Posts

Showing posts from October, 2012

একটা ছোট্ট গল্প

যখন অবান্তর শুরু করেছিলাম, বা বলা ভালো শুরু হয়েছিল নিজে নিজেই, তখন তো কোনও স্পষ্ট ধারণা ছিল না যে ব্যাপারটা কী দাঁড়াতে চলেছে, অনেকটাই এর দেখে তার দেখে এগোনো। একজনের দেখে দেখে লে-আউট খানিকটা টুকলাম তো আরেকজনের দেখে দেখে গ্যাজেট অ্যাড করলাম। এই ভাবে কুড়িয়েবাড়িয়ে যে সব জিনিসপত্র জোগাড় হয়েছিল সেগুলোর কয়েকটা টিকে গেছে, কয়েকটা আপনা থেকেই বিদেয় হয়েছে। অবান্তরের আদ্যিকালের পাঠকরা হয়ত মনে করতে পারবেন, অবান্তরে একসময় ট্যাগ/লেবেল ব্যাপারটা ছিল। প্রতিটি পোস্টের নিচে লেখা থাকত, এইটা ‘বাজে গল্প’, এইটা ‘আমাদের আমলে’ সব কী ভালো ছিল সেই নিয়ে ‘কাঁদুনি’, এইটা ‘নিন্দেমন্দ’ । ব্লগের ডানদিকে সেই সব লেবেলের একটা লম্বা তালিকা থাকত যেটা দেখা বোঝা যেত আমি ক’টা বাজে গল্প লিখেছি, ক’টাতেই বা কাঁদুনি গেয়েছি, ক’খানা পোস্টেই বা পরনিন্দার বান ডেকেছি। অচিরেই বুঝতে পারলাম যে অবান্তরের সব গল্পই আসলে বাজে । তাই আর বেকার বাছাবাছির চক্করে না গিয়ে গোটা ব্যাপারটাকেই উড়িয়ে দেওয়া হল । সেই ট্যাগ বা লেবেলের ভিড়ে একটা লেবেল ছিল ‘বেঁটে বজ্জাত’। আমি ভেবেছিলাম বাচ্চা এত ভালোবাসি যখন, অবান্তরে নিশ্চয় বাচ্...

Dis or Dat (প্রায়শ্চিত্ত সংস্করণ): সুকুমার রায়ের একশো পঁচিশতম জন্মদিনে

Image
ভাগ্যিস অভিষেক মনে করালেন। সুকুমার রায়ের একশো পঁচিশতম জন্মদিন ভুলে যাওয়ার শাস্তি হিসেবে আমার তিনমাসের জেল আর সাতদিনের ফাঁসি হওয়াই উচিত ছিল, কিন্তু আপনারা দয়ালু প্রাণ, বদলে এই Dis or Dat টি গ্রহণ করে আমাকে এবারের মতো মার্জনা করুন। ***** আবোলতাবোল না লক্ষ্মণের শক্তিশেলঃ লক্ষ্মণের শক্তিশেল ঝালাপালা না চলচ্চিত্তচঞ্চরিঃ ঝালাপালা ট্যাঁশগরু না হুঁকোমুখো হ্যাংলাঃ হুঁকোমুখো হ্যাংলা হ য ব র ল না হেঁশোরাম হুঁশিয়ারের ডায়েরিঃ হ য ব র ল অবাক জলপান না দ্রিঘাংচুঃ দ্রিঘাংচু কাক্কেশ্বর কুচকুচে না শ্রী ব্যাকরণ সিং, বি. এ., খাদ্যবিশারদঃ কাক্কেশ্বর কুচকুচে। আর কিচ্ছু না পারি, এ জীবনে কাক্কেশ্বরের মতো সময়ের দাম যদি হিসেব করতে পারতাম... কুমড়োপটাশ না রামগরুড়ের ছানাঃ কুমড়োপটাশ শিবঠাকুরের আপন দেশ না বোম্বাগড়ঃ শিবঠাকুরের আপন দেশ। যে দেশে পদ্য লিখিয়েদের খাঁচায় পুরে কানের কাছে নামতা শোনানো হয় আর একুশ পাতা মুদির হিসেব কষানো হয়, আমি এক্ষুনি তল্পাতল্পি গুটিয়ে সেই দেশে চলে যেতে রাজি আছি। ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখা বোম্বাগড়ের রাজা নাকি রোদে রাঙ...

