সাপ্তাহিকী
একটা দুর্দান্ত জিনিস আবিষ্কার করে উত্তেজিত হয়ে পড়েছি। রেডিও মিরচিতে "সানডে সাসপেন্স" বলে একটা অনুষ্ঠান হয় জানতেন? বাংলা সাহিত্যের রহস্যরোমাঞ্চ গল্প; সত্যজিৎ, হেমেন রায়, নীহার রঞ্জনের লেখা; সেখানে পাঠ করা হয়। দুর্দান্ত জিনিস। অসাধারণ জিনিস। কিছু দয়ালু প্রাণ সেগুলো ইউটিউবে আপলোড করেছেন। আমি গত বাহাত্তর ঘণ্টা একের পর এক গল্প শুনেই চলেছি শুনেই চলেছি আর মীরের অভিনয়ক্ষমতা দেখে চমৎকৃত হচ্ছি। আপনারাও শুনুন প্লিজ। ন্যূনতম পরিশ্রমে, এর থেকে বেশি বিনোদন, ভাবা যায় না।
পরের বার চিজকেক ফ্যাক্টরি বা পিৎজা হাটে চেঁচিয়ে "হ্যাপি বার্থডে টু ইউ" গাইবার আগে, আশেপাশে পুলিশ আছে কিনা দেখে নেবেন।
স্কুল কলেজের ছাঁদাবাঁধা অকাজের শিক্ষা তো অনেক হল, এবার কিছু কাজের জিনিস শিখে নিন।
ভাবছি এই বুককেসটা কিনব।
ভুল জানলে লজ্জা পাওয়ার তো কিছু নেই, ঠিক করে নিলেই হল।
এ'রকম গান আজকাল আর লেখা হয় না কেন বলুন দেখি?
আজকের মিনি সাপ্তাহিকী এই পর্যন্তই। সোমবার দেখা হবে। প্রমিস।
hyan sunday suspense ta daroon. aami na bhabchilam je bolbo kintu tarpor mone holo tumi noschoi jano. otate feludar ghurghutiar ghotona ta shune dekho...daroon laglo.
ReplyDeleteশুনেছি শম্পা। খুব ভালো। আমার অবশ্য খগমের ওপর পক্ষপাতিত্ব রয়েছে। আবার শুনলাম, আবারও গায়ে কাঁটা দিল।
Deleteebarer sapthahiki durdanto. :-)
ReplyDeleteথ্যাংক ইউ থ্যাংক ইউ।
DeleteSunday Suspense amaro khub valo lage. Sob e mone hoy youtube e paben tao ei link tao dekhte paren. http://bengalistory.web44.net
ReplyDeleteBaki linkgulo o chomotkaar hoyeche. Onek dhonnnyobad.
আরে আমাকে আবার ধন্যবাদ কীসের। আপনাদের জন্য যত না, নিজের জন্য তো তার থেকেও বেশি। লিংকটা দেখব।
DeleteAmi to sei ko-obe thekei Sunday suspense shuni... ogulo amar hard disk-e, phone-e sob jaigay rakha achhe. Sob link guloi khuub bhalo.
ReplyDeleteএ মা, আমিই পার্টিতে লেট মনে হচ্ছে। যাই হোক, বেটার লেট দ্যান নেভার।
Deletehttp://sdrv.ms/U49QPJ আমার আপলোড করা রেডিও মিরচির চাঁদের পাহাড় অডিও বুক শুধুমাত্র আপনার ই জন্য :)
ReplyDeleteআরে কৌস্তুভ! এ রকম ভালো একটা উপহার! নাঃ ২০১২ টা ভালো কাটল বলতেই হচ্ছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর আগাম হ্যাপি নিউ ইয়ার-ও। সামনের বছরটা খুব ভালো কাটুক।
Deleteশুনিছি। প্রবাসী কিনা; তাই ইউ টিউব কিংবা বাংলাটরেন্টস-ই ভরসা!
ReplyDeleteঅবান্তরে স্বাগত, স্মৃতিলেখা।
Delete