একটি জরুরি শনাক্তকরণিকা



অ্যানিম্যাল ক্র্যাকার আমার প্রিয়তম বিস্কুট। ব্রিটানিয়া ক্রিম ক্র্যাকারের থেকেও আমি অ্যানিম্যাল ক্র্যাকার খেতে বেশি ভালোবাসি। কিন্তু খুব অস্বস্তি হয় যখন যে জন্তুটাকে খাই সেটাকে চিনতে পারি না। সে সমস্যা এবার ঘুচল। ছবি দেখে এটাও বুঝলাম যে সমগ্র বিস্কুটরূপী-জানোয়ারকুলে আমার প্রিয়তম হচ্ছে হিপো। 




Comments

  1. এই বিস্কুট গুলো আমারও খুব পছন্দের | কিন্তু এখনও এগুলো পাওয়া যায়? আমি তো সেই ছোটবেলায় খেয়েছিলাম | এখন তো দেখতেই পাই না !!

    ReplyDelete
    Replies
    1. যায় যায়, অপরাজিতা।

      Delete

Post a Comment