কুইজঃ গল্পটা কী? (উত্তর প্রকাশিত)
কাজ খুবই সোজা। নিচের পনেরোটা ক্লু-এর মধ্যে থেকে পনেরোটা গল্পের/ বইয়ের নাম খুঁজে বার করা। প্রশ্নকর্তা খুবই অপটু কি না, তাই প্রতিটি ক্লু দিতে গিয়েই মিসটেক করে বসেছেন। কিন্তু তাঁর অফিস যাওয়ার সময় হয়ে যাচ্ছে, মিসটেক ঠিক করার আর সময় নেই। উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে মিসটেকও আপনাদেরই ঠিক করে নিতে হবে। কাজেই লেগে পড়ুন। চব্বিশ ঘণ্টা পর উত্তর প্রকাশিত হবে। ততক্ষণের জন্য কমেন্ট মডারেশন চালু রইল।
অল দ্য বেস্ট।
*****
১. ল
লে লা লা ই রে র দু ঘ আ
২. র য়া
চা টা থা রি ই ক
৩. জা হা ক ম র ণ বি ত স্থ
৪. র য়ে তো নে চে মে ম য়ে
৫. ও কে বি ণী অ না রা শ
৬. র ক য়ী য়া ম দ মা থা
*৭. যা বা ই বি ড়ি লে দ ব
৮. কো রা দা ন হ জা শা শু দা
৯. মি ন রী হা বা ব আ ও বে
১০. জ ব ঙ্গী মি না ন মা
১১. না খো ল্য ব য়া মা
১২. রী হে র হ্র মু বে সা কে ন্সী
১৩. ক ক ক ক শ শ ত থ দ এ
১৪. দে খি ল দে হ পা ক ষ্ট ল র
১৫. য ম গ ষ্ট র্ভ অ
*****
উত্তর
১. আলালের ঘরের দুলাল (প্যারীচাঁদ মিত্র)
২. চার ইয়ারি কথা (প্রমথ চৌধুরী)
৩. মহাস্থবির জাতক (প্রেমাংকুর আতর্থী)
৪. মনের মতো মেয়ে (বুদ্ধদেব বসু)
৫. রাণী ও অবিনাশ (সুনীল গঙ্গোপাধ্যায়)
৬. দয়াময়ীর কথা (সুনন্দা সিকদার)
৭. বাড়ি বদলে যায়(রমাপদ চৌধুরী)
৮. শাহজাদা দারাশুকো (শ্যামল গঙ্গোপাধ্যায়)
৯. আমি ও বনবিহারী (সন্দীপন চট্টোপাধ্যায়)
১০. মানবজমিন (শীর্ষেন্দু মুখোপাধ্যায়)১১. খোয়াবনামা (আখতারুজ্জামান ইলিয়াস)
১২. কেরী সাহেবের মুন্সী (প্রমথনাথ বিশী)
১৩. একক দশক শতক (বিমল মিত্র)
১৪. হলদে পাখির পালক (লীলা মজুমদার)
১৫. অষ্টম গর্ভ (বাণী বসু)
*সাত নম্বর ক্লু দিতে আমার ভুল হয়েছিল। নামটা 'বাড়ি বদলে যায়' হবে। আমি 'বাড়ি বদলে যাই' হিসেবে ক্লু দিয়েছিলাম। নিতান্ত দুঃখিত।
১ আলালের ঘরের দুলাল
ReplyDelete২. চার ইয়ারি কথা
৩. মহা স্থবিরজাতক
৪. র য়ে তো নে চে মে ম য়ে
৫. ও কে বি ণী অ না রা শ
৬. দয়াময়ীর কথা
৭. যা বা ই বি ড়ি লে দ ব
৮. শাহজাদা দারাশুকো
৯. মি ন রী হা বা ব আ ও বে
১০.মানবজমিন
১১. না খো ল্য ব য়া মা
১২. কেরী সাহেবের মুন্সী
১৩.একক দশক শতক
১৪. দে খি ল দে হ পা ক ষ্ট ল র
১৫. অষ্টম গর্ভ
বাকি গুলো দেখছি হয় কিনা । তোমার মিস্টেক করার স্টাইল টা বেশ ।
মিঠু
১১ খোয়াবনামা
ReplyDeleteমিঠু
দশটা পেরেছ মিঠু! কেয়া বাত, কেয়া বাত। কনগ্র্যাচুলেশনস। খেলার জন্য অনেক ধন্যবাদ।
Deleteঅনেকদিন অবান্তরে আসা হয়নি, আর এসেই দেখি কুইজ! আহা! অনেকদিনের অনভ্যাসে ফর্মের অবশ্য দফা রফা। একটা তো পারিইনি, কয়েকটা আবার গোঁজামিল দিতে হল! যাই এখন বাকি জমে থাকা পোস্টগুলো একে একে সাবাড় করি।
ReplyDelete১. আলালের ঘরে দুলাল
২. চার ইয়ারি কথা
৩. মহাস্থবির জাতক
৪. ?????
৫. রাণী ও অবিনাশ
৬. দয়াময়ীর কথা
৭. বাড়ি বদলে যায় (?)
৮. শাহজাদা দারাশুকো
৯. আমি ও বনবিহারী (?)
১০. মানবজমিন (?)
১১. খোয়াবনামা
১২. কেরী সাহেবের মুন্সী
১৩. একক দশক শতক
১৪. হলদে পাখির পালক (?)
১৫. অষ্টম গর্ভ
পিয়াস, যথারীতি অসম্ভব ভালো পারফরম্যান্স। তোমার উত্তর পাচ্ছিলাম না বলে একটু মনটা খারাপ লাগছিল। সকালবেলা উঠে অপেক্ষারত কমেন্টের লিস্টে তোমার নাম দেখে যে কী খুশি হয়েছি। থ্যাংক ইউ।
Delete15.ashtam garbho - ekta jo extra
ReplyDelete8. shahajada darashuko - n extra
ঠিক ঠিক অমৃতরূপা। এই ছেলেমানুষি খেলায় অংশগ্রহণ এবং অবান্তরে প্রথম কমেন্ট, দুটোর জন্যই অনেক ধন্যবাদ।
Deleteবাজে পার্ফর্মেন্স।
ReplyDelete১. আলালের ঘরের দুলাল
৩. মহাস্থবির জাতক
৮. শাহজাদা দারাশুকো
১০. মানবজমিন
১১. খোয়াবনামা
১২. কেরী সাহেবের মুন্সী
১৩. একক দশক শতক
১৫. অষ্টম গর্ভ
আরে নো প্রবলেম। পার্টিসিপেশনই আসল না কী যেন বলে সবাই। খেলার জন্য অনেক ধন্যবাদ।
Delete