সিনেমাটা কী বলুন দেখি
আমার একজন চেনা লোক আছেন, যিনি সিনেমার থেকেও সিনেমার ট্রেলর দেখতে বেশি ভালোবাসেন। আমারও যে খারাপ লাগে তা নয়। একটা সিনেমার পয়সা দিয়ে ঢুকে অনেকগুলো সিনেমা চেখে দেখার মতোই ব্যাপারটা। তবে আমার ট্রেলরের থেকেও বেশি ভালো লাগে পোস্টার দেখতে। রংবেরঙের পোস্টার। ঝলমলে পোস্টার। নিচে বিখ্যাত কয়েকটি সিনেমার বিখ্যাত কয়েকটি পোস্টারের ছবির অংশ দেওয়া হল। দেখুন তো চিনতে পারেন কিনা।
নিয়ম একই। খেলা শুরু হওয়ার পর থেকে চব্বিশ ঘণ্টা সময় দেওয়া হবে। অর্থাৎ কিনা এই কুইজের ফল বেরোবে ভারতে মঙ্গলবার দুপুর বারোটায় আর ইস্ট কোস্টে সোমবার রাত দেড়টায়। ততক্ষণ কমেন্ট অফ করা থাকবে।
ভীষণ সোজা প্রশ্নপত্র। অল দ্য বেস্ট।
১.
৩.
৪.
৫.
৭.
৯.
১০.
*****
খেলা শেষ। সবাই খুব ভালো খেলেছেন। অনেকেই একশোয় একশো পেয়েছেন। তাঁদের এবং বাকিদেরও আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন রইল। আর এই রইল উত্তর।
১. শিন্ডলার্স লিস্ট
২. জস
৩. দ্য সাঁইলেন্স অফ দ্য ল্যাম্বস
৪. দ্য এক্সরসিস্ট
৫. অ্যামেরিকান বিউটি
৬. দ্য ইউসুয়াল সাসপেক্টস
৭. দ্য গডফাদার
৮. ফরেস্ট গাম্প
৯. ব্ল্যাক সোয়ান
১০. ফাইন্ডিং নিমো
এই যে দিদিমণি, সব পরীক্ষার আগে এই "ভীষণ সোজা প্রশ্নপত্র" নামক প্রহসনটা বন্ধ করবেন প্লিজ? আপনি তো বুঝতে পারেন না, এটা ওই "কারো পৌষমাস কারো সর্বনাশ" গোছের ব্যাঙের খেলা হয়ে দাঁড়াচ্ছে। দাঁড়ান, একজাম্পল দিয়ে বোঝাই।
ReplyDeleteসিচুয়েশন এ -
পরীক্ষার আগে একজামিনারঃ ভীষণ সোজা প্রশ্ন
পরীক্ষার পর গুডবয়ঃ ওয়াও
পরীক্ষার পর ব্যাকবেঞ্চারঃ ধুস শালা, সোজা ছিল, তবু মাত্তর তিরিশ
(সন্ধেবেলা মনের দুঃখে ওল্ড মঙ্ক)
সিচুয়েশন বি -
পরীক্ষার আগে একজামিনারঃ মারাত্মক কঠিন প্রশ্ন
পরীক্ষার পর গুডবয়ঃ ওয়াও
পরীক্ষার পর ব্যাকবেঞ্চারঃ কঠিন ছিল, তবু তিরিশ মার্ক ম্যানেজ করেছি মাইরি
(সন্ধেবেলা মনের আনন্দে ওল্ড মঙ্ক)
আমার মত সর্বহারা, আন্ডার-প্রিভিলেজড ছাত্রদের জন্য একটু সহানুভুতি ব্যয় করলে ভালো হয় না? লিলুয়া হাইস্কুলের ভালো ছাত্ররা সব বিলেত আমেরিকা চলে গিয়েছে... মাস্টারমশায়ের পেনশন তুলে আনছে, বাজার করে দিচ্ছে, মেয়ের বিয়েতে কেটারিং সামলাচ্ছে ওই ব্যাকবেঞ্চারের দল। তাই বলি, ভবিষ্যতের কথা ভেবে আমাদের একটু হাতে রাখুন।
অনেক কচরমচর হল, এখন উত্তরগুলো পেশ করি
1. Schindler's List
3. The Silence of the lambs
5. American Beauty
7. The Godfather
8. Forrest Gump
10. Finding Nemo
এ বার আমি বলি, আমি কেন ওই লাইনটা জুড়ে দিই সব পরীক্ষার আগে? আমার মনে হয়, ইস প্রশ্নের ছিরি দেখে নিশ্চয় আপনারা সকলে মুখ বেঁকাবেন আর বলবেন, ম্যাগো এত সোজা প্রশ্ন আবার ঘটা করে জিজ্ঞাসা করার কী আছে। তাই আমি আগেভাগেই সাফাই গেয়ে রাখি যে আমি নিজেও জানি প্রশ্নগুলো জলবৎ তরলং।
Deleteবুঝলেন, পরীক্ষকের ইনসিকিওরিটিটা?
