দশটি প্রশ্ন
এই মুহূর্তে এত কিছু নিয়ে পোস্ট লেখা যায় যে কোনওটা নিয়েই লিখে উঠতে পারছি না। যে বিষয় যত কাছের হয় তাকে সাতশো শব্দে বেঁধেছেঁদে সাদা পাতায় নামানো তত কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় একমাত্র উপায় হচ্ছে, পরে হবে, বলে সেগুলোকে অন্তত ক’দিনের জন্য চোখের সামনে থেকে সরিয়ে রাখা।
কিন্তু বদলে আর একটা কিছু তো চাই? অবান্তরের
জন্য, আমার জন্য আর আমার সঙ্গে আপনাদের কথোপকথনের সুতো অটুট রাখার জন্য?
কম পরিশ্রমে ব্লগপোস্ট নামানোর জন্য লিস্টের
থেকে ভালো কিছু হয় না। থিংস আই লাভ, থিংস আই হেট, থিংস আই অ্যাম নট শিওর ইফ আই লাভ
অর হেট-এই সব। কিন্তু সে সব লেখার মতোও জিনিস মাথায় এল না। তখন অগত্যা পুরো
লিস্টই টুকে দেওয়া সাব্যস্ত করলাম।
আর আমার মতে টুকতে হলে ভালো জিনিসই টোকা ভালো।
ইনসাইড দ্য অ্যাক্টর’স স্টুডিও বলে একটা অনুষ্ঠান হয়, দেখেছেন? কতকটা ওই ‘কফি উইথ করণ’-এর
মতোই, তফাৎ শুধু করণের জায়গায় জেমস লিপটন আর শাহরুখ খানের জায়গায় অ্যান্থনি
হপকিন্স।
উৎস গুগল ইমেজেস
সেই ইনসাইড অ্যাক্টর’স স্টুডিও-তে সাক্ষাৎকারের অন্তে
প্রত্যেক অতিথিকে একটি করে মজাদার প্রশ্নপত্রের মুখোমুখি হতে হয়। এও অনেকটা ওই কফি
উইথ করণ-এর র্যাপিড ফায়ার রাউন্ডের মতোই, কেবল বলিউডের ভেতরের কেচ্ছা না ঘেঁটে
অতিথির মগজের ভেতরটা উঁকি মেরে দেখার উদ্দেশ্যটাই মুখ্য থাকে।
প্রসঙ্গে বলা উচিত, এই প্রশ্নপত্রের উৎস ইনসাইড দ্য অ্যাক্টর’স স্টুডিও নয়। জেমস লিপটন এটা টুকেছিলেন তাঁর রোল মডেল বার্নার্ড পিভো’র ‘বুইল...
সেরেছে, দাঁড়ান ইংরিজিতে লিখি, ‘Bouillon
de Culture’ থেকে। পিভোও নাকি আবার এ জিনিস টুকেছিলেন ফ্রেঞ্চ লেখক মার্সেল প্রুস্তের থেকে। যাই হোক, এই প্রশ্নপত্রকে বিশ্বজোড়া খ্যাতি
দেওয়ার কৃতিত্ব যদি কাউকে দিতে হয় তাহলে সেটা জেমসবাবুকেই দিতে হবে। ঠিক যেমন গুপিবাঘাকে
বাঙালির ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কৃতিত্বের ভাগ ঠাকুরদা উপেন্দ্রকিশোরের সঙ্গে সঙ্গে নাতি সত্যজিৎকেও দিতেই
হবে, ঠিক তেমনই।
অনেক কথা হল, এবার কাজে নামা যাক।
অনেক কথা হল, এবার কাজে নামা যাক।
*****
1. What is your favourite word?
মা।
2. What is your least favourite word?
হেজেমনি। মূল্যবোধ-ও প্রায় সমান খারাপ।
3. What turns you on?
হাতের আঙুল।
4. What turns you off?
বোকামো।
5. What sound do you love?
মাঝরাতে বৃষ্টির শব্দ।
6. What sound do you hate?
সিজলারের শব্দ, যা শুনে রেস্টোর্যান্টশুদ্ধু লোক ঘাড় ঘুরিয়ে দেখে নেয় আমি কী অর্ডার করেছি। জঘন্য।
7. What is your favourite curse word?
ইডিয়ট।
8. What profession other than yours would you like to attempt?
ন্যাশনাল জিওগ্র্যাফিকের ফোটোগ্র্যাফার।
9. What profession would you not like to do?
সেলসপার্সন।
10. If heaven exists, what would you like to hear God say when you arrive at the pearly gate?
"তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তোমাকে এক্ষুনি ফিরতে হবে।"
*****
এবার আপনাদের উত্তরগুলো শোনার পালা। দেরি করবেন না, আমি এদিকে গালে হাত দিয়ে বসে আছি।
1. vai
ReplyDelete2. fear
3. Smell
4. trying to be someone else what you are not
5. same here and the sound of film rolling in the camera
6. honking in the traffic and relentless sound of firecrackers
7. almost same-dumbhead
8. Musician-Instrumental, since i am sure i can't sing!
9. anything that binds me 9 to 5
10. Let's make a film, Kodak has opened a branch here. :)
বাঃ ভালো উত্তর সায়ক।
Delete1. What is your favourite word?
