সাপ্তাহিকী
উৎস
I'm not crazy about reality, but it's still the only place to get a decent meal.
---Groucho Marx
এই দেখুন আমার সম্পর্কে এরা কী বলছে, "You’re reflective but
often indecisive. In a world of unknowns, you like the safe pick." আমাকে এত ভালো নিজের
মা-ও চেনেন না বোধহয়। আত্মচরিত্রের নির্ভুল বিশ্লেষণ জানতে হলে ক্লিক করতেই হবে।
রাইটার্স ব্লক নিয়ে অনেক কথা অনেকে বলে, বলেছে, বলবেও। কিন্তু আসল কথাটা
যথারীতি বলে দিয়েছে ক্যালভিন।
ক্লাস নাইনে ওঠার পর যেই ইউনিফর্ম বদলে শাড়ি হয়ে গেল, টের পেলাম টিফিনে
লক-অ্যান্ড-কি খেলার থেকে গোল হয়ে বসে গুজগুজিয়ে গল্প করাটা ঢের বেশি ইন্টারেস্টিং।
গল্পের বিষয় একেকদিন একেকরকম হত। কিন্তু রোজই যে ব্যাপারটা নিয়ে একটু হলেও ব্রেনস্টর্মিং
হত, সেটা হচ্ছে পুরুষজাতি। সে জাতির কী ভালো, কী খারাপ, কী মোটামুটি। সিগারেট
খাওয়া নিয়ে অনুভূতি মিশ্র ছিল, চশমা অনেক ভোট পেত, কিন্তু যেটা নিয়ে কোনও কথা হত
না সেটা হচ্ছে হাতা-গোটানো শার্ট/ পাঞ্জাবি। বাঙালি কিশোরীদের (অন্তত মফস্বলের
বাংলাস্কুলে পড়া কিশোরীদের) হৃদয়হরণের মোক্ষম টোটকা হচ্ছে এই হাতা-গোটানোর আর্ট।
নোবেল নিয়ে খুব লাফালাফি চলছে এখন, কিন্তু কী করে এই প্রাইজের শুরু হল? পড়াটা
যদি ফাঁকি দিয়েও দেন, অ্যালফ্রেড নোবেলের নিজে হাতে লেখা উইলের ছবি দেখাটা মিস
করবেন না। উইলটা ইম্পর্ট্যানট নয়, ইম্পর্ট্যানট হচ্ছে হাতের লেখাটা।
আপনাদের পুজো প্যান্ডেলে এই মুহূর্তে কী গান বাজছে? নাকি গানের বদলে ঢাক? আমার
মাথার মধ্যে এই গানটা বাজছে অবিরত কেন কে জানে, তাই এ সপ্তাহের গান এটাই। আপনাদের
সবার জন্য আমার তরফ থেকে অষ্টমীর অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। যেন বৃষ্টি না নামে
আর আপনারা পেট ভরে ঠাকুর দেখতে পারেন সেই কামনা করি।
Hata gotano shirt.......ei jonno tomay etto bhalobashi......pujor dine puro nostalgia te akranto kore dile...
ReplyDeleteথ্যাংক ইউ রণিতা।
DeleteGotano shirt ta mokkhom diechho. Oi dekhei...
ReplyDeleteহাহা রুচিরা, ওই দেখেই বধ হয়েছিলে বুঝি? আমার চেনা অনেকেরই এই পরিণতি হয়েছে, কাজেই চিন্তার কিছু নেই।
Deleteআগে বলবেন তো! এ জানলে জন্মে কখনো হাফ-হাতা জামা কিনতুম না... :)
ReplyDeleteএ মা, এটা তো কমন নলেজ সুনন্দ। ঠিক আছে, যা ভুল করার করে ফেলেছ, এবার থেকে খবরদার ফুলশার্ট ছাড়া আর কিছু কিনো না।
Delete