যাই হোক। ভালো খেলেছেন। অভিনন্দন।
1. Schindler's List
ReplyDelete2. Jaws
3. Silence of the Lambs
4. The Exorcist
5. American Beauty (one of the best movies ever made)
6. The Usual Suspects
7. The Godfather
8. Forrest Gump
9. Black Swan
10. Finding Nemo
ফুল মার্কস! অভিনন্দন। আমারও অ্যামেরিকান বিউটি খুব ভালো লাগে।
Deletedaha fail :-( , je koti parbo ..
ReplyDelete1.schindler's list
5. American beauty
9. black swan
10 finding nemo
আরে পাশ ফেলের আবার কী আছে ইচ্ছাডানা। পরের বার আরও ভালো খেলবেন, আমি নিশ্চিত।
Delete1.
ReplyDelete2. jaws
3. silence of the lambs
4. exorcist
5. american beauty
6.
7. godfather
8.forrest gump
9. Black swan
10. finding nemo
বাঃ গুড পারফরম্যান্স। এই বাজারে এইটটি পারসেন্ট তো সোজা কথা নয় পরমা। কনগ্র্যাচুলেশনস।
Deletesotti soja proshnopatro.
ReplyDelete1.schindler's list.
2. jaws.
3. silence of the lambs.
4.The exorcist.
5. American beauty.
6. the usual suspects.
7. The godafther.
8. Forrest Gump.
9. BlackSwan.
10. Finding Nemo.
আমিও তো তাই বললাম। খুব ভালো খেলেছেন রাজর্ষি। একেবারে একশোয় একশো। অনেক অভিনন্দন।
Delete1. Schindler's List
ReplyDelete2. Jaws
3. The Silence of the Lambs (Eta apnar sob list ei thake dekhchhi!)
4.
5. American Beauty
6. The Usual Suspects
7. The Godfather
8. Forrest Gump
9.
10. Finding Nemo
আরে আমার ওই হপকিন্স ভদ্রলোককে দুর্দান্ত লাগে, কী করব। সব লিস্টেই ঢুকে পড়েন। খুব ভালো খেলেছেন সুগত। অভিনন্দন।
Delete1. Schindler's List
ReplyDelete2. Jaws (?)
3. thik bujhte parlam na, but Silence of the Lambs ki? tomar eto priyo cinema jokhon...
4. Sure kono bhuture golpo..multiple choice thakle pere jetam..
5. American Beauty????
6. parlamna
7. ok ok its "not personal, its business" :P amar bhishon priyo movie :)
8. Forrest Gump
9. Black Swan
10. Finding Nemo
bhuter golpo ta niye mon ta khochkhoch korche..sure ami dekhechi ar ami khub beshi bhuter "boi" dekhini...hmmm...
4. Exorcist. (Google kore :P)
ReplyDeleteদুর্দান্ত খেলেছ স্বাগতা। কনগ্র্যাচুলেশনস। সাইলেন্স অফ দ্য ল্যাম্বস-এর প্রতি আমার দুর্বলতাটা তোমার কাছেও প্রকাশ হয়ে পড়েছে দেখছি।
Delete1 Schindlers List
ReplyDelete2 Jaws
3 Silence of the lambs
4 Exorcist
5 American Beauty
6 Usual Suspects
7 Godfather
8 Forrest Gump
9 Black Swan
10 Finding Nemo
ওয়াহ ওয়াহ সোমনাথ। কাঁপিয়ে দিয়েছ। কনগ্র্যাচুলেশনস।
Deleteপ্রথমেই বলে রাখি সিনেমা সম্বন্ধীয় কুইজে আমি হেভি ভালো স্কোর করব এ দুরাশা আমার শত্তুরেও করবে না। এ কুইজের উত্তরগুলো দিয়েছে আমার খুব ভালো বন্ধু অনির্বাণ চক্কোত্তি। কৃতিত্তও অর ব্যর্থতাটাও একান্তই ওরই। আমি তো এগুলোর মধ্যে ১ টা বাদে বাকিগুলো দেখিইনি :P
ReplyDelete1. Schindler's list
2. Jaws
3. The Silence of the Lambs
4. The Exorcist
5. American Beauty
6. The Usual Suspects
7. The Godfather
8. Forrest Gump
9. Black Swan
10. Finding Nemo
তোমার বন্ধু অনির্বাণকে অনেক অভিনন্দন, আর এ রকম একটি কাজের বন্ধু জোগাড় করার জন্য তোমাকেও অভিনন্দন আবির। খুব ভালো হয়েছে খেলা।
Deleteঅনেকদিন পর কলকাতায় আর অবান্তরে এলাম... :( আবার একটা ক্যুইজ মিস হয়ে গেল।
ReplyDeleteপরের বার হবে সুনন্দ।
Delete