কুইজঃ সিনেমার নাম কী?




উৎস গুগল ইমেজেস

নিচে কতগুলো দৃশ্য লেখা আছে। আপনাদের বলতে হবে কোন সিনেমার। দু-একটা অবশ্য পূর্ণদৈর্ঘ্য সিনেমা নয়, কিন্তু তাতে সমস্যা হবে না বলেই আমার ধারণা। আপনাদের সময় থাকবে চব্বিশ ঘণ্টা। ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত, আর ইস্ট কোস্টে শুক্রবার রাত সাড়ে দশটা পর্যন্ত। ততক্ষণ কমেন্টে পাহারা বসানো থাকবে। 

শুরু করে দিন। অল দ্য বেস্ট। 
 *****


১. পুলিশের পেটানি থার্ড ডিগ্রি পর্যন্ত, পাবলিকের পেটানি একশো চার ডিগ্রি। প্রথমে কাঁপুনি, তারপর ঝাঁকুনি, তারপরেরটা আর বললাম না।

২. -শ্রীমতী মনোমোহিনী বসু?
-আমি, আমি।
-আপনি শ্রীমতী মনোমোহিনী বসু?
-ইয়ে, মানে আমার ঠাকুমা।
-তা যিনিই হোন, এটা তো চলবে না।
-কেন?
-ওভাররাইটিং আছে, নতুন ফর্ম লাগবে। নেক্সট, হীরালাল পোদ্দার...

৩. -আজ একবার মিনিট দশেক সময় দিতে পারবেন আমাকে? একটা জরুরি দরকার ছিল।
-দশ মিনিট বলতে আপনি কত মিনিট বোঝেন?
-আমি দশই বুঝি। অবশ্য সেটা আট বা নয়ও হতে পারে।
-ঠিক আছে। আপনি আসুন তাহলে, বিকেল পাঁচটায়।
-থ্যাংক ইউ।
-পাঁচটা বলতে কিন্তু আমি পাঁচটাই বুঝি।
-আমিও, নমস্কার।

৪. -‘আর’ স্পিকিং। খবরটা কী? ‘বি’কে পাওয়া যাচ্ছে না? কবে থেকে? দিন পনেরো থেকে? অ্যাদ্দিন ধরে কী করছিলে? ঘুমোচ্ছিলে?...পরশুদিন আমি রওনা হব। একটা কেবিন বুক করে রেখ। আর শোনো, আমি রওনা হবার চব্বিশ ঘণ্টা পর হোম ডিপার্টমেন্টকে ইনফর্ম করবে। মনে রেখ, চব্বিশ ঘণ্টা পর। হোম সেক্রেট্যারি, ডেলহি। আর যেখানে যাচ্ছি সেখানকার হোম ডিপার্টমেন্টের অফিসকেও খবরটা দিয়ে দিয়ো। আশা করি কোথায় যাচ্ছি সেটা বলে দিতে হবে না? ঠিক আছে?

৫. -বিনি? বিনি?
-কী দিদি?
-কটা বাজে? ইশকুল যেতে হবে না?
-তুমি যাও। ফার্স্ট পিরিয়েডটা...মাথাটা কেমন যেন টিপটিপ করছে।
-টিপটিপ করছে? কই দেখি...হুম্‌। জোরোজোরো ভাব। দুপুরে ভাত খেতে হবে না। ঠাকুরকে বলে যাচ্ছি, সাগুবার্লি পাঠিয়ে দেবে।
-বার্লি! আ-আ-আমি...
-কী আমি?
-না মানে, আমার তো তেমন কিছু হয়নি।
-হয়নি? এই যে বললে মাথা টিপটিপ করছে?
-হ্যাঁ, কিন্তু...কিন্তু মাথা তো টিপটিপ করে দিদি।
-সে তো জ্বরও আসে, তাই বলে কি মানুষ তখন পোলাও কোর্মা খায়? বয়স হচ্ছে বিনি, আজ বাদে কাল তোমার বিয়ের কথা হচ্ছে। একটু একটু বুঝতে শেখ। শুয়ে পড়।
-অ্যাঁ?
-দেখি...দিনকাল ভালো নয়। ঠাণ্ডা পড়তে শুরু করেছে...চোখ বোজ, এবার ঘুমিয়ে পড়।

