সাপ্তাহিকী



আলোকচিত্রীঃ হেনরি ম্যানুয়েল (১৮৭৪-১৯৪৭)


A line is a dot that went for a walk. 
                                           ---Paul Klee (1879-1940)


সেই সব অ্যালবানিয়ান মহিলারা, যারা আজীবন পুরুষের জীবনযাপন করার শপথ নিয়েছেন। 

বন্ধু যখন গাছ।


ব্রিটিশ হওয়ার বিড়ম্বনা। ১৫ নম্বরটা, ইয়ে, মানে, আমারও মনের কথা। 

আর কী। এ বছরের মতো সাপ্তাহিকী শেষ। শেষে ভালো কথা কিছু লিখব ভেবেছিলাম, কিন্তু তেইশ বছরের মেয়েটা মরে গেল, কাকলি ঘোষদস্তিদার বললেন পার্ক স্ট্রিটে গণধর্ষণ হয়নি আর আনিসুর রহমান জানতে চাইলেন মমতা ব্যানার্জির রেপড হওয়ার রেট কত।

ছিঃ।

Comments

  1. satyii chi! kichu bolar nei. amar o khub monta kharap...bhabchilam singapore e pathiye hoyto nirbhaya ke banchate parbe!

    ReplyDelete
    Replies
    1. খুব খুব খারাপ লাগছে আমারও শম্পা।

      Delete
  2. 'Chhi' bolteo lojja lagchhe. e kon somaje bas korchhi amra.

    ReplyDelete
    Replies
    1. সিরিয়াসলি, ইচ্ছাডানা।

      Delete
  3. হুম, বছরের শেষটা মোটেও ভালো কাটলনা। যাই হোক, আপনার লিঙ্কগুলো বেড়ে। আমার গাছটা দারুন লাগলো, যদিও কোনো কোনো ছবিতে কেমন whomping willow'র মতন লাগছিল। আর ব্রিটিশদের ব্যাপারগুলো তো, কি আর বলব, এককালে ওদের অধীনে ছিলাম বলেই কি এত মিল? আমার সঙ্গে অবশ্য ৪ টা বেশি মিলল।

    ও জানেন, আমার মায়ের কাছে একটা রান্নার বই আছে, সেটার নাম "দিদুর রান্নার বই"!

    ReplyDelete
    Replies
    1. আরে, বইটা তো নামেই অর্ধেক বাজি মেরে দিয়েছে। রান্নাগুলো নিশ্চয় খুব ভালো হবে।

      Delete

Post a Comment