ReplyDeleteInvention.
2. What is your least favourite word?
Deadline.
3. What turns you on?
"Nerdiness" without any pretense of false superiority.
4. What turns you off?
Pretending to be something one is not.
5. What sound do you love?
মাঝরাতে বৃষ্টির শব্দ। ক্যামেরার শাটার।
6. What sound do you hate?
Metal chair on cement floor.
7. What is your favourite curse word?
কোনো মানুষের বিষয়ে বলতে হলে "ইডিয়ট", নিজের মনে স্বগোতক্তি করে বিরক্তি বের করতে হলে "ড্যাম"।
8. What profession other than yours would you like to attempt?
ন্যাশনাল জিওগ্র্যাফিকের ফোটোগ্র্যাফার। Guitarist.
9. What profession would you not like to do?
সেলসপার্সন। Surgeon.
10. If heaven exists, what would you like to hear God say when you arrive at the pearly gate?
"আমরা তোমার কাজে খুশি হয়েছি।"
ডেডলাইন শব্দটা আমারও খুব পছন্দের শব্দ নয়। অবশ্য কারই বা?
Delete1. MA
ReplyDelete2. NO
3. MUSIC
4. POOR SENSE OF HUMOUR
5. SOUND OF RAIN.
6. ANY SHRILL NOISE.
7. 'KICHHU JANENA'. (EI SABDO SUNYO THEKE SURU KORAR SUJOG DAI)
8. PROFESSIONAL PHOTOGRAPHER.
9. LAWYER.
10. 'WELLCOME !!'
EBAR ETA TOMAR JONYE, JODI NA EI LINK ER AGE DEKHE THAKO. http://www.rainymood.com/
বাঃ সুন্দর লিঙ্ক ইচ্ছাডানা। ধন্যবাদ। উত্তরগুলোও খুব ভালো হয়েছে।
Delete1. Yes.
ReplyDelete2. No.
3. Sense of humour.
4. Shallowness.
5. A cricket ball hitting the middle of the bat.
6. Fingernails against stainless steel.
7. Fuck.
8. Author.
9. Vomit cleaner in amusement park roller coasters (there exists such a job).
10. We have the cross of Madhuri Dixit, Chitrangda Singh, JK Rowling and Diane Keaton that you have so fantasised after.
No. 5 tar jonye high five...!!! Hotat mone pore gelo sound ta ar tar sanger feeling ta...bojhano jaye na!! Just asadharon :D :D
Deleteআমার অবশ্য ন'নম্বর উত্তরটা বেস্ট লেগেছে। বাকিগুলোও ভালো।
Delete1. "byapok"
ReplyDelete2. "kutno kota" (katha ta shunle matha ta tyang kore gorom hoye jaye)
3. Intelligence/wit
4. Stupidity of any sort
5. Kolkatar bari te pasher ghor theke baba-ma'r conversation/ Mota der purring (eta tie)
6. Lohar baltir ghotang ghotang (pitti chote jaye shunle)
7. bolte parchi na ekhane, mohila der esob katha bola ami nijei pachhondo kori na, kintu khub rege gele boli. Tobe lokjoner samne boli na, mone mone boli na holey Arnab-er samne boli :)
8. Divorce attorney
9. Pilot ba surgeon
10. "Good job buddy, I'm proud of you" :D
No. 4 e arekta holo "couldn't care less" attitude. Thaash kore ekta thappor marte ichhe hoy oi lokjon der. Ar holo jara nyalakhyapa...saradine kichui kore uthte pare na... (jaak ar barabo na, list toiri hoye jabe No. 4 e) :) hee hee!
Deleteআচ্ছা আমি একটা ব্যাপারে কৌতূহলী রিয়া, তোমার ছেলেদের গালি দেওয়া নিয়ে কী মত?
DeleteKono manusheri gali deya ami pachhondo kori na, tobe meye der ta aro beshi apachhondo kori. Same goes for cigarette khaoya ar lathi mara. (Sorry, "lathi mara" katha ta bolao ami ekebare pachhondo kori na, kintu ekhane bojhabar jonye boltei holo.)
DeleteNo 5 er janne hi five :)) satyi ratre brishtir sabder tulona nei...sange jodi ektu malhar pawa jay tahole kono kathai hobe na!!!
