অনেক দূর থেকে
অনেক মানে অনেক। সাড়ে তিন হাজার মাইল রাস্তা, একটা কাস্পিয়ান আরেকটা ব্ল্যাক সি পেরিয়ে কয়েকটা ছবি এসে পৌঁছেছে আমার ইনবক্সে। দেখে বেশ একটা নস্টালজিয়ার ভাব হল আর ইচ্ছে হল আপনাদেরও দেখাই।
বক্তৃতা শোনার ভান করে নির্ঘাত অবান্তরের জন্য পোস্ট ভাবছি মনে মনে।
আমি আর মো। অর্থাৎ কি না মহম্মদ আলি আবদুলফতেহ। বয়সে ভীষণই কাঁচা। সবে মাস্টারস করছে, আর সারাদিন জব মার্কেট মিসম্যাচ নিয়ে মাথা ঘামাচ্ছে। আমার সঙ্গে খুব ভাব ছিল মো-র। মো ঝটপট নতুন ভাষা শিখে নিতে পারে। ডান্স ফ্লোরে "হাবিবি-হাবিবি"র সঙ্গে ওকে নাচতে দেখলে আপনি ওর ফ্যান হয়ে যেতে বাধ্য।
বার্লিন প্রাচীরের মিউজিয়ামে আমি আর ইন্দোনেশিয়ার রেশা। আমার "নিজ ঢাক অগত্যা নিজেই" পাতায় এখন যে ছবিটা আছে সেটা এই রেশারই তুলে দেওয়া।
মহিলামহল। পেছনের সারিতে লেফট টু রাইট: ব্রাজিল, মেক্সিকো, ইন্দোনেশিয়া, চিন। সামনের সারিতে: ব্রাজিল, ব্রাজিল, ভারত। আর বেঞ্চের দুই হাতলে বসেছে ইজিপ্ট আর চিন।
হঠাৎ রাস্তায়, আপিস অঞ্চলে।
হামবুর্গের পোর্টভ্রমণ চলাকালীন পরোপকার। ক্যামেরাটা মোস্ট প্রব্যাবলি থিয়াগোর।
বার্লিনের ফেয়ারওয়েল পার্টিতে বেচারা কার্লোসকে পাকড়াও করে কী সব যেন বোঝাচ্ছি।
পাকিস্তানি দূতাবাসের নিমন্ত্রণে খেতে যাওয়া হয়েছিল। বাটার চিকেন দেখে অত আনন্দ জীবনে আর হয়নি। সবাইকে খুব করে লস্যির উপকরণ নিয়ে জ্ঞানবিতরণ করেছিলাম মনে আছে।
এই ছবিটা দেখে একসঙ্গে এত আনন্দ আর দুঃখ কেন হচ্ছে বলুন দেখি। আবার যেন এদের সঙ্গে কখনও দেখা হয় ঠাকুর।
chabigulo khub khub bhalo ...toke o tor bandhuder darun lagche :)
ReplyDeleteDarun kintu! মহিলামহল chobir biboron ta too good...
ReplyDeleteতিন্নি, সৌমেশ, থ্যাঙ্ক ইউ।
ReplyDeleteei komola-rani color sari ta daroon...eta ki south cotton? shey jai hok na keno, combo ta amar bhishon priyo :)
ReplyDeleteকটন কি না জানি না, তবে সাউথ তো নিশ্চয় শম্পা। জি কে টু-র নাল্লি শোরুম থেকে কেনা। আমারও কম্বিনেশনটা দেখেই মনে ধরেছিল বলে কিনে ফেলেছিলাম।
DeleteCamera Thiago'r holeo, apnar sari ar salwar-kameez er sathe bhalo maniyechhe. Khub sundor chhobigulo.
ReplyDeleteথ্যাংক ইউ থ্যাংক ইউ সুগত।
Deletekhub sundor chhobigulo. :-)
ReplyDeleteধন্যবাদ ইচ্ছাডানা।
Deletehobe hobe..world is a small place :)
ReplyDeleteহলেই ভালো পৌষালি।
Delete