৬. -পড়লে?
-ভদ্রলোককে খুব বেশি স্ট্রাগল করতে হয়েছে বলে তো মনে হয় না।
-এখন হচ্ছে। এতগুলো টাকা নিয়ে কী করবে, সেটা ভেবে বের করাই তো একটা স্ট্রাগল।
-আসলে এটা বোধহয়...অনেকটাই লাক।
-এইট্টি পারসেন্ট।
-এই, একটা কাজ কর। ভদ্রলোককে জিগ্যেসটিগ্যেস করে একটা লেখ। তারপর তোমার কাগজে ছাপিয়ে দাও। খুব ভালো বিক্রি হবে।
-আসল কথাটা বল না, যে আজকের খবরের কাগজে যে ব্যাপারটা দেখেছ সেটা জানতে চাও।
-কী যে বল। আচ্ছা ভাই বল, আমি ঠিক বলেছি কি না? না না, ভালো বলেছি কি না বল?
-আমার কাগজ থেকে সিনেমার ব্যাপারটা...বাদই রাখব ভাবছি।
-এ ভাই তোমার বাড়াবাড়ি। আজকের দিনে সিনেমার ব্যাপার বাদ দিলে চলে?
-গ্রাহিকাদের চিঠি পড়ে চলে না বলেই তো মনে হয়।
-তবে আর কী? চলে যাও। যাও না।
-আচ্ছা দাঁড়ান, টস করি।
-এই নিন।
-আপনি করুন। হেড হলে যাব।


৭. -হ্যালো, গার্গী আছে?
-বলছি।
-আমি চঞ্চল বলছি। শোনো, আমি যা বলব তার মাঝখানে তুমি ফোন নামিয়ে রাখবে না বা ইন্টারাপ্ট করবে না, হ্যাঁ?
-আচ্ছা।
-তোমার মনে আছে, আগের বছর দোলের দিন আমি তোমাদের বাড়ি গেছিলাম, তুমি একটা লাল নাইটি পরে বেরিয়ে এলে, আমার হাতে একটা হলুদ গোলাপের তোড়া ছিল...
-হুঁ।
-আমি সেইদিন থেকে তোমায় ভালোবাসি। সেদিন ছিল ১৩ই মার্চ, আজ এ বছরের ৭ই জুলাই- এই ৪৩৬ দিন ধরে আমি শুধু তোমার মুখ ভেবে গেছি গার্গী। আর পারছি না। আমি কখনও এত মিষ্টি, এত সুন্দর, এত সেনসিটিভ, এত কালচারড, এত এলিগ্যান্ট মেয়ে দেখিনি। এখন সব রইল তোমার পায়ের কাছে, এবার তুমি বল।
-২২ তারিখের আগে আমি তো কিছু বলতে পারব না।
-ভাববে কেন? তুমি আমাকে ভালোবাসো কিনা ২২ তারিখের আগে বলতে পারবে না?
-না।
-তুমি...তোমার...অন্তত এটুকু বল, রাত্রে শুতে যাবার সময় তোমার আমার মুখটা মনে পড়ে?
-২২ তারিখের আগে বলতে পারব না।

*****

খেলা শেষ। এবার উত্তরের পালা। সকল খেলোয়াড়কে অবান্তরের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অভিনন্দন।

১. MLA ফাটাকেষ্ট
২. বসন্ত বিলাপ
৩. বাক্স রহস্য
৪. সবুজ দ্বীপের রাজা
৫. দাদার কীর্তি
৬. নায়ক
৭. y2K অথবা সেক্স ক্রমে আসিতেছে

