কুইজঃ সুকুমার রায় (উত্তর প্রকাশিত)



আমার প্রিয় (প্রিয়তমও হতে পারে) লেখকের লেখা নিয়ে থেকে আজকের কুইজ। প্রশ্ন বানাতে গিয়ে গল্পগুলো আবার পড়া হল আর সেই সঙ্গে অনেকদিন পর পেট ভরে হাসাও হল। অবান্তরের পাঠক হিসেবে আপনারা অজান্তে আমার কত উপকারই যে করেন, তা আপনারা নিজেও জানেন না।

চব্বিশ ঘণ্টা সময় আছে, কিন্তু আপনাদের পক্ষে চব্বিশ মিনিটই যথেষ্ট আমি জানি। দেশে বুধবার সকাল সাড়ে চারটে পর্যন্ত আর নিউ ইয়র্কে মঙ্গলবার সন্ধ্যে সাতটা পর্যন্ত কমেন্ট পাহারা দেব আমি, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হবে।

অল দ্য বেস্ট।

*****

১. হিংসুটে ভিজেবেড়াল ফার্স্ট বয় জগবন্ধুর গ্রামার বই বদলে যে বই রেখে দিয়েছিল দাশরথি, তার হিরোর নাম কী ছিল?

২. ‘এটা কি এঁকেছ? মন্দিরের সামনে শেয়াল ছুটছে?, কালাচাঁদ বলল, ‘না না, মন্দির কোথায়? ওটা হল রথ। আর এগুলো তো শেয়াল নয় – রথের ঘোড়া।’ আমি বললাম, ‘সূর্যটাকে কালো করে এঁকেছ কেন? আর ঐ চামচিকেটা লাঠি নিয়ে ডিগবাজি খাচ্ছে কেন?’ কালাচাঁদ বলল, ‘আহা তা কেন? ওটা তো সূর্য নয়, সুদর্শন চক্র। দেখছ না কৃষ্ণের হাতে রয়েছে? আর তালগাছ কোথায় দেখলে? ওটা তো অর্জুনের পতাকা! আর ঐগুলোকে বুঝি পদ্মফুল বলছ? ওগুলো দেবতা – খুব দূরে আছেন কিনা তাই ছোট ছোট দেখাচ্ছে। আর এই বুঝি চামচিকে হল, এটা তো গরুড়পাখি! একটা সাপকে তাড়া করছে।’ আমি বললাম, ‘তা হবে। আমি ও সব বুঝিটুঝি না। আচ্ছা, ঐ কালো কাপড় পরা মেয়েমানুষটি যে ওদের মারতে আসছে ওটি কে?’ কালাচাঁদ বলল, ‘তুমি তো আচ্ছা মুখ্যু হে! ওটা গাছে আগুন লেগে ধোঁয়া বেরুচ্ছে বুঝতে পারছ না? অবাক করলে যে!’

কালাচাঁদ আসলে কীসের ছবি এঁকেছিল?

৩. রামলাল রায় ছিলেন
ক) সোনারপুর
খ) লোহারপুর
গ) তামারপুর
-এর জমিদার।

৪. দাশুর তালাচাবি দেওয়া বাক্সের ভেতর ন্যাকড়ার ফালি জড়ানো কাগজের পোঁটলার ভেতর কাগজের বাক্সের ভেতরের ছোট পোঁটলার মধ্যে কার্ডের একদিকে লেখা ছিল ‘অতিরিক্ত কৌতূহল ভালো নয়।’ আরেকদিকে?

৫. নতুন পণ্ডিত হরিপ্রসন্ন ভেবে কাকে ধরে পেটাচ্ছিলেন? 

৬. কোন সাবজেক্টে ফার্স্ট হওয়া সত্ত্বেও স্রেফ কপাল মন্দ হওয়ার জন্য নন্দলালের প্রাইজ ফসকে গিয়েছিল?

