নিরাপত্তার খাতিরে

Comments

  1. beg to differ on one point....old flame aar old flame you think is hot ei dutoi hazardous waste er pashe thake uchit :)..actually rabid dog er pashe rakhleo khoti nei!

    ReplyDelete
    Replies
    1. হাই ফাইভ শম্পা। র‍্যাবিড ডগই বটে। তবে আমার একটা সুবিধে হচ্ছে, কোনও ওল্ড ফ্লেমকেই আমার হট লাগে না। ওল্ড মানেই বাতিল। কুলোর বাতাস দিয়ে একেবারে স্মৃতির বাইরে।

      Delete
  2. Replies
    1. আমারও ভালো লেগেছে।

      Delete
  3. ইন্টারনেট টা এত দুরে কেন? পছন্দ হলনা ঠিক।

    ReplyDelete
    Replies
    1. সে কী, আমার তো মনে ইন্টারনেটকে র‍্যাবিড ডগের পাশে রাখা উচিত। অন্তত আমার পক্ষে ও দুটোই সমান বিপজ্জনক।

      Delete
    2. কিন্তু আপনার সঙ্গে আমাদের আলাপও তো ইন্টারনেটের মাধ্যমেই। আমরাও তাহলে পাগলা কুকুরের মতই বিপজ্জনক বলছেন?

      Delete
    3. এইভাবে প্যাঁচে ফেলার কোনও মানে আছে?

      Delete

Post a Comment