সাপ্তাহিকী



Photo: Photo: People playing cricket outside the Taj Mahal
আলোকচিত্রীঃ Adrian Pope, উৎসঃ National Geographic

If you're too open-minded; your brains will fall out. 
                                                                                ---Lawrence Ferlinghetti 


The Bed Book, শিশুদের জন্য লেখা সিলভিয়া প্ল্যাথের কবিতার বই।

১৯৬৯ সালে পৃথিবীর যেখানে যত ইউ এফ ও দেখা গিয়েছিল তাদের সবার চেহারার তালিকা। 


পৃথিবীর সবথেকে বর্ণাঢ্য শহরদের ছবি। বলাই বাহুল্য, লিস্টের একাধিক ছবি আমাদের।

আমি অবশ্য ১৯৯৭ সালে কম্পিউটারে এসবের কিছুই করছিলাম না। খালি তেড়ে 'আ কুইক ব্রাউন ফক্স' ইত্যাদি টাইপ করে যাচ্ছিলাম।



প্রয়াত সনৎ সিংহের স্মৃতির উদ্দেশ্যে এসপ্তাহে এই অবিস্মরণীয় গানটি রইল। একেবারে আমার মনের কথা। 

আপনারা সবাই ভালো হয়ে থাকবেন। সোমবারে দেখা হবে। টা টা। 

Comments

  1. বর্ণাঢ্য শহরগুলোকে পৃথিবীর ম্যাপে প্লট করে দেখ্‌, বেশিরভাগ শহরই বিষুবরেখার খুব কাছে।

    ReplyDelete
  2. ইস্‌স, সনৎ বাবু মারা গেছেন? 'সরস্বতী বিদ্যেবতী'টা একদম পুঁচকেবেলার এক দারুন প্রিয় গান। 'ছোটদের গান' বলে H.M.V.-র একটা দুই খণ্ডের ক্যাসেটে ছিলো এই গানটা। শীতের দুপুরে কত কত দিন যে বাবা সেই শোয়ানো টেপটাতে এই ক্যাসেটটা চালিয়ে দিত। টেপটাতে আবার একদম বাঁদিকে নীল রঙের একটা সুইচ ছিল (বাকিগুলো সব সাদা), যেটা প্লে বাটন্‌টার সাথে একসাথে টিপলে রেকর্ড করতে শুরু করত। তখন আমি সত্যিই জানতুম না কোথায় হনুলুলু। মাকে জিজ্ঞেস করাতে মা-ও বলতে পারেনি। পরে দাদা ম্যাপে দেখিয়ে দিয়েছিল। গানটা বারবার শুনছি দি। উনি যেখানেই থাকুন, শান্তিতে থাকুন।

    ReplyDelete
    Replies
    1. হ্যাঁ আবির। বাংলার ছোটদের একটা বড় ক্ষতি হল।

      Delete
  3. amar kintu sanat sinha-r gaan kokhonoi bhalo lageni. boddo shadamata gola. gaangulo-o mone rakhar moto kichhu na.
    insecurity question-gulo besh mone dhorechhey :)

    ReplyDelete
    Replies
    1. আমারও প্রশ্নগুলো বেশ পছন্দ হয়েছে সোমনাথ। এবার ভাবছি নতুন কারও সঙ্গে আলাপ হলে ওইগুলো জিজ্ঞাসা করেই স্মলটক শুরু করব।

      Delete

Post a Comment