৭. ‘সে যখন দেড় বিঘৎ চওড়া কলার আঁটিয়া, রঙিন ছাতা মাথায় দিয়া, নতুন জুতার মচমচ শব্দে গম্ভীর চালে ঘাড় উঁচাইয়া স্কুলে আসিত, তাহার সঙ্গে পাগড়িবাঁধা তক্‌মা-আঁটা চাপরাশি এক রাজ্যের বই ও টিফিনের বাক্স বহিয়া আনিত, তখন তাহাকে দেখাইত ঠিক যেন পেখমধরা ময়ূরটির মত! স্কুলের ছোট ছোট ছেলেরা হাঁ করিয়া অবাক হইয়া থাকিত, কিন্তু আমরা সবাই একবাক্যে বলিতাম, “____”।’

৮. জগ্যিদাসের কোন আত্মীয় ‘রামভজন’ বলে চাকরকে ডাক দিলে ঘরবাড়ি সব থরথর করে কেঁপে উঠত?

৯। মুচিরা যখন যতীনকে দিয়ে জুতো সেলাই করাচ্ছিল, পাঁচতলা বাড়ি সিঁড়ি বেয়ে ওঠাচ্ছিল নামাচ্ছিল, দরজিদের ধমক খেয়ে যতীনকে যখন নিজের কাপড় নিজেই সেলাই করতে হচ্ছিল, আর ক্ষিদে পেলে পেনসিল খেতে দিচ্ছিল, তখন সেই অত্যাচার থেকে কে যতীনকে বাঁচিয়েছিল?

১০. ___ ছাগলের একহাত ___,
অপরূপ রূপ তার যাই বলিহারি!
উঠানে দাপটি করি নেচেছিল কাল
তারপর কি হইল জানে ___।


*****


উত্তরঃ

আমি আর খাটুনি করে লিখছি না, নিচের মন্তব্যগুলো পড়ে নিলেই সবাই ঠিক উত্তর জেনে যাবেন।


Comments

  1. ১. যশোবন্ত দারোগা
    ২. খান্ডব দাহন
    ৩. লোহারপুর
    ৪. কাঁচকলা খাও
    ৫. হেডমাস্টার মশাই
    ৬. সংস্কৃত
    ৭. চালিয়াৎ
    ৮. মামা
    ৯. ঘুড়ি
    ১০. পাঁড়েজির, দাড়ি, শ্যামলাল

    ReplyDelete
    Replies
    1. অফ কোর্স, একশোয় একশো। আমি তো হয়েইছি, পাগলা দাশু দেখলে আরও খুশি হতেন। অনেক অনেক অভিনন্দন।

      Delete
  2. ১। যশবন্ত দারোগা
    ২। খাণ্ডব দাহন
    ৩। লোহারপুর
    ৪। কাঁচকলা খাও
    ৫। হেড মাস্টার - নাম মনে নেই
    ৬। সংস্কৃত
    ৭। চালিয়াত
    ৮। মামা
    ৯। ঘুড়ি
    ১০। পাঁডেজি, দাড়ি, শ্যামলাল

    ReplyDelete
    Replies
    1. এই কুইজে সব্বাইকে একশোয় একশো দিতে পেরে আমার বুক গর্বে ফুলে উঠছে। অনেক অভিনন্দন সোমনাথ। আর ধন্যবাদ তো থাকেই, এবারেও রইল।

      Delete
  3. 1.joshobont daroga, lomhorshok detective natok
    2.khandob dohon
    3.loharpur
    4.kachkola khau
    5.headmaster
    6.hosot hosot hosonti
    7.chaliyat
    8.mama
    9.ghuri
    10.parejir chagoler ekhat dari
    aporup rup tar jai bolihari
    uthane dapot kori nechechile kal
    tarpor ki hoilo jane shyamlal

    ReplyDelete
    Replies
    1. হসত হসতি হসন্তি, আমার মুখটাও এখন হাসি হাসি অর্ণব। খেলার জন্য অনেক অনেক ধন্যবাদ আর একশোয় একশো পাওয়ার জন্য অনেক অনেক অভিনন্দন।

      Delete
  4. 2.khandob dahon
    3.loharpur
    4.kachkola khao
    5.headsir
    6.sanskrit
    7.chaliyat
    8.mama
    9.ghuri
    10.pareji,ramlal
    * 1 er answer ta thik mone nei,some ekjon daroga bodhoy sei goyenda golper boi er nayok..

