শনিরবি





Comments

  1. dhonepata-ta baad dilei shob ekdon nikh(n)oot!!

    ReplyDelete
    Replies
    1. হাহা সোমনাথ, প্রায় সবই মেলে অথচ ধনেপাতাটা যে কেন মেলে না, এইটাই রহস্য।

      Delete
  2. তুই আরো রোগা হয়ে গেছিস্‌।

    ReplyDelete
  3. সকালে উঠে খালিপেটে ওপরের ছবিগুলো দেখেই খিদেটা প্রচন্ড চাগিয়ে উঠল। যাই একটু দুধ-সিরিয়াল খেয়ে আসি। কুন্তলার সহাস্যবদন দেখে মনটা ভরে গেল।

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ থ্যাংক ইউ কৌশিক।

      Delete
  4. শেষ ছবিটা বেশ হয়েছে, তবে সবাই নিশ্চয়ই জানে- নইলে জিজ্ঞেস করছে না কেন- গাড়িটা কি তোমার? :D

    ReplyDelete
    Replies
    1. এই রে, না না, আমার নয়। ওইখানে দাঁড়িয়ে তুলেছি কারণ ল্যাম্পপোস্টের আলোটা মুখে পড়ছিল তাই।

      Delete
    2. ইতিহাস সাক্ষী আছে....ল্যাম্পপোস্টের নিচে বসে/দাড়িয়ে/সুয়ে যে যাকিছু করেছে সেই বিখ্যাত হয়েছে।
      আপনি শেষ এ ছবি তুললেন! আপনার ও বিখ্যাত হওয়া আর আটকায় কে ! :D

      Delete
    3. হাহাহাহা সৌমেশ, আপনার মুখে চপকাটলেট পড়ুক। অসংখ্য, অজস্র, অগুন্তি।

      Delete
  5. 1. daruun lagche dekhte!!!
    2. biyer card!!!
    3. amar ekta same same cup ache :)

    ReplyDelete
    Replies
    1. সেই কাপটাও কি ফ্যাব ইন্ডিয়া থেকে কেনা সুমনা?

      Delete
  6. amake akta katha bol..sesher tinte chobi erakam lomba lagche keno?khabargulo je katobar dekhlam...:p cardta sundar hoyeche :-) besh akta bie bie bhab :p

    ReplyDelete
    Replies
    1. বিয়ের কার্ডের ক্রেডিট আমার মা আর সেজোকাকুর। ছবিগুলো আসলে আমি এক একটা করে এডিট করি। কাটাছাঁটা করার পর একেকটা একেক সাইজের হয়ে যায়। আমি সব ছবির প্রস্থটা এক রাখার চেষ্টা করি, তাতে দৈর্ঘ্য বেশিকম হয়ে যায়। আমি একটু ম্যানেজ করার চেষ্টা করেছি, দেখ তো হয়েছে কী না। আর নিজের ছবিটা একই রকম রাখলাম, একে বেঁটে, এর ওপর আরও বেঁটে করলে আর তাকানো যাবে না।

      Delete
  7. আচ্ছা তুমি ফটোগ্রাফি টা সিরিয়াসলি হবি হিসেবে নিতে পার(যদিও জানিনা তুমি হয়তো অলরেডি তা করেই ফেলেছ)। তোমার ১,৩,৪ ফটো গুল একটু বেশি ভাল
    রঙ এর কম্ব টা দারুণ।। :) আমার না তোমার জন্য খুব আনান্দ হচ্ছে :)

    ReplyDelete
    Replies
    1. প্রি, আমারও তোমার মতো পাঠিকা/বন্ধু পেয়ে খুব খুব আনন্দ হচ্ছে। ভাগ্যিস অবান্তর লিখতে শুরু করেছিলাম, না হলে তোমাদের সঙ্গে আলাপ হত কী করে বল তো?

      ফোটো ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম।

      Delete
  8. jio k...jio (or, go K go :)....chobi gulo khub bhalo hoyechey. aar card ta satyi shundor aar tasteful hoyechey....daroon lagchey.

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ থ্যাংক ইউ শম্পা। কার্ডের প্রশংসা যথাস্থানে পৌঁছে দেব।

      Delete
  9. বেশ একটা হাশি খুশি রঙিন উৎসবের ভাব, তোমার ছবিটা বেশ গ্ল্যামারাস হয়েছে ।

    মিঠু

    ReplyDelete
    Replies
    1. সর্বনাশ, আমার ছবি গ্ল্যামারাস? বলছ যখন বিশ্বাস করছি। থ্যাংক ইউ মিঠু।

      Delete
  10. ইস এই ধনেপাতা নিয়ে যে কত কথা শুনতে হয়। ধনে পাতা তে মিল হল না

    মিঠু

    ReplyDelete
    Replies
    1. ও ঠিক আছে। সব মিলে গেলে আবার বোরিং-এর হদ্দ।

      Delete
  11. card e tomar mayer nam nei keno?

    jhimli

    ReplyDelete
    Replies
    1. এই প্রশ্নটার উত্তর আমার কাছে নেই ঝিমলি। আমার খেয়াল করা উচিত ছিল, মানছি।

      Delete
  12. hasi-khusi tomar chhobita darun hoechhe.

    ar khabar dabar to bolar opekhai rakhena :-)

    ReplyDelete
    Replies
    1. আরে ধন্যবাদ ধন্যবাদ ইচ্ছাডানা।

      Delete

Post a Comment