সাপ্তাহিকী



Photographer Offers Front Row Seat to George W. Bushs Presidency ericdraper presidency 4
Oval Office, October 2, 2006

Two things are infinite: the universe and human stupidity; and I'm not sure about the universe.
                                                             ---Albert Einstein

ওপরের ছবিটা George W. Bush-এর জমানায় হোয়াইট হাউসের ফোটো ডিরেক্টর এবং পার্সোন্যাল ফোটোগ্র্যাফার Eric Draper-এর সংগ্রহ থেকে নেওয়া। এরকম আরও ছবি দেখতে হলে এখানে ক্লিক করুন।

বিশ্বের সবথেকে সুন্দর গাছে ঢাকা দশটি সুড়ঙ্গপথ। সুগতর সৌজন্যে পাওয়া।


ডিকনস্ট্রাকটেড ফুলের দল।

A Childless Bystander’s Baffled Hymn, আমি একমত। বিশেষ করে এই অংশটার সঙ্গে। 
I understand that you want them to adore you. But having them fear you is surely the saner strategy, not just for you and for them but for the rest of us and the future of the republic.
  
এ সপ্তাহের গান। এই গানটা যেখানেই শুনি না কেন, মাছের বাজারে, অটোর ভেতর, বারান্দায় চাঁদের আলোর নিচে দাঁড়িয়ে, প্রত্যেকবার কাবেরী হোস্টেলের ছাদ মনে পড়ে। গিটারের টুংটাং আর তীর্থদার গলা। দেখুন তো আপনাদের ভালো লাগে কি না।

সপ্তাহান্ত ভালো করে কাটাবেন। খাবেনদাবেন, হলে গিয়ে নৌটঙ্কি সালা দেখবেন। বিদ্যা বালান খুবই ভালো অভিনেত্রী, কিন্তু তাঁর দেবরমশাইও কম যান না। সোমবার আবার দেখা হবে। টা টা। 

Comments

  1. oporer oi quotationta amar khub priyo..:-) গাছে ঢাকা দশটি সুড়ঙ্গপথ linktao darun ..ar kandisa r janyo dhanyabad. :D amro kichu bhalo smriti ache or sange

    ReplyDelete
    Replies
    1. কান্দিসা আমার খুব ভালোলাগার গান। এটা মিলেছে দেখে খুশি হলাম তিন্নি।

      Delete
  2. Kandisa... aha! Indian Ocean er sob kota gaan i bhalo lage, but eta best. tumi Raghu Dixit sunecho?

    ReplyDelete
    Replies
    1. নাম শুনেছি, গান শুনিনি সুমনা। তবে শুনে দেখতে হবে।

      Delete
    2. aami aajkal shanker tucker shrutibox series ta shunchi...beshi bhalo light classical!

      Delete
    3. ওহ, শুনে দেখব তো তাহলে।

      Delete
  3. ekhon shoptaher gaangulo eirokom howa uchit na ? http://www.youtube.com/watch?v=Qf212h5UwiU

    ReplyDelete
    Replies
    1. Kimba antoto eirakom: http://www.youtube.com/watch?v=n-o2J259tWE

      Delete
    2. দেখাচ্ছি মজা।

      Delete

Post a Comment