    ReplyDelete
    Replies
    1. এই যাঃ, এক্ষুনি একটা উত্তর লিখলাম যেন মনে হল, সেটা কোথায় গেল কে জানে।

      এনিওয়ে, ঋতম, প্রথম উত্তরটা তো আপনি এতক্ষণে জেনেই গেছেন, যশোবন্ত দারোগা, আর পাঁড়েজির দাড়িওয়ালা ছাগলের গুঁতো খেয়ে যিনি খানায় পড়েছিলেন তিনি শ্যামলাল। বাকি সব ঠিক, কাজেই অনেক অনেক অভিনন্দন। আর খেলার জন্য অনেক ধন্যবাদ।

      Delete
  5. 1. yashobant daroga
    2. khandob dahan
    3. loharpur
    4. kanchkala khao
    5. head master mashai
    6. sanaskrito
    7.chaliyat
    8.mama
    9 ghuri
    10.Shyamlal

    ReplyDelete
    Replies
    1. একশোয় একশো, দেবশ্রী। অনেক অনেক অভিনন্দন আর থ্যাংক ইউ।

      Delete
    2. Shukumar Ray shamagra abar kinechi Pune-te Durgapujor boimela theke. eta konna-r jonno. ei ashadharan boi-tar or o to ekta nijossho shangraha thaka uchit...ki balo...

      Delete
    3. এটা খুব খুব জরুরি কাজ করেছ দেবশ্রী। বাংলা পড়তে জানা বাচ্চার মানসিক বিকাশের জন্য সুকুমার রায় অত্যাবশ্যক। নিজস্ব সংগ্রহের কথাটাও আমি ভীষণ মানি। আমার রিষড়ার বাড়িতে যে বইটা ছিল, বাবামায়ের মুখ চেয়ে সেটা না এনে এখানে আমাদের জন্য আরেকটা কিনে নিয়েছি।

      Delete
  6. ধুস্‌। বড্ড শিশুসুলভ।

    ReplyDelete
    Replies
    1. যাক, একজন সত্যিটা স্পষ্ট করে বলেছে।

      Delete
  7. ১ যশোবন্ত দারোগা
    ২ খান্ডবদাহন
    ৩ লোহারপুর
    ৪ কাঁচকলা খাও
    ৫ হেডমাস্টার মশাই
    ৬ সংস্কৃত
    ৭ চালিয়াত
    ৮ মামা
    ৯ ঘুড়ি
    ১০ পাঁড়েজির, দাড়ি, শ্যামলাল

    ReplyDelete
    Replies
    1. একশোয় একশো পেয়েছেন দেবাশিস। সেই একজন বিশ্বনিন্দুক ছিল, যে নেমন্তন্ন বাড়িতে গিয়ে বলত, রান্না ভালো হয়েছে, কিন্তু আরেকটু নুন বেশি হলেই খারাপ হয়ে যেত, তেমনি করে আমিও বলছি, একশো পেয়েছেন বটে, কিন্তু না পেলে ভয়ানক হতাশ হতাম।

      অনেক ধন্যবাদ খেলার জন্য।

      Delete
  8. ১) যাহ, মনে পড়ছে না।
    ২) খাণ্ডব দাহন
    ৩) লোহারপুর
    ৪) কাঁচকলা খাও
    ৫) হেডমাস্টারমশাই
    ৬) সংস্কৃত
    ৭) চালিয়াত
    ৮) মামা
    ৯) ঘুড়ি (?)
    ১০) পাঁড়েজীর, দাড়ি, শ্যামলাল

