শনিরবি





Comments

  1. ami je chabitar katha bolechilam seta kothay suni ???2nd photota ta khub sundar hoyeche...ar ei khadyadrabyo gulor naam ki?

    ReplyDelete
    Replies
    1. সরি তিন্নি, তোর বলা ছবিটা তুলে দেওয়ার লোক পাওয়া যায়নি। আর এই খাদ্যদ্রব্যগুলোর নাম নেই। ফ্রিজে যা যা ছিল তাই তাই দিয়ে বানানো। প্রথমটা পর্ক এবং টমেটো, দ্বিতীয় এবং তৃতীয়টা পাঁউরুটি, পালংশাক, হ্যাম এবং ডিম।

      Delete
  2. আপনার থেকে ইন্স্পায়ার্ড হয়ে আমিও ফুড ফোটোগ্রাফি ধরব ভাবছি।

    ReplyDelete
    Replies
    1. ধরে ফেলুন ধরে ফেলুন। আপনার হাতের ফাসক্লাস রান্না খেতে না পারি, দেখে চক্ষু সার্থক করা যাবে।

      Delete
  3. khabar chhobi darun . ar prodip jalanor chhobita Sondhipujor chhobi nischoi :-) , khub sundor.

    ReplyDelete
    Replies
    1. হ্যাঁ সন্ধিপুজোর ইচ্ছাডানা। ছবি দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু খুব ঘটনাবহুল ছিল সময়টা। কেউ কেউ স্বার্থপরের মতো একটার বেশি প্রদীপ জ্বালিয়ে দিচ্ছিলেন, অমনি পেছন থেকে পাহারারত কর্মকর্তা চেঁচিয়ে বলছিলেন, পার হেড একটা, পার হেড একটা, সকলকে সুযোগ দিন, সর্বজনীন পুজো, সকলের পুজো...সকলের এই পুজোয় প্রদীপ জ্বালানোর সমান অধিকার... ইত্যাদি ইত্যাদি।

      Delete

Post a Comment