Comments

  1. Replies
    1. তুই বাকিগুলো একটুও ভাবিসনি, আমি শিওর। তাতে অবশ্য ক্ষতি কিছু নেই। প্রথমে খাতা জমা দেওয়ার জন্য হাফ নম্বর এক্সট্রা দিলাম।

      Delete
  2. ১। শত্রু (?)
    ২। বসন্ত বিলাপ
    ৩। সোনার কেল্লা (?) - ফেলুদা নিশ্চয়ই
    ৪। ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্টান্ট
    ৫। দাদার কীর্তি
    ৬। নায়ক
    ৭। ?

    ReplyDelete
    Replies
    1. চার নম্বরটা অনেকেই গোলমাল করেছে কৌশিক। ছেলেমানুষি খেলায় অংশ নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

      Delete
  3. 1.
    2. Bosonto Bilap
    3. Baksho Rohoshyo
    4.
    5. Dada-r kirti
    6. Nayok
    7. y2k (?)

    Kota holo?

    ReplyDelete
    Replies
    1. জিজ্ঞাসাচিহ্নটা ধরলে সাড়ে চারটে। খুব ভালো খেলেছ সুমনা, অভিনন্দন।

      Delete
  4. ১. M.L.A. ফাটাকেষ্ট
    ২. বসন্ত বিলাপ
    ৩. বাক্স রহস্য
    ৪. সবুজ দ্বীপের রাজা
    ৫. দাদার কীর্তি
    ৬. নায়ক
    ৭. Y2K অথবা 'সেক্স ক্রমে আসিতেছে'

    ReplyDelete
    Replies
    1. ফাটাফাটি পিয়াস। অসাধারণ, অনবদ্য। এবারের কুইজের একমাত্র একশোয় একশো হওয়ার জন্য অনেক হাততালি।

      Delete
  5. ১) মিনিস্টার ফাটাকেষ্ট
    ২) বসন্তবিলাপ
    ৩) বাক্স-রহস্য
    ৪) :(
    ৫) দাদার কীর্তি
    ৬) নায়ক
    ৭) ওয়াইটুকে: অত্থবা, সেক্স ক্রমে আসিতেছে

    ReplyDelete
    Replies
    1. মিনিস্টারের জায়গায় এম এল এ হবে। কিন্তু তাও ওটায় ফুলমার্কস দিচ্ছি। আর সবুজ দ্বীপের রাজাটা পারা উচিত ছিল। 'আর' অর্থাৎ রাজা চৌধুরী স্পিকিং তো গোড়াতেই বলা আছে।

      কিন্তু সেটুকু বাদ দিলে খুব ভালো খেলেছ। যথারীতি। কনগ্র্যাচুলেশনস।

      Delete
    2. রাজা রায়চৌধুরী ...

      Delete
    3. ওহো, সরি সরি। রায়চৌধুরী হবে।

      Delete
  6. বাই দ্য ওয়ে ... প্রথম প্রশ্নটা কষ্টেসৃষ্টে হজম করা গেল ... Odd man out হলেও মোটামুটি আন্দাজে উত্তরটাও দেওয়া গেল ... কিন্তু পোস্টের শুরুতে 'মহানায়ক'-এর ছবিটা কিছুতেই হজম হচ্ছেনা ...

    ReplyDelete
    Replies
    1. এই তো এলিটিস্ট কথাবার্তা পিয়াস। দেভের ছবি হজম করতে শিখতে হবে তো। ছবিটা আমার তো দুর্দান্ত লেগেছে। বেশ কীরকম কেষ্টঠাকুর, আগুন, প্রেম মেশামিশি।

      Delete
    2. দেভ ? হে হে ... বোতল বোতল হজমোলা কিনে ফেলি তাহলে ...

