কুইজঃ ওপেনিং লাইন



“ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস . .”

আজকের কুইজ ওপেনিং লাইন সংক্রান্ত হলেও ওপরের লাইনটা কুইজের অংশ নয়। অত বোকা পাননি আমাকে। অনেক খুঁজে পেতে খানদশেক মনে থাকার মতো ওপেনিং লাইন জোগাড় করেছি। তাদের কয়েকটা ওপরের লাইনটার মতো একেবারে জলের মতো সোজা নয়, আবার অনেকগুলো জলের থেকেও সোজা। দেখুন তো আপনারা লাইনগুলো পড়ে আসল গল্পগুলো চিনতে পারেন কিনা।

কমেন্টস অফ থাকবে পুরো সময়টাই। অর্থাৎ কিনা দিল্লিতে মঙ্গলবার দুপুর দুটো পর্যন্ত আর ব্রুকলিনে সোমবার রাত সাড়ে তিনটে পর্যন্ত। ততক্ষণের জন্য অল দ্য বেস্ট। 

*****

১. বেজায় গরম। 

২. সোমেন জানে, প্রেমের মূলেও আছে ভিটামিন।

৩. চাঁদনী থেকে ন'সিকে দিয়ে একটা শর্ট কিনে নিয়েছিলুম। 

৪. পাঁচুমামার প্যাঁকাটির মতন হাত ধরে টেনে ওকে ট্রেনে তুললাম। 

৫. একদিন বৈশাখের দ্বিপ্রহরে রৌদ্রেরও অন্ত ছিল না, উত্তাপেরও সীমা ছিল না।

৬. ও যে কখন চোখ খুলেছে ও জানে না। 

৭. সমস্ত দিন আপিসের হাড়ভাঙা খাটুনির পরে গড়ের মাঠে ফোর্টের কাছ ঘেঁষিয়া বসিয়া ছিলাম।

৮. Once when I was six years old I saw a magnificent picture in a book, called True Stories from Nature,  about the primeval forest. 

৯. Mr. and Mrs. Dursley, of number four, Privet Drive, were proud to say that they were perfectly normal, thank you very much. 

১০. If you really want to hear about it, the first thing you'll probably want to know is where I was born, and what my lousy childhood was like, and how my parents were occupied and all before they had me, and all that David Copperfield kind of crap, but I don't feel like going into it, if you want to know the truth. 


নিন শুরু করুন।

*****

খেলা শেষ। ঠিক উত্তরগুলো হচ্ছে

১. হ য ব র ল
২. যাও পাখি 
৩. দেশে বিদেশে
৪. পদীপিসির বর্মীবাক্স
৫. দেবদাস
৬. ফটিকচাঁদ
৭. আরণ্যক
৮. দ্য লিটল প্রিন্স
৯. হ্যারি পটার অ্যান্ড দ্য সরসাসার'স স্টোন
১০. ক্যাচার ইন দ্য রাই

সবাইকে খেলায়  অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অভিনন্দন। 

Comments

  1. ১ হ য ব র ল
    ২ যাও পাখি
    ৩ দেশে বিদেশে

    ৫ দেবদাস
    ৬ ফটিকচাঁদ
    ৭ আরণ্যক
    ৮ Little Prince
    ৯ Harry Potter and the Philosopher's Stone
    ১০ The Catcher in the Rye

    ReplyDelete
    Replies
    1. অভিনন্দন দেবাশিস। দারুণ খেলেছেন।

      Delete
  2. 1. Ha-ja-ba-ra-la
    3. Deshe bideshe
    5. Sarat dadu'r kichu?
    6. Phatikchand

    ReplyDelete
    Replies
    1. শরৎচন্দ্রটা আর একটু হলেই ধরে ফেলেছিলে রিয়া।

      Delete
  3. aha! 1 nombor-ta dekhei dil garden garden hoye gelo. 4 aar 6 parchhi na :( ektu bhabi.

    ReplyDelete
    Replies
    1. মন গার্ডেন গার্ডেন হয়ে যাওয়া কথাটা টুকে নিচ্ছি। ব্যবহার করতেই হবে।

      Delete
  4. ও মা, ও পিসি, ও শিবুদা, দেখো না কেমন শক্ত শক্ত প্রশ্ন করছে, কিচ্ছু পারছিনা! :-(
    যে কটা পারলাম নিচে লিখলাম।
    ১. হ য ব র ল
    ২.
    ৩.
    ৪. পদিপিসীর বর্মী বাক্স
    ৫.
    ৬.
    ৭. আরণ্যক
    ৮. The Little Prince
    ৯. Harry Potter and the Sorcerer's Stone
    ১০.

    ReplyDelete
    Replies
    1. পদিপিসি পেরেছেন দেখে যারপরনাই আহ্লাদিত হলাম।

      Delete
    2. এমা ছি ছি ফটিকচাঁদ টা পারলামনা? আমার এসব খেলা ছেড়ে দেওয়া উচিত। কি চেনা চেনা লাগছিল! দেশে বিদেশে খুব প্রিয় লেখা হলেও বহুদিন আগে পড়া, তাই শুরুটা মনে ছিলনা।

      Delete
  5. 1. ha-ja-ba-ra-la... er por i to oi michke beral ta asbe..
    2. :(
    3. deshe bideshe??
    4.tenida, kon golpo bujhte parchhi na
    5. devdas [ektu help niechhi, sarat chandra obdhi bujhechilum ]
    6. :(
    7.eta bibhutibhushan mone hochhe, aranyak ki?
    8. :(
    9.Harry potter
    10. :(
    dekho, pass korlam kina... :(

    ReplyDelete
    Replies
    1. আরণ্যকই তো। খুব ভালো হয়েছে সোহিনী।

      Delete
  6. ১) হ য ব র ল
    ২) যাও পাখি
    ৩)
    ৪)
    ৫) দেবদাস
    ৬)
    ৭) আরণ্যক
    ৮) The Little Prince
    ৯) Harry Potter and the Philosopher's Stone
    ১০) The Catcher in the Rye

    ReplyDelete
  7. 1. Ha Ja Ba Ra La (Sukumar Ray)

    2. Jao Pakhi (Shirshendu Mukhopadhyay)

    3. Deshe Bideshe (Syed Mujtaba Ali)

    4. Podipisir Bormibakso. (Lila Majumdar)

    5. Debdas. (Sarat Chandra Chattopadhya)

    6.

    7. Aranyak (Bibhutibhushan Bandyopadhyay)

    8. The Little Prince (Antoine De Saint)

    9 Harry Potter and the Philosopher's Stone (J. K. Rowling)

    10. The Catcher in the Rye ( J. D. Salinger )


    Ha Ja Ba Ra La die suru bole bhari khusi hoe gelam. Sadhyamoton uttor dilam.

    ReplyDelete
    Replies
    1. সাধ্য তো খুবই বেশি দেখা যাচ্ছে। অভিনন্দন ইচ্ছাডানা।

      Delete
  8. e baba Phatikchand miss? :-( ,kintu ami je sotti ebar bhaloi uttor die phelechhi :-P, asole oneksomoi khub confidence er songe sob uttor thik bhebe dekhi sobii bhul, eisob Quiz er theke tai ami satohasto dure thaki.

    ReplyDelete
    Replies
    1. ধুর ভুল ঠিক নিয়ে এত ঘাবড়াবার কী আছে। যা মনে আসবে লিখে দেবেন। দেখলেন তো কত ভালো খেললেন।

      Delete

Post a Comment