ওই বইগুলো কি জন্মদিনে পাওয়া ? আর বেড়ালের ছবিওয়ালা ওই জিনিস টা কি ? অনেকদিন ধরে চুপি চুপি আপনার ব্লগ পড়ছি , খুব ভালো লাগে আপনার ব্লগ পড়তে :) । জন্মদিনের শুভেচ্ছা রইল আপনি আরও লিখে যান ।
এই একটা জায়গায় হ্যাপি বার্থডে-র উত্তরে সেম টু ইউ বলতে পেরে কী ভালো যে লাগছে। তোমারও সামনের বছরটা খুব খুব ভালো আর এক্সাইটিং কাটুক শম্পা। হ্যাঁ, বেণুদির বইটা, গপ্পগাছা বাদ দিলে, বেশ ভালো গো।
Shubho Jonmodin. Ar ki darun khaoa daoa. Dilli te ki sei honeyed theke bbq shob rokom ham paoa jai ? Amar choto jon ekhon ham er bhokto hoyeche tai amader chundo pickle ar ektu kashundi diye ham sandwich khete hoche
বাঃ বাঃ আচার আর কাসুন্দি দিয়ে হ্যাম স্যান্ডউইচের আইডিয়াটা ভালো তো। এটা আমি চুরি করলাম।
থ্যাংক ইউ বং মম। দিল্লির খাওয়াদাওয়া নিয়ে অবশ্য আমার অভিজ্ঞতা খুবই কম। দৌড় ওই বাটার চিকেন থেকে চাউমিন পর্যন্ত। আর হ্যাঁ, সাউথ ইন্ডিয়ানও। তবে এ বার ধীরে ধীরে অভিজ্ঞতার ঝুলি বাড়ানোর ইচ্ছে আছে মনে।
জন্মদিনের অনেক শুভেচ্ছা দি, যদিও দেরি হয়ে গেল। ব্রেকফাস্ট থেকে শুরু করে থালি সবই তো খুব ভালই কেটেছে মনে হচ্ছে। আনন্দ পাবলিশার্সও প্রচুর লাভ করল বুঝতে পারছি। ভালো ভালো বইগুলোর অপর প্রচুর লোভ দিলাম :), আর জন্মদিনের চক্করে এ হপ্তার সাপ্তাহিকীটা বাদ পরে গেল বলে অভিমান করলাম ...
ei ;... jata rokomer late ami... shubho jonmodeen to botei, agami bochhor bhalo katuk tomar... chhobi gulou khub sundor hoyechhe.. delhi te keno? rishra y jabe na?
ham sandwitch ta ajke banabar cheshta karechilam...goenda ar goenda baita amaro chai! oi south indian thali r dokanta amaro bhalo lage...sabcheye bhalo biral er chabi deoa bakso. janmodiner shubhechha... Payes hoechhe naki?
ham sandwich ta ajke amio try karechilam! goenda ar goenda baita ghantte ichhe karchhe :) south indian thali r dokanta amar pachander....tabe sabcheye bhalo biral er chabi ola baksho! oi baksho theke agami dine aro bhalo bhalo lekha berie asuk... :) janmodiner shubhechha. ajke ki habe, cake na payes?
Happy birthday, Kuntala di! :)
ReplyDeletePhataphati katuk bochhorta.
p.s. Kiser sandwich ogulo?
p.p.s. Oi markin deshe boshe thali bostuti pele kothay?
থ্যাংক ইউ বিম্ববতী। মার্কিন দেশের সমস্ত সাউথ ইন্ডিয়ান দোকানেই থালি পাওয়া যায়। তবে আমি দেশে বসেই পেয়েছি। ইন ফ্যাক্ট তোমার বর্তমানের শহরে বসেই।
Deleteওহ, ওগুলো গ্রিলড চিজ অ্যান্ড হ্যাম স্যান্ডউইচ। নিজে মুখেই বলছি, ভালো খেতে হয়েছিল।
Deleteওই বইগুলো কি জন্মদিনে পাওয়া ? আর বেড়ালের ছবিওয়ালা ওই জিনিস টা কি ? অনেকদিন ধরে চুপি চুপি আপনার ব্লগ পড়ছি , খুব ভালো লাগে আপনার ব্লগ পড়তে :) । জন্মদিনের শুভেচ্ছা রইল আপনি আরও লিখে যান ।
ReplyDeleteধন্যবাদ ধন্যবাদ কৌস্তুভ। বেড়ালের ছবিওয়ালা ওই জিনিসটা একটা ভীষণ সুন্দর বাক্স। আমার এক বন্ধু গিফট করেছে। ঠিকই ধরেছেন, বইগুলো জন্মদিনের লুটপাট। অবান্তর পড়তে আপনার ভালো লাগে জেনে খুব খুব খুশি হলাম।
Deletehappy birthday K! have a great year ahead. boi er madhe benudi'r rannar boi dekhchi je...hmm, tar mane oi shob recipe e-khawa
ReplyDeletejabe :))
এই একটা জায়গায় হ্যাপি বার্থডে-র উত্তরে সেম টু ইউ বলতে পেরে কী ভালো যে লাগছে। তোমারও সামনের বছরটা খুব খুব ভালো আর এক্সাইটিং কাটুক শম্পা। হ্যাঁ, বেণুদির বইটা, গপ্পগাছা বাদ দিলে, বেশ ভালো গো।
Deletehyan same to U are bhalo byapar...shei ajuhaat diye amar jonmodiner toast e tomar naam korey aaro dui-khan vodka martini kheye fel-lam :))
DeleteShubho Jonmodin. Ar ki darun khaoa daoa. Dilli te ki sei honeyed theke bbq shob rokom ham paoa jai ? Amar choto jon ekhon ham er bhokto hoyeche tai amader chundo pickle ar ektu kashundi diye ham sandwich khete hoche
ReplyDeleteবাঃ বাঃ আচার আর কাসুন্দি দিয়ে হ্যাম স্যান্ডউইচের আইডিয়াটা ভালো তো। এটা আমি চুরি করলাম।
Deleteথ্যাংক ইউ বং মম। দিল্লির খাওয়াদাওয়া নিয়ে অবশ্য আমার অভিজ্ঞতা খুবই কম। দৌড় ওই বাটার চিকেন থেকে চাউমিন পর্যন্ত। আর হ্যাঁ, সাউথ ইন্ডিয়ানও। তবে এ বার ধীরে ধীরে অভিজ্ঞতার ঝুলি বাড়ানোর ইচ্ছে আছে মনে।
Janmodiner anek shubhechha.
