সেদিন হুমাউন'স টোম্বে কী ভালো সময় কেটেছিল শম্পা, সে আর বলার নয়। ঝকমকে রোদ, স্কুল থেকে বেড়াতে আসা পাল পাল বাচ্চা ছেলেমেয়ে, হাতে ডিএসএলআর, দুর্দান্ত সঙ্গীসাথী, সব মিলিয়ে মারকাটারি ব্যাপার।
Shampa'r comment ta "Love" korlam. Tomar kurti ta khub sundor ar kuti te tumio. Plus oi brownie(?), croissant ar jetake ami mashed potato bhabchilam(ar eo bhabchilam croissant ar brownier sathe mashed potato besh notun byapar) kintu scrambled egg ta too good.
নাহ, এবার যখন তখন আপনার ব্লগে আসা বন্ধ করতে হবে। ডায়েটিং করে রোগা হওয়ার চেষ্টা করছি, পেটে ক্ষিদে, তার মধ্যে আপনি স্ক্র্যাম্বল্ড এগ দেখাচ্ছেন। ছবিগুলো খুব খুব ভালো হয়েছে। আপনার জেলাটো খাওয়ার ছবিটা দেখে আমার বোনের একটা 'কাড়ি' খাওয়ার ছবি মনে পড়ে গেল, এই দেখুন।
Dilli te eshe kintu bila khabar khachcho, ja howk. :)
ReplyDeleteKi thanda porechhe na? :D
এই ক'মাসেরই তো আরাম বিম্ববতী, আরও পড়তে দাও। খাওয়াদাওয়া ছাড়া জীবনে আর সুখ বেশি বেঁচে নেই, তাই তেড়েফুঁড়ে খাচ্ছি।
Deleteki suru korechish ki??akdom opore ota ki?besh lovoniyo chehara hoyeche:)
ReplyDeletetor chabita khub sundar hoyeche
Deleteওহ ওটা স্ক্র্যাম্বলড এগ। হোস্টেলে যেটাকে এগ ভুরজি বলত। ছবির দোষ নেই, জেলাতো খাচ্ছিলাম, তারই সুখ চোখেমুখে উপচে পড়েছে আরকি।
Deletebah! bah! shundori lekhika...mukh rochok khabar....lal halud phool...sange durdanto humayun tomb er chobi....aaj ekkere horir loot :))
ReplyDeleteসেদিন হুমাউন'স টোম্বে কী ভালো সময় কেটেছিল শম্পা, সে আর বলার নয়। ঝকমকে রোদ, স্কুল থেকে বেড়াতে আসা পাল পাল বাচ্চা ছেলেমেয়ে, হাতে ডিএসএলআর, দুর্দান্ত সঙ্গীসাথী, সব মিলিয়ে মারকাটারি ব্যাপার।
Deleteei lomba jhumko gulo ki kolkatar. train theke tomar maa kiney diyechen. khub shundor kintu :) ebar deshe giye erokom kota kinte hobe!
Deleteলোকাল ট্রেনে যে কী ভালো ভালো জিনিস পাওয়া যায় শম্পা।
DeleteShampa'r comment ta "Love" korlam. Tomar kurti ta khub sundor ar kuti te tumio. Plus oi brownie(?), croissant ar jetake ami mashed potato bhabchilam(ar eo bhabchilam croissant ar brownier sathe mashed potato besh notun byapar) kintu scrambled egg ta too good.
ReplyDeleteহাহাহাহা বং মম, ম্যাশড পোটাটো হলে ভয়ানক হত। ওটা আমি গর্ডন র্যামসের কায়দায় বানিয়েছি কিনা, তাই স্ক্র্যাম্বলড এগ বলে বোঝা যাচ্ছে না।
Deleteনাহ, এবার যখন তখন আপনার ব্লগে আসা বন্ধ করতে হবে। ডায়েটিং করে রোগা হওয়ার চেষ্টা করছি, পেটে ক্ষিদে, তার মধ্যে আপনি স্ক্র্যাম্বল্ড এগ দেখাচ্ছেন। ছবিগুলো খুব খুব ভালো হয়েছে। আপনার জেলাটো খাওয়ার ছবিটা দেখে আমার বোনের একটা 'কাড়ি' খাওয়ার ছবি মনে পড়ে গেল, এই দেখুন।
ReplyDeleteকী ভয়ানক সুন্দর দেখাচ্ছে সুজাতাকে! চোখের ভাবটা দেখেছেন? অসাধারণ। ব্লগে আসা বন্ধ করবেন না, আপনাদের দুটি পায়ে পড়ি। না হলে ধনে প্রাণে মারা পড়ব।
DeleteKhaoa daoa - r upor bhari lobh die gelam :-)
ReplyDeleteহাহা, গুড।
Delete