একটা ছোট্ট গল্প
যখন অবান্তর শুরু করেছিলাম, বা বলা ভালো শুরু হয়েছিল নিজে নিজেই, তখন তো কোনও স্পষ্ট ধারণা ছিল না যে ব্যাপারটা কী দাঁড়াতে চলেছে, অনেকটাই এর দেখে তার দেখে এগোনো। একজনের দেখে দেখে লে-আউট খানিকটা টুকলাম তো আরেকজনের দেখে দেখে গ্যাজেট অ্যাড করলাম। এই ভাবে কুড়িয়েবাড়িয়ে যে সব জিনিসপত্র জোগাড় হয়েছিল সেগুলোর কয়েকটা টিকে গেছে, কয়েকটা আপনা থেকেই বিদেয় হয়েছে। অবান্তরের আদ্যিকালের পাঠকরা হয়ত মনে করতে পারবেন, অবান্তরে একসময় ট্যাগ/লেবেল ব্যাপারটা ছিল। প্রতিটি পোস্টের নিচে লেখা থাকত, এইটা ‘বাজে গল্প’, এইটা ‘আমাদের আমলে’ সব কী ভালো ছিল সেই নিয়ে ‘কাঁদুনি’, এইটা ‘নিন্দেমন্দ’ । ব্লগের ডানদিকে সেই সব লেবেলের একটা লম্বা তালিকা থাকত যেটা দেখা বোঝা যেত আমি ক’টা বাজে গল্প লিখেছি, ক’টাতেই বা কাঁদুনি গেয়েছি, ক’খানা পোস্টেই বা পরনিন্দার বান ডেকেছি। অচিরেই বুঝতে পারলাম যে অবান্তরের সব গল্পই আসলে বাজে । তাই আর বেকার বাছাবাছির চক্করে না গিয়ে গোটা ব্যাপারটাকেই উড়িয়ে দেওয়া হল । সেই ট্যাগ বা লেবেলের ভিড়ে একটা লেবেল ছিল ‘বেঁটে বজ্জাত’। আমি ভেবেছিলাম বাচ্চা এত ভালোবাসি যখন, অবান্তরে নিশ্চয় বাচ্...