ReplyDeleteধন্যবাদ ধন্যবাদ রুচিরা।
Deleteজন্মদিনের অনেক শুভেচ্ছা দি, যদিও দেরি হয়ে গেল। ব্রেকফাস্ট থেকে শুরু করে থালি সবই তো খুব ভালই কেটেছে মনে হচ্ছে। আনন্দ পাবলিশার্সও প্রচুর লাভ করল বুঝতে পারছি। ভালো ভালো বইগুলোর অপর প্রচুর লোভ দিলাম :), আর জন্মদিনের চক্করে এ হপ্তার সাপ্তাহিকীটা বাদ পরে গেল বলে অভিমান করলাম ...
ReplyDeleteপরের সাপ্তাহিকীতে পুষিয়ে দেব আবির কথা দিচ্ছি। শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ। আনন্দরও আমাকে থ্যাংক ইউ দেওয়া উচিত, ঠিকই বলেছে।
DeleteHappy birthday...!!! Chhobi dekhe to bujhtei parchi byapok keteche birthday... :) Bhalo thako ar aro bhalo bhalo lekho :D :D
ReplyDeleteথ্যাংক ইউ রিয়া। তোমাদের মতো ভালো ভালো পাঠক আছে বলেই না লেখা?
Deleteoi jah! jonmodin chhilo bujhi? dakle na je? cake niye jetam :)
ReplyDeletebochhor-ta darun katuk - ei shubhechha roilo.
থ্যাংক ইউ থ্যাংক ইউ সোমনাথ।
Deleteহ্যাপি বার্থডে টু ইউ
ReplyDeleteহ্যাপি বার্থডে টু ইউ
হ্যাপি বার্থডে ডিয়ার কুন্তলা
হ্যাপি বার্থডে টু ইউ
ইস এর উত্তরে কেক খাওয়াতে পারলাম না, আফসোস হচ্ছে আমারই। অনেক অনেক ধন্যবাদ দেবাশিস।
Deleteশুভ জন্মদিন। সাঁইত্রিশ বছর বয়স হল, এবার একটু ধাতস্থ হ'।
ReplyDeleteসে কী! আমার থেকেও বেশি ধাতস্থ লোক এ পৃথিবীতে আছে নাকি?
Deleteশুভ জন্মদিন ...
ReplyDeleteথ্যাংক ইউ সংহিতা।
Deleteei ;... jata rokomer late ami... shubho jonmodeen to botei, agami bochhor bhalo katuk tomar... chhobi gulou khub sundor hoyechhe.. delhi te keno? rishra y jabe na?
ReplyDeleteথ্যাংক ইউ সোহিনী।
Deleteham sandwitch ta ajke banabar cheshta karechilam...goenda ar goenda baita amaro chai! oi south indian thali r dokanta amaro bhalo lage...sabcheye bhalo biral er chabi deoa bakso.
ReplyDeletejanmodiner shubhechha...
Payes hoechhe naki?
ham sandwich ta ajke amio try karechilam! goenda ar goenda baita ghantte ichhe karchhe :) south indian thali r dokanta amar pachander....tabe sabcheye bhalo biral er chabi ola baksho!
ReplyDeleteoi baksho theke agami dine aro bhalo bhalo lekha berie asuk... :)
janmodiner shubhechha.
ajke ki habe, cake na payes?
পায়েস আগে হয়ে গেছে সায়ক। কেক অল্প অল্প করে খাচ্ছি। বেড়ালের বাক্স আমারও ভীষণ পছন্দ হয়েছে।
DeleteJanmodiner onek subhechha, khub bhalo theko. :-), biraler chhobiowala box ti besh , ar Ananda-o :-)
ReplyDeleteথ্যাংক ইউ ইচ্ছাডানা
DeleteHaPpY BiRtHdAy Kuntala_di :)
ReplyDeleteTumi ki ekhon bari te boshe maa-er ador khacho :((
উঁহু। মা এখনও দূরে। থ্যাংক ইউ পরমা।
Deleteশুভ জন্মদিন কুন্তলা। আপনাকে শুভেচ্ছা জানিয়ে একটা আস্ত পোস্টই লেখার তাল করেছিলাম, তারপর বিশ্রী কতগুলো ঝামেলায় সব তালগোল পাকিয়ে গেল। সেদিন সকালের ওই ঘটনাটার পর মনটাও খারাপ লাগছিল। যাই হোক, বেটার লেট্ দ্যান নেভার। আগামী বছরটা ভালো কাটুক, এটাই বলব, আর ছবি তোলার প্র্যাকটিস চালিয়ে যান। বেশ হচ্ছে।
ReplyDeleteধন্যবাদ ধন্যবাদ সুগত।
Deletebelated happy birthday kuntala di..dibbi keteche dekhchi jonmodin ta :)
ReplyDeleteহ্যাঁ খুব ভালো কেটেছে স্বাগতা জন্মদিন। তোমার শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ।
Delete