ReplyDeleteআর সেটা যদি আমির খানের গলায় হয় তাহলে তো সোনায় সোহাগা।
Delete1. What is your favourite word?
ReplyDeleteক্লাসিক্যাল
2. What is your least favourite word?
স্লাইডপ্যাক। আমাদের অফিসে কিছু অকালকুষ্মাণ্ড আছে, যারা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন কে স্লাইডপ্যাক বলে।
3. What turns you on?
অনেক কিছুই তো আছে। খোলা হাসি, সেন্স অফ হিউমার, শ্যাম্পুর বিজ্ঞাপনে সুন্দরী মেয়েদের লম্বা চুল
4. What turns you off?
অনেক কিছুই তো আছে। ন্যাকামো, রুঢ়তা, সবজান্তা-ভাব
5. What sound do you love?
অভিষেকের উত্তরটা দারুণ। তা ছাড়া দূর থেকে ভেসে আসা ট্রেনের ভোঁ, সুচিত্রা মিত্র। একটা অজানা কারণে "পরবর্তী স্টেশন রবীন্দ্রসদন, প্ল্যাটফর্ম ডান দিকে"
6. What sound do you hate?
প্রায় ফাঁকা রাস্তায় আমার পেছনের গাড়ির হর্ন
7. What is your favourite curse word?
ম্যান (চোখ কপালে তুলে, মাথাটা একটু পেছনে হেলিয়ে, হাত দুটো একটু ছড়িয়ে Maaaan)
8. What profession other than yours would you like to attempt?
ডাক্তার
9. What profession would you not like to do?
এরোপ্লেনের কেবিন ক্রু
10. If heaven exists, what would you like to hear God say when you arrive at the pearly gate?
ওয়েল প্লেড
স্লাইডপ্যাক আবার কী বস্তু? আপনার কার্স ওয়ার্ডটা দারুণ লাগল দেবাশিস।
DeleteSlidepack katha ta amio life eo shunini. Microsoft Office jara baniyeche tarao bodhoy eta bolena :P
Deleteআরে না, এটা মাইক্রোসফটের টারমিনলজি নয়। বললাম যে কিছু অকালকুষ্মাণ্ড নিজেদের স্মার্ট দেখাতে গিয়ে এসব টার্ম ইউজ করে। তবে অন সেকেন্ড থটস, আমার সবচেয়ে অপ্রিয় কথা হল এসএমএস ল্যাঙ্গুয়েজ। SEE YOU LATER কে ছোট করে C U L8R বানিয়ে দিয়ে কার যে কি লাভ হয় ভগবান জানেন।
DeleteUFFFFF ja bolecho... aro moja ta holo loke jokhon ei "sms language" e facebook e lekhe. Arey, sms e tobu short e lekhar ekta dorkar thakte pare, kintu tai bole facebook e? Kono mane hoy?? Onek ke ami gali diyechi ei jonye :P
Delete1. Tuktuk
ReplyDelete2. Khisti (the word itself and all words that belong to this category)
3 good voice and elegant way of talking
4. Smoke, bad smell
5. Tuktuk's giggles, talk
7. Chhotolok
8. Editing - full time. (Part time ta already kore thaki)
9. Truck driving or any job that requires one to handle stuff with bad smell and/or slimy textures.
10. Well done and welcome.
বাঃ সুন্দর উত্তর রুচিরা।। খিস্তি ব্যাপারটা আমিও মনেপ্রাণে ঘৃণা করি।
Delete6. Customer service-e phone korle please be on hold bole je music ta chalie Dey seta.
ReplyDeleteহাহা রুচিরা, এটা মিলেছে।
Delete1. What is your favourite word?
ReplyDeleteমা।
2. What is your least favourite word?
কপাল। মানে কথায় কথায় 'কপালের দোষ', 'কপালের লিখন' এই জাতীয় কথাবার্তা।
3. What turns you on?
চোখ আর হাসি।
4. What turns you off?
গায়ে গন্ধ আর খোঁচা খোঁচা দাড়ি।
5. What sound do you love?
কয়লার ইঞ্জিনের ট্রেনের কু-উ-উ-ঝিক্-ঝিক্। আর সেটা যদি ন্যারো গেজের হয় তাহলে তো কথাই নেই। আমার দেশের বাড়ির পাশ দিয়ে এরকম ন্যারো গেজের লাইন গেছে। ছোটবেলায় কয়লার ইঞ্জিনও ছিল, আর তাতে করে মামাবাড়িও গেছি। এখন সেগুলো ডিজেল ইঞ্জিন হয়ে গেছে আর জান্তব একটা 'বোঁ-ও-ও-ও-' করে আওয়াজ দেয়। জঘন্য।
