শনিরবি





Comments

  1. আপনিও তো গাছে ঢাকা সুড়ঙ্গ পথ আবিষ্কার করে ফেলেছেন দেখছি। ক্রিম ক্র্যাকার আমার প্রিয় বিস্কুট। বাকি খাবারগুলোর কথা আর কিছু বললামনা, এদিকে স্যালাড খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেল। :(

    ReplyDelete
    Replies
    1. ক্রিম ক্র্যাকারকে অনেকে ডায়াবেটিস বিস্কুট বলে জানেন তো? আমি তাদের বেরসিক বলি।

      Delete
  2. darun laglo, bagan gachh khabar-dabar, ki chhere ki dekhi :-)

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ ইচ্ছাডানা।

      Delete
  3. ohh! erei koy hori loot...mach ta pabda na parshe bujhte parchi na! patha ta khub i lobhoniyo...oi bati ta ageo dekhechhi, amar besh pochondo.

    ReplyDelete
    Replies
    1. পার্শে শম্পা। ওই বাটিটা আমার একেবারে ছোটবেলার দুধ খাওয়ার বাটি। আমি বাটিটা ছাড়া কোথাও যাই না।

      Delete
    2. সেই রাজামশাইয়ের বাটি করে দুধ খাওয়ার দৃশ্যটা মনে পড়ে গেল...

      Delete
    3. টেলিপ্যাথি আর কাকে বলে। এই মুহূর্তে ওই সিনেমাটা টিভিতে দেখছি বসে বসে।

      Delete
  4. ki suru korechish ki tora!!! :X sakalbela chan chan kore khide peye gelo

    ReplyDelete
    Replies
    1. আহা, এটা তো পয়লা বৈশাখ স্পেশাল ছিল। অন্য শনিরবি তো ডিমপাউরুটি দিয়ে চালাই।

      Delete
    2. ও দুটো কি গুড়ের রসগোল্লা? (সুরুৎ করে একটু জিভে জল চলে এল)

      Delete
    3. না গো্। এমনি রসগোল্লা। মেনুতে গুড়ের রসগোল্লা ছিল না, থাকলে আমরাও ওটাই অর্ডার করতাম।

      Delete
  5. Daruun. mach er plate e sobuj lonka ta eto sundor kore sajano! dekhe mon bhore gyal :)

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ ধন্যবাদ সুমনা।

      Delete
  6. Replies
    1. থ্যাংক ইউ আত্রেয়ী।

      Delete
  7. আপনার কিন্তু খুব পাপ হচ্ছে। এরকম ছবি ছাপা বন্ধ করুন। - গৌতম বন্দ্যোপাধ্যায়

    ReplyDelete
    Replies
    1. বা, আর আপনারা যে রোজ বাড়িতে উচ্ছেভাজা থেকে শুরু করে সজনেডাঁটা দিয়ে রুই মাছের ঝোল থেকে চাটনি পর্যন্ত সবকিছু দিয়ে ভাত খাচ্ছেন, আর আমরা লাঞ্চে রাজমা গিলছি, সে বেলা বুঝি পাপ হচ্ছে না?

      Delete
  8. maach-bhaat 2 set but mangsho chutney ek set keno? jigao ore!

    ReplyDelete
    Replies
    1. পরমা, প্রথম কারণ, যত বাসন তত মাজা। দ্বিতীয় কারণ, বাকি সব শেষ করার পর ওই চাটনির অধিকাংশই ফ্রিজে ঢুকেছিল। দুজনে একচামচ করে থালায় তুলে টেস্ট করেছি। রসগোল্লাদুটোও তখন খাওয়া সম্ভব হয়নি।

      সেদিন রাতে মাতারা হোটেল থেকে হাতেগড়া আটার রুটি প্যাক করে এনে চাটনি দিয়ে খাওয়া হয়েছিল। আর রাতে ঘুমোনোর আগে রসগোল্লাটা টপ করে মুখে ফেলে গিয়েছিলাম। তবে এত কিছু খেয়ে পেটগরম হয়ে গিয়ে রাতে আমি ভয়ানকভয়ানক দুঃস্বপ্ন দেখেছি।

      Delete
    2. এ কারণেই শরদিন্দু উপদেশ দিয়ে গেছেন রাত্রে একটু ত্রিফলার জল খাবার জন্য।

      Delete
    3. ইস, এটা জানা ছিল না তো। বাড়িতে ত্রিফলা ছিল তো, আগে জানলে দুচামচ খেয়ে শুতাম। তবে টিপসটা মনে করে রাখলাম পরে কাজে লাগাব। থ্যাংক ইউ।

      Delete
    4. hi hi, dushopne pishima goynar baksho nie eshechilen naki?

      Delete
    5. আরে তুমি জিগাও ওরে লিখেছ পরমা, আমি রেফারেন্সটা প্রথমে ধরতেই পারিনি। তারপর আমার এক বন্ধু বলল, এটা ডায়লগটা নাকি এখন খুব চলছে। তখন আমার মাথায় এল।

      দুঃস্বপ্নে পিসিমা আসেননি, বাঁচিয়েছেন। ওইরকম র‍্যাপার পিসিমা বাস্তবে এলেও আমি কেঁদে ফেলব, স্বপ্ন তো কোন ছার।

      Delete
  9. cha ta ki perfect colour eseche, darun :) tobe cream-cracker er roshe ami akebarei bonchito, ak oi ar ak edeshe saltine, biskut naamer kolonko!tobe porer oi osadharon lunch tar chobi diye bhalo koro ni, boddo dukkho pelam mone, amar poyla boishakh er menu te sref ghee-bhaat r fish-fry chilo kina :(

    ReplyDelete
    Replies
    1. স্বাগতা, ঘিভাত আর ফিশফ্রাই, কী এমন খারাপ খাবার শুনি? তোমার সঙ্গে আমার বিস্কুটের পছন্দ একেবারেই মিলছে না। ওখানে থাকার সময় আমি সল্টাইন দিয়ে লাঞ্চ আর ডিনারও সারতাম মাঝে মাঝে। এত ভালো লাগত।

      Delete

Post a Comment