সাপ্তাহিকী


আলোকচিত্রীঃ হার রয়্যাল হাইনেস দ্য ডাচেস অফ কেমব্রিজ (যার সুস্থ নাম কেট মিডলটন)

The truth is, we know so little about life, we don't really know what the good news is and what the bad news is.
                                                                                            ---Kurt Vonnegut

ইনি আপনাদের কারও ফ্রেন্ডস' লিস্টে আছেন নাকি? থাকলে আমার সমবেদনা রইল।

নিঃসন্দেহে ইতিহাসের সবথেকে ঘৃণিত আইসবার্গ।

রিয়্যাল লাইফ নিয়ে যদি হরর ফিল্ম বানানো হত, তবে সেই সিনেমার পোস্টারগুলো কেমন হত দেখে নিন।

উডি অ্যালেনের একটা ছোট্টমিষ্টি সাক্ষাৎকার। ভদ্রলোক এত বুড়ো হয়ে গেছেন কী রকম মাথাতেই ছিল না। 

বইপোকাদের জন্য অর্ডার দিয়ে বানানো চেয়ার।

আর মিলে সুর মেরা তুমহারা-র প্রসঙ্গ ওঠায় যারা আমারই মতো নস্ট্যালজিয়ায় কাহিল হয়ে পড়েছেন, তাঁদের জন্য এ সপ্তাহে এই গানটা রইল।

কুইজ চলছে মনে আছে তো? এর মধ্যেই কিন্তু অনেকে দুর্দান্ত খেলে ফেলেছেন। আলসেমি করে তাঁদের ফাঁকা মাঠ ছেড়ে না দিয়ে নিজেদের উত্তরগুলো ঝটপট লিখে দিয়ে যান।

আর কী? শনি রবি ভালো হয়ে থাকবেন, খাবেন দাবেন ঘুমোবেন ফাঁকি মারবেন। আমিও এগুলোই করব ঠিক করে রেখেছি, মাঝে মাঝে নতুন খেলনাটা নিয়ে খেলা করা ছাড়া। ফির মিলেঙ্গে। টা টা।  

Comments

  1. বই পড়ার চেয়ার টা কিন্তু খাসা ...

    ReplyDelete
  2. kintu pa chhoRiye boshbo ki korey? taar cheye amar bichhana-i bhalo.

    ReplyDelete
    Replies
    1. হায়েস্ট ফাইভ সোমনাথ!!!!! আমি চেয়ারটা দেখে ঠিক এই কথাটা ভেবেছিলাম। টেলিপ্যাথির একেবারে ঠাকুরদাদা হয়ে গেল কিন্তু।

      Delete
  3. আমি আবার ঠিক কুঁড়েদের মতন বসে থাকতে পারিনা বেশিক্ষণ, শুয়ে পড়ি। তাই চেয়ারে তাক গুঁজে আপনি যতই বাহাদুরি দেখান, আমি ও ফাঁদে পা দেবনা। তার চে হেড বোর্ডে বইয়ের তাক অলা পাতি খাট আমাদের হুগলী তেই পাওয়া যায়। তাতে রিডিং ল্যাম্প আর বেড সুইচও থাকে। টুক করে আলো নিভিয়ে ঘুমিয়ে পড়লেই হলো।

    গানটা আমার অসম্ভব প্রিয়। রাজকুমারীর তোলা ছবিটা বেশ বাজে, না কম্পোজিশনের ঠিক আছে, না কিছু আহামরি টোন , তার ওপর নিচের দিকটা ব্লার, মনে হয় চলন্ত গাড়ি থেকে তোলা। আমার বিশ্বাস আপনি নতুন খেলনা নিয়ে একটু চেষ্টা করলেই এর থেকে ঢের ভালো ছবি তুলতে পারবেন। তবে কোনো রাজকুমারকে বিয়ে না করলে সে ছবি নিয়ে লোকের ব্লগ লেখার সম্ভাবনা কম। নিজ ঢাক অগত্যা নিজেই পেটাবেন, আমরা তো অপেক্ষা করে আছি-ই সে ঢাক শোনবার জন্য!

    ReplyDelete
    Replies
    1. আমিও আপনার মতোই পরিশ্রমী জানেন। কাজ ছাড়া বসে থাকলে শরীর অমন আনচান করে যে শুয়ে পড়ি। আমার ও রকম একটা খাটের কী শখ জানেন।

      Delete
  4. gaanta darun.

    Facebook e chhobi dekhata kintu amar besh lage, tobe janina ini amar frnd list e thakle ki kortam.

    boi porar chairta mote pachhondo holona, besh koster byapar.

    cinema-r poster besh mojadar. :-)

    ReplyDelete
    Replies
    1. যাক চেয়ার নিয়ে ক্রমশ জনমত জোরালো হয়ে উঠছে। গুড গুড। সিনেমার পোস্টারটা আমারও খুব ভালো লেগেছে ইচ্ছাডানা।

      Delete

Post a Comment