সাপ্তাহিকী



কুপিত কিউব্রিক। (বিম্ববতীর দৌলতে।)

Football is a simple game; 22 men chase a ball for 90 minutes and at the end, the Germans win.
      ---Gary Linekar, উনিশশো নব্বইয়ের বিশ্বকাপে ফাইনালে জার্মানির কাছে হারার পর।



মানুষকে যখন জোর করে পুতুলের মতো বানিয়ে রাখার চেষ্টা।

আমার চেনা অনেককেই বলতে শুনেছি হলে সিনেমা দেখতে যাওয়ার প্রধান আকর্ষণ সিনেমাটা নয়, সিনেমা শুরু আগে যে ট্রেলর দেখানো হয় সেইগুলো। সেই ট্রেলর কী করে এল, কোথা থেকে এল, জানতে হলে ক্লিক করুন।

কিছু কিছু লোক জন্মায়ই ভাগ্যবান হয়ে। তারা না পড়েও নম্বর পায়, টিকিট কিনলেই লটারি জেতে, প্লেনে উঠলেই এয়ারহোস্টেস হাসি হাসি মুখে তাদের এসে বলে, দাদা আপনার টিকিট আপগ্রেড হয়ে বিজনেস হয়ে গেছে। বলাই বাহুল্য, আমি এদের মধ্যে পড়ি না। নম্বর আর লটারির মোহ আমার আর নেই, কিন্তু ইকনমির পয়সায় বিজনেস ট্র্যাভেলের সুপ্ত ইচ্ছেটা এখনও আছে। এখনও কারও টিকিট আপগ্রেডেড হয়েছে শুনলে হিংসের আলতো খোঁচা টের পাই। এই ছবিগুলো দেখে সে খোঁচা একটু কমল। যতই কপাল ভালো হোক, এমন বিজনেস ক্লাসে তো আর চড়তে পাবে না।

আজ দুপুরেই 3-D চশমা পরে How To Train Your Dragon 2 দেখে এলাম। এসে দেখি এরা খবরের কাগজে 3-D বিজ্ঞাপন বানিয়ে ফেলেছে। 

সর্বনাশ করেছে। মোটে এইক'টা সপ্তাহ বাকি?

নাঃ, সময় বাঁচাতে এক্ষুনি সকালে আরও একঘণ্টা আগে ওঠা প্র্যাকটিস করতে হবে। আর সে জন্য আমার চাই হিউম্যান অ্যালার্ম ক্লক।


আনন্দমেলার প্রথম সংখ্যা দেখতে কেমন ছিল কারও জানা আছে?

লিস্টের বাকি আবিষ্কারদের কথা জানি না, গুটেনবার্গের আবিষ্কারটার ব্যাপারে বলতে পারি, ওটা পঞ্চাশ কেন, পৃথিবীর সর্বকালের সেরা তিনটে আবিষ্কারের মধ্যেও হেসেখেলে জায়গা পাবে।



ফোটোগ্রাফি-উৎসাহীদের উদ্দেশ্যেঃ এর মধ্যে কোনও রোগ আপনার আছে নাকি?

It is rather anonymous as a typeface . . . it isn’t showy and making you look  at it . . . it is a typeface that is easy to read . . . it speaks clearly and pronounces itself with intent.
It is Times New Roman. আমার প্রিয়তম টাইপফেস/ফন্ট।

আমার চেনা একজনের Nomophobia আছে। আর আমার আছে Hippopotomonstrosesquipedaliophobia.

আপনি কি আমার মতো অচিরেই পলিথিন ব্যাগের পাহাড়ের নিচে চাপা পড়তে চলেছেন, কিন্তু আমারই মতো ‘পাছে কাজে লাগে’ ভয়ে সেগুলো ছুঁড়ে ফেলে দিতে পারছেন না? তাহলে এই ট্রিকটা আপনার কাজে লাগলেও লাগতে পারে।

পৃথিবীর দ্বিতীয় সুস্বাদুতম আইসক্রিম যিনি বানিয়েছেন, সেই Jenni Britton Bauer-এর একটি দিন।

এবার বিশ্বকাপ নিয়ে কিছু কথা হয়ে যাক। বিশ্বকাপ নিয়ে বেশি জানেন না বলে কমপ্লেক্সে ভুগছেন কি? তাহলে এই লিংকটা আপনার কাজে লাগবে। (স্পেনসংক্রান্ত টোটকাটা ইগনোর করবেন) (আবার সুগতর দৌলতে)

চিলি আর মেক্সিকোর খেলোয়াড়দের জন্য আমার সহানুভূতি রইল।

সবশেষে এ সপ্তাহের জন্য রইল একটি সময়োপযোগী সংগীত।


Comments

  1. Amar Benkinersophobia chilo ek kale...thuri ekhono ache...

    ReplyDelete
    Replies
    1. এমন সুন্দর ফোবিয়াটার কথা আগে জানতাম না! যত সব অকাজের ইনফরমেশন দিয়ে মগজ ভর্তি করে রেখেছি, কাজের কথা কিছুই জানা হয়নি। জানিয়ে দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, অর্ণব।

      Delete
  2. ইয়ে, লিনেকারের কমেন্টটা বিশ্বকাপ সেমিফাইনালে হারার পর। ফাইনালে জার্মানির কাছে আর্জেন্টিনা হেরেছিল।

    ReplyDelete
    Replies
    1. অ্যাল্‌ . . . ঠিক করে দিচ্ছি এক্ষুনি। থ্যাংক ইউ ভেরি মাচ, দেবাশিস।

      Delete

Post a Comment