6. What sound do you hate?
পাবলিক বাসের হর্ণ। উফ্ফ, এ.জে.সি. বোস রোডের ফ্লাইওভারটার নিচ দিয়ে জাস্ট হাঁটা যায় না। কান-মাথা ভোঁ ভোঁ করে।
7. What is your favourite curse word?
দুর্-শালা।
8. What profession other than yours would you like to attempt?
ক্রীড়া-সাংবাদিকতা।
9. What profession would you not like to do?
বাস কন্ডাক্টর। পাবলিকের মারের ভয়, মালিকের খ্যাঁচানির ভয় আর সর্বোপরি বাসের রেষারেষিতে প্রাণ যাওয়ার ভয়।
10. If heaven exists, what would you like to hear God say when you arrive at the pearly gate?
এসে যখন গেছ, ঢুকে পড়। লোকে খালি এই ঠিঁয়ে (এই খানে) আসব আসব করে হেদিয়ে মরে। কি মধু যে আছে এখানে জানিনে বাপু।
গাড়িঘোড়ার আওয়াজ আমারও বিশ্রী লাগে আবির। মিলেছে।
DeleteArey ei to... amar abar gari ghorar awaj na thakle bhalo lagey na! Besh sokal theke ektu lorry jabe, 234 ar 221 ra pya pya kore horn bajabe, conductor ra "Howrah howrah, khali gari khali gari" korbe...tobe na??
DeleteAmader bari gele Arnab er sokal 6tar pore ar ghum hoy na ei awaj e ar amar oguloi holo "comfort sound" :)
Ekdol mechhuni ke keu golaper bagan e ghumote diyechilo, kintu jotokhon na tara tader machh er tholi gulo niye gondho shukte shukte shulo, totokhon oder ghumi hochhilo na :D :D
আমি শুনেছি অনেকের নাকি ফ্যানের আওয়াজ ছাড়া ঘুম আসে না। তারা যত ঠাণ্ডাই পড়ুক না কেন, ফ্যান চালিয়ে, লেপ মুড়ি দিয়ে তারপর ঘুমোয়।
Delete1. Fav word: Ghonto-buri
ReplyDelete2. Least Fav. Word: any galagali category ontorbhukto ra
3. turns on: sense of humour
4. turns off: bad smell, stupidity
5. Sound- love: duur pandel theke Dhaker awaj
6. Sound - hate: kalipujor bomb/ potka
7. Curse word : kaj jane na
8. Profession- love: Teacher
9. Profession - hate: Sales
10. God say : Good job
হুম, কাজ জানে না-টা খুব গায়ে লাগার মতো ব্যাপার। একেবারে একমত।
Delete1. What is your favourite word?
ReplyDeleteGooooaaaallll!!!!!
2. What is your least favourite word?
Patience!!! একদম নেই।
3. What turns you on?
“ আমার ও 500 days of summer খুব ভাল্লেগেছে!!!!”
4. What turns you off?
“তুই বুঝবি না”!!!
5. What sound do you love?
৫ জন একসাথে চিল্লিয়ে বলবে “উল্লাস”। আর একটা ভাল defence করলে slip থেকে উড়ে আসা “পুরো রাহুল দ্রাভিদ তো” উক্তি টা!!!!
6. What sound do you hate?
“শিয়ালদহ যাওয়ার গাড়ি ১ no. platform এ আসছে!!!”
7. What is your favourite curse word?
বাল ছেঁড়!!!
8. What profession other than yours would you like to attempt?
Screenplay writer!!!
9. What profession would you not like to do?
ঘুমপাড়ানি গানের শো এর বিচারক!!
10. If heaven exists, what would you like to hear God say when you arrive at the pearly gate?
“ Yes, Heath Ledger lives here. So does Kurt Kobain.”
অনবদ্য। দারুণ দারুণ উত্তর সব। আপনি বেশ কড়া ধাতের লোক মনে হচ্ছে অর্ণব, ভুল মনে হচ্ছে নাকি? আর একটা অনধিকার কৌতূহলও চাপতে পারছি না। ওই ফাইভ হান্ড্রেড ডেস-এর ব্যাপারটা সত্যি নাকি? আমাকে জীবনে বেশ কয়েকবার কয়েকজন বলেছে 'তুই বুঝবি না' আমি তাদের মরার আগে পর্যন্ত ক্ষমা করব না।
Deleteএত ভালো ভালো উত্তর দেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ।
500 days of summer???? ek dom sotti!!! aj obdhi sob cinema er khut ber korar chesta korechi, pother panchali theke the godfather obdhi!!! ei ta ke aj obdhi criticise korar ichhe hoi ni!!! ar tui bujhbi na???? amar ek bandhobi roj bole!!! ki biroktikor lage mairi...
Delete