সাপ্তাহিকী



undefined
আলোকচিত্রীঃ Réka Zsimon


What you can't take with you, better to use here.
                         ---Confucius (Most probably)


বয়সের কথাই যখন হচ্ছে, তখন আপনার জন্মদিনের বৃত্তান্ত নিয়েও হোক। 

সারা জেসিকা পার্কারের এই ইন্টারভিউটা আমার বেশ পছন্দ হয়েছে।


ঘোরাঘুরির টিপস নিতে হলে এঁর থেকে নিলেই হয়।

অনেকেই স্ত্রীসন্তানকে নিজের বই উৎসর্গ করেন, তবে এই কারণে নয়।

মিলিটারিতে শুধু যুদ্ধ করা শেখায় কে বলল? টি শার্ট ভাঁজ করার শিক্ষাটা আমার বেশি মনে ধরেছে।

৬ই জুন, ১৯৪৪। নরম্যান্ডির কূলে এসে নামল মিত্রপক্ষের সেনা। নাৎজি বাহিনীর পরাজয়ের সেই শুরু। সদ্য পার হল সেই ‘ডি-ডে’র সত্তরতম বার্ষিকী। সেই উপলক্ষে অনেক লিংক ভেসে ভেসে বেড়াচ্ছে ইন্টারনেটে। আমার এইটা পছন্দ হল। তখন আর এখন।

The way we’re working isn’t working. সেই জন্যই কি কাজ করতে গেলে গায়ে জ্বর আসে?



আপনি কি ভেবেছিলেন ফরেস্ট গাম্প শুধু সিনেমাতেই হয়? এঁকে দেখলে আপনার ভুল ভাঙবে। চল্লিশ দিনে চল্লিশটা ম্যারাথন দৌড়েছেন ভদ্রলোক।

ফোটো তোলায় উৎসাহী? এই পরামর্শগুলো কাজে লাগতে পারে।

যদি কেউ বাংলা গদ্যসাহিত্যের সেরা দশটি বাক্য বেছে বার করতে বলে? কী কঠিন কাজ, বাপরে। তবে দশের মধ্যে একটাকে যে ‘আবার সে এসেছে ফিরিয়া’ হতেই হবে সেটা বলে দেওয়া অবশ্য খুবই সোজা।

আমার ঠাকুমা সর্বক্ষণ বলেন, খালি পায়ে ঘাসের ওপর হাঁটলে নাকি চোখ ভালো থাকে। ঠাকুমার মনে শান্তি দিতে ভাবছি এই চটিটা কিনে পরব।


হীরে চাই না, আকাশ থেকে সাধারণ H2O ঝরলেই আমি এখন বেঁচে যাই।

লোকের শরীরের ভঙ্গি দেখে তার মন পড়ার চেষ্টা আমার অন্যতম ফেভারিট খেলা।

ছোটবেলায় বেড়াতে গেলেই যাদের শরীর খারাপ হত, আগরতলায় গিয়ে হাম, দার্জিলিং-এ গিয়ে টাইফয়েড, শিমূলতলায় গিয়ে প্রাণঘাতী পেটব্যথা---একমাত্র তারাই বুঝবে আমার যন্ত্রণাটা। বড়বেলায় এখনও হয়নি, কিন্তু হতে কতক্ষণ। তাই ভাবছি এইবেলা EU-তে একটা চাকরি খুঁজি।

এই মার্কেটিং-এর বাজারে, বিনা বিজ্ঞাপনে বিশ্বের এক নম্বর হওয়া? কে বলে হয় না?

এই গানটা ক’দিন ধরে মাথায় ঘুরঘুর করছে। আপনাদের ভালো লাগবে এই আশায় সাপ্তাহিকীতে জুড়ে দিলাম।


Comments

  1. কত বিক্ষিপ্ত সব চিন্তাধারা
    উদ্ভ্রান্ত, নাকি শুধু আত্মহারা ?

    ReplyDelete
    Replies
    1. উদ্ভ্রান্ত তো বটেই, শান্ত সমাহিত আর হতে পারছি কই, কিন্তু আপনি একটা ভালো আইডিয়া দিয়েছেন, এই উদ্ভ্রান্তিটাকে আত্মহারা বলেও চালিয়ে দেওয়া যায়। থ্যাংক ইউ।

      Delete
  2. এবারের লম্বা সাপ্তাহিকীতে অনেক ভালো ভালো জিনিস দিয়েছেন বটে, কিন্তু প্রথমটা দেখার পর থেকে আমার মাথায় আর কিছুই ঢুকলনা। প্রথম রাউন্ড-দ্য-ওয়ার্ল্ড ফ্লাইট আমার জন্মের বেশি কাছে আজকের থেকে! ভাবা যায়? আমি ভয়ানক মুষড়ে পরেছি ওটা দেখে। একমাত্র নরম্যান্ডির চেহারা প্রায় পাল্টায়নি, কিন্তু বাকি পৃথিবীটা বড্ড পাল্টে গেছে। বুড়ো হয়েছি বুড়ো হয়েছি বলি বটে, কিন্তু একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া কতটা বুড়ো হয়েছি, এটা একটু কষ্টকর।

    ReplyDelete
    Replies
    1. আহা, বুড়ো হলেই তো ভালো। চালাকি কমবে, বোকামি কমবে, হিংসে, ভয়, শয়তানি কমে কমে শেষে একটি জড়ভরতে পরিণত হব। আপাদমস্তক সুবোধ, শান্তশিষ্ট জড়ভরত। তাও যদি আপনার নিজের বয়স নিয়ে টেনশন হয়, তাহলে আপনি আমার বয়সটার কথা ভাববেন, দেখবেন টেনশন ধাঁ করে কমে গেছে।

      Delete
  3. EI CHOTI CHOLBENA KARON GHASE HATA MANE SISIR JUKTO GHAS, PERMANENTLY CRAFTED GHAS NOY. BUJHLE NATNI?

    ReplyDelete
    Replies
    1. হাহা, বুঝেছি বুঝেছি।

      Delete

Post a Comment