      Delete
    3. শিগগিরি কিনে ফেল পিয়াস।

      Delete
    4. কাল রাত্রে (অবশ্যই বিনামূল্যে) 'গয়নার বাক্স'এর প্রিমিয়ারে গেছিলাম। প্রিয়ার বাইরে দেবের সঙ্গে ধাক্কা লাগে, আর দেব আমাকে 'সরি ব্রাদার' বলে টুক করে গাড়িতে উঠে পড়ে।

      আমার কি গর্বিত হওয়া উচিত, না লজ্জিত?

      Delete
    5. লজ্জিত?! সেকি কেন?! আমি তো বলি, গায়ের যেখানটায় ধাক্কা লেগেছিল সেখানটায় বেশ কিছুদিন সাবান ক্রিম কিচ্ছু লাগিয়ো না।

      Delete
  7. 1. ?
    2. bosonto bilap
    3. baksho rohosyo?
    4. ?
    5. dadar kirti
    6. bhishon chena chena, nayak ki?
    7. y2k (tobe dialgue e bhul ache, "bhabbe keno" bolar age 21 she j porikkha seta bola chilo..:))

    ReplyDelete
    Replies
    1. স্বাগতা। চেনা লাগলেই ধুমধাম বলে দিতে হয় তো। নায়কই তো। দাদার কীর্তি পেরেছ দেখে খুব খুশি হয়েছি।

      আর শেষেরটার ডায়লগ ভুল বললে হবে? সোজা স্ক্রিপ্ট খুলে টোকা।

      Delete
    2. একটু কিন্তু সত্যিই বাদ পড়েছে ... "২২ তারিখের আগে আমি তো কিছু বলতে পারব না"-এর পরে এই দুটো লাইন হবে ...

      - কেন?
      - ২১ তারিখ আমার পরীক্ষা শেষ হবে, তার আগে আমি এসব ভাববো না।

      Delete
    3. ওকে, তোমরা সবাই বলছ যখন। মেনে নিচ্ছি।

      Delete
    4. hya ami eimatro youtube e o dekhlam, majhe akta line ache..ish sobuj dwiper raja ta para uchit chilo..tobe MLA Fatakesto ta akdom out of syllabus diyecho..

      Delete
    5. আমিও দেখেছি স্বাগতা। চন্দ্রিল ওটা সেটে ঢুকিয়েছে, স্ক্রিপ্টে ছিল না। আমি সিনেমাটা অনেকদিন আগে দেখেছি আর প্রশ্নটা স্ক্রিপ্ট থেকে টুকে সেট করেছি, তাই গোলযোগ হয়েছে আরকি।

      আহা আনসিন সব কমন পড়লে তো হয়েই গেল।

      Delete
  8. ১. এম.এল.এ. ফাটাকেষ্ট।
    ২. বসন্ত বিলাপ
    ৩. বাক্স রহস্য
    ৪. এইটা এত চেনা লাগছে তবু পারলাম না - ডক্টর মুন্সীর ডাইরি কি?
    ৫. দাদার কীর্তি
    ৬. নায়ক
    ৭. Y2K সেক্স ক্রমে আসিতেছে

    ReplyDelete
    Replies
    1. উঁহু, এটা তো সবুজ দ্বীপের রাজা আবির। কিন্তু খুব ভালো খেলেছ। অনেক অনেক অভিনন্দন।

      Delete
  9. jah! deri hoye gelo! ektu agaam khobor ditey hoy to! kaal office theke fireichhi taar 1-tar por :(

    ReplyDelete
    Replies
    1. সেরেছে সোমনাথ, ভয়ানক কাজ পড়েছে তো। উইকএন্ডে ভালো করে ঘুমিয়ো। পরের কুইজে এসে একশোয় একশো পেয়ো'খন।

      Delete
  10. ektao mone korte parini somoi-kale, ekhon uttor pore du ekta baad die sob mone porchhe. :-(

    ReplyDelete
    Replies
    1. ওরকম হয় ইচ্ছাডানা। পরের বার সব মনে পড়বে।

      Delete

Post a Comment