    ....অভীক

    ReplyDelete
    Replies
    1. যশোবন্ত দারোগা - লোমহর্ষক ডিটেকটিভ নাটক, অভীক। আমার ছোটবেলা থেকেই ওই নাটকটা পড়ার যে কী ইচ্ছে, কী বলব। আপনার বাকি উত্তর সব ঠিক। অনেক অভিনন্দন, আর ছেলেমানুষি খেলায় নাম দেওয়ার জন্য অনেক অভিনন্দন।

      Delete
  9. অ্যাপার্টমেন্ট পাল্টানোর চক্করে মাসখানেক অ্যাবসেন্ট ছিলুম। ভাগ্যিস এক বন্ধু কুইজের খবরটা জানালো সময়মত।

    ১. যশোবন্ত দারোগা

    ২. খাণ্ডববন দাহন

    ৩. লোহারপুর

    ৪. 'কাঁচকলা খাও'

    ৫. হেডমাস্টারকে

    ৬. "আজ্ঞে সংস্কৃত — না সংস্কৃত নয়"

    ৭. চালিয়াৎ

    ৮. মামা

    ৯. ঘুড়ি

    ১০. পাঁড়েজির, দাড়ি, শ্যামলাল

    ReplyDelete
    Replies
    1. "আজ্ঞে সংস্কৃত — না সংস্কৃত নয়"---এই লাইনটা বাংলা সাহিত্যের আরেকটা জেম, বল পিয়াস? তোমার উত্তর নিয়ে আর কিছু বলছি না, কনগ্র্যাচুলেশনস আর থ্যাংক ইউর পালা চট করে সেরে নিয়ে জিজ্ঞাসা করি, মুভিং-এর হ্যাপা কেটে গেছে শুনে আমিই হাঁফ ছাড়ছি। এখন নতুন বাড়িতে আরাম কর।

      Delete
    2. তা তো বটেই। ওই রোগামত লাল বইটা এমন আরো কত জেমে যে ঠাসাঠাসি!
      মুভিং আর আরামের পালা সাঙ্গ হয়েছে, তবে নতুন বাড়ি গোছানো এখনো কিছুটা বাকি।
      বাই দ্য ওয়ে, সুমনকে নিয়ে লেখাটা পড়তে পড়তেই মনে হল শুধু সুমনের গান নিয়েই একটা ভাল কুইজ হতে পারে কিন্তু!

      Delete
    3. রোগামত লাল বইটা গত সপ্তাহ জুড়ে টেবিলে, খাটে, ফ্রিজের ওপর ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, এই সবে বুককেসে ফিরে গেছে। সুমনের গানের কুইজের আইডিয়াটা ভালো দিয়েছ পিয়াস, দাঁড়াও ভাবি।

      Delete
  10. সুকুমার সেই ছোটো বেলায় পাশের বাড়ির এক দাদার কাছ থেকে চেয়ে এনে শেষ করে দিয়েছিলাম।এখন সব ভুলে গেছি।
    একটাও উত্তর পারবোনা।
    ভাবছি টাকা গুছিয়ে সমগ্র টা কিনেই ফেলব।

    ReplyDelete
    Replies
    1. আমি সাধারণত টাকা খরচ করতে কাউকে উৎসাহ দিই না, তবে সুকুমার সমগ্র কেনার ব্যাপারটায় তোমাকে দিচ্ছি অনুজিৎ। ওটা তোমার সারাজীবনের সম্পদ হবে, তোমার সন্তানসন্ততির, তাদের সন্তান্সন্ততিরও সম্পদ হবে। ওটা জোগাড় করেই ফেলো।

      Delete
  11. বাবা! ওতো ভাবছিনা। এখন শুধু আমার নিজের জন্য কেনার ইচ্ছা।
    আর আমাকে কেনার উত্‍সাহ দেওয়ার জন্য তোমাকে অনেকটা ধন্যবাদ।
    কেনা হলেই তোমাকে জানাব দিদি।

    ReplyDelete

Post a Comment