্না দে
    ৫ উৎপল দত্ত
    ৬ নবারুণ ভট্টাচারয
    ৭ রাজশেখর বসু

    মিঠু

    ReplyDelete
    Replies
    1. খুব ভালো খেলেছ মিঠু। কনগ্র্যাচুলেশনস।

      Delete
  10. ১। বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়
    ২। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
    ৩। কালীপ্রসন্ন সিংহ
    ৪। মান্না দে
    ৫। নবারুণ ভট্টাচার্য
    ৬। উৎপল দত্ত
    ৭। রাজশেখর বসু (পরশুরাম)

    ReplyDelete
    Replies
    1. আহা, কী পারফরম্যানস। তালিয়া, কৌশিক।

      Delete
  11. 1. Bibhutibhushan
    2. Prosenjit
    3. Rabindranath
    4. Manna De
    5. Nabarun Bhattacharya
    6. Utpal Dutta
    7. Rajsekhar Basu.

    ReplyDelete
    Replies
    1. দারুণ খেলেছেন ঘনাদা। অভিনন্দন। ছেলেমানুষি খেলায় অংশ নেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

      Delete
    2. Ekta baje bhul hoye galo je. Last sentence er hint ta bojha uchit chilo.

      Delete
    3. কোনও ব্যাপার না, ঘনাদা।

      Delete
  12. ১. বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    ২. প্রসেনজিত
    ৩. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
    ৪. মান্না দে
    ৫. নবারুণ ভট্টাচার্য
    ৬. উৎপল দত্ত
    ৭. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

    কুইজ দারুন হয়েছে কুন্তলা।খুব মজা হলো উত্তর দিতে

    ইনিয়া আর ভাই

    ReplyDelete
    Replies
    1. হাহাহা, ইনিয়া আর ভাইয়ের যুগ্ম প্রচেষ্টা খুবই সফল হয়েছে দেখা যাচ্ছে। প্রায় সবই ঠিক। আমারও খুব মজা হল ইনিয়া তোমরা এইসব পচা খেলা খেললে বলে। থ্যাঙ্ক ইউ, আর অনেক অনেক অভিনন্দন।

      Delete
  13. 1. Bibhutibhushan Bandopadhyay
    2. Prosenjit Chattopadhyay
    3. Abanindranath Tagore
    4. Manna Dey
    6. Utpal Dutta
    7. Tarashankar Bandopadhyay

    5 no ta jana nei...:(

    ReplyDelete
    Replies
    1. আরে পিয়ালী, না জানাতে দুঃখের কী আছে, এ তো স্রেফ খেলা। তুমি যে খেললে, সেটাই অনেক। থ্যাঙ্ক ইউ।

      Delete
    2. আর খেলতে গিয়ে ভুল জানাগুলো ঠিক হয়ে গেল.....আর অজানা উত্তরগুলো জানা হয়ে গেলো....thank you...:)

      Delete
    3. মাই প্লেজার, পিয়ালী।

      Delete
  14. 1.Bibhutibhushan Bandyopadhya.
    2.Prosenjit aka Bumba da:D
    3 Kaliprosanno Singha
    4 Manna dey
    5.Nabarun Bhattacharya
    6.Utpal dutta
    7.Rajshekhar Basu mone hochche..kintu thik mone korte parchina:(

    ReplyDelete
    Replies
    1. একেবারে ঠিক মনে করতে পেরেছেন কথাকলি। দুর্দান্ত, দারুণ, দুরন্ত পারফরম্যানস। হাততালি, হাততালি।

      Delete
    2. Thank you thank you:)Khele baroi bhalo legeche.

      Delete
  15. 1. Bibhutibhushan
    2 Prasenjit
    3 Rabindranath
    4 Manna Dey
    5 Nabarun
    6 Utpal Dutta
    7 Tarashankar ?

    ReplyDelete
    Replies
    1. হাহাহাহা, জোড়াসাঁকো, জোড়াসাঁকো দেখে শ্রমণের মন ভুলেছে। এটা অনেকটা সেই বোম্বাইয়ের বোম্বেটের মতো হয়েছে। সেন্ট মানেই সান্যাল, আর সান্যাল মানেই সেন্ট। তেমনি জোড়াসাঁকো মানেই রবিঠাকুর, আর রবিঠাকুর মানেই জোড়াসাঁকো। কিন্তু তাছাড়া প্রায় সবই ঠিক। খুব ভালো খেলেছ শ্রমণ। অভিনন্দন, আর খেলার জন্য অনেক অনেক থ্যাঙ্ক ইউ।

      Delete
    2. :) Rabindranath ta baaje bhul korlam...jodio tomaar hint gulo kintu eki bhaabe Rabindranather jonyeo khatbe....

      আমার জন্মস্থান জোড়াসাঁকোর বিখ্যাত পরিবার। tick
      আমি লিখেছি যত, আমাকে নিয়ে লেখা হয়েছে তার থেকে বেশি। Etao mone hoy shotyi kotha, Rabindranath ke niye amader ja matamati.
      আমার মতো প্রতিভা এই বাংলায় কমই জন্মেছে।tick
      সভাসমিতি, থিয়েটার, পত্রপত্রিকা---চতুর্দিকে আমার প্রতিভা অতি অল্পবয়সে ধাবিত হয়েছিল।tick
      বাবু বিদ্যাসাগর পর্যন্ত আমার প্রতিভা দেখে চমৎকৃত হয়েছিলেন।Rabindranather chhelebelatei etao ghotechhilo
      মহাকাব্য নিজে লিখিনি, কিন্তু বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। Eita bojha uchit chhilo, kintu aami bhebechhi korno kunti shongbaad aar gandharir aabedoner kotha :) :)..aar sheshe thank you gulor jonye palta thank you roilo.....aar shobsheshe boimelaar jonye shubhechcha..

      Delete
    3. থ্যাঙ্ক ইউ, শ্রমণ।

      Delete
  16. 1. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    2. প্রসেনজিত্ চট্টোপাধ্যায় aka বুম্বাদা

    3. কালীপ্রসন্ন সিংহ

    4. মান্না দে

    5 নবারুণ ভট্টাচার্য

    6 উত্পল দত্ত

    7 রাজশেখর বসু

    ReplyDelete
    Replies
    1. কেয়া বাত, অদিতি। একশোয় একশো। অনেক অনেক অভিনন্দন।

      Delete
  17. ১. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    ২. প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

    ৩. কালীপ্রসন্ন সিংহ

    ৪. মান্না দে

    ৫. নবারুণ ভট্টাচার্য

    ৬. উৎপল দত্ত

    ৭. রাজশেখর বসু

    ReplyDelete
    Replies
    1. কুইজটা মোটের উপর সহজ হলেও জোড়াসাঁকোর রাস্তায় আছাড় খাওয়ার ভালই ব্যবস্থা করে রেখেছিলেন! :-)

      Delete
    2. তাতে কী? তুমি তো পেছলাওনি পিয়াস। অবশ্য তুমি পেছ্লালে সেটা একটা দেখার মতো বিষয় হত। তোমাকে আবাআআআআরও অনেক অনেক অনেক অভিনন্দন। খুব ভালো লাগল তোমার উত্তর পেয়ে।

      Delete

Post a Comment