Dis or Dat: হেথায় সেথায়

Image
টাইমস স্কোয়্যার না চৌরঙ্গিঃ টাইমস স্কোয়্যার ধর্মতলা না বি. বা. দী. বাগঃ  বি. বা. দী. বাগ হাতিবাগান না গড়িয়াহাটঃ গড়িয়াহাঁট ইন্ডিয়া গেট না গেটওয়ে অফ ইন্ডিয়াঃ ইন্ডিয়া গেট জাদুঘর না ভিক্টোরিয়া মেমোরিয়ালঃ জাদুঘর হেদুয়া না ঢাকুরিয়া লেকঃ হেদুয়া হুগলি না হাডসনঃ হাডসন সাদার্ন অ্যাভিনিউ না বিডন স্ট্রিটঃ সাদার্ন অ্যাভিনিউ মিলেনিয়াম পার্ক না সেন্ট্রাল পার্কঃ সেন্ট্রাল পার্ক নলবন না লেকের ধারঃ লেকের ধার বাবুঘাট না আহিরিটোলাঃ আহিরিটোলা বকখালি না গাদিয়ারাঃ মাথায় বন্দুক ধরলে বলতে হবে বকখালি, না ধরলে দুটোই সমান জঘন্য। দেওঘর না শিমুলতলাঃ শিমুলতলা বৃন্দাবন না বারাণসীঃ বারাণসী নন্দন না আইনক্সঃ নন্দন রবীন্দ্রসদন না কলামন্দিরঃ রবীন্দ্রসদন মিউজিয়াম অফ মডার্ন আর্টস (মোমা)  না অ্যাকাডেমি অফ ফাইন আর্টসঃ  অ্যাকাডেমি অফ ফাইন আর্টস ক্যাফে কফি ডে না কেভেন্টারসঃ কেভেন্টারস বারিস্তা না বসন্ত কেবিনঃ বসন্ত কেবিন চক্রবর্তী চ্যাটার্জি অ্যান্ড কোং না অক্সফোর্ড বুকস্টোরঃ চক্রবর্তী চ্যাটার্জি অ্যান্ড কোং পিটার ক্যাট না ভজহরি মান্নাঃ পিট...

যাতে পরে কেউ না বলতে পারেন, "কই খবর দিলে না তো?"

Image
মাঝে একটুখানি সিউডো-ব্যস্ত হয়ে পড়েছিলাম বলে আপনারা কী ভাবলেন, ক্যুইজ ক্যুইজ খেলার নামে কুন্তলার চরম বোকামিটার হাত থেকে বেঁচে গেলেন? অত সোজা নয়। (কাউকে কাউকে এই সব পরিস্থিতিতে বলতে শুনেছি, “অত খায় না।" কেন কে জানে।) এই ধরুন বুধবার রাত (পশ্চিম গোলার্ধ) আর বৃহস্পতিবার সকাল (পূর্ব গোলার্ধ) নাগাদ একখানা ক্যুইজ আসতে চলেছে অবান্তরে। দিনক্ষণ নির্ঘণ্ট অত ঘণ্টা মিনিট মেপে বলতে পারছি না এক্ষুনি, দয়া করে একটু চোখ কান খোলা রাখবেন। যাই প্রশ্নপত্র তৈরি করতে বসিগে। অত চোখ কপালে তুলবেন না। ছাত্ররাই শুধু রাত জেগে পড়া তৈরি করে ভেবেছিলেন নাকি? দিদিমণিদেরও রাত জাগতে হয়। পরীক্ষার প্রশ্ন তৈরি করতে, আবার উত্তরের খাতা চেক করতেও।  জঘন্য। উৎস গুগল ইমেজেস

অফিস যখন ফাঁকা

Image
উৎস

Things I am Loving

প্রথম শীতের ভোর। গরম চায়ের ধোঁয়ার মত হালকা কুয়াশা। কুয়াশা ছিঁড়ে “হাই” বলতে আসা আলাপি মিষ্টি রোদ্দুর। সোয়েটার ছাড়া বাইরে বেরোলে সারা গায়ে-হাতে-পায়ে শজারুর মতো কাঁটা। হাঁ করে “হাঃ” বললে ভিসুভিয়াসের মতো ধিকিধিকি ধোঁয়া। দিন সাতেকের মধ্যেই ডিনারে গরম স্যুপ শুরু করা যাবে ভেবে খুশি খুশি মন আর “অবশেষে!” বলে হাঁফ ছাড়া পেট। হোমমেড হ্যাশ ব্রাউন। কিছু কিছু খাবার থাকে না, যেগুলো খাওয়ার দরকার হয়না, শুধু চোখে দেখেই মনে হয় খুব খারাপ খেতে হবে নির্ঘাত? এই যেমন ধরুন গাঢ় সবুজ রঙের ভিগ্যান স্মুদি কিংবা আতা? হ্যাশ ব্রাউন আমার কাছে সেরকম একটা খাবার ছিল এতদিন। ব্রেকফাস্ট খেতে গিয়ে আমার বন্ধুরা সবাই হ্যাশ ব্রাউন অর্ডার দিত, আমি অনেক মাথাটাথা চুলকে সেই জরাজীর্ণ টোস্ট অ্যান্ড এগসের নিরাপদ ঘেরাটোপে ঢুকে পড়তাম। শেষে শেফ জন আমাকে সাহস দিলেন। ওঁর শেখানো ভিডিও দেখে দেখে হ্যাশ ব্রাউন বানালাম, এবং লজ্জার মাথা খেয়েই বলছি, কী ভালোই না বানালাম। অবশ্য খাইয়েরা থালা চেটেপুটে আয়নার মতো চকচকে করে ঢেঁকুর তুলে বললেন, “মিহি-কুরোনো আলু অল্প একটু ঝাল আর এই এত্তখানি মাখন দিয়ে লাল কড়কড়ে করে ভাজা, এ...

সাপ্তাহিকী

Image
১৯৭৪ সালে মাইক্রোসফটের কর্মীদল To like many people spontaneously and without effort is perhaps the greatest of all sources of personal happiness.                                                                                                      ---Bertrand Russell অন্যরকম মিস বিউটিরা।   দুটি বাস। একই আকাশ। চিন থেকে আর গ্রিস থেকে দেখা। কথায় কথায় লজ্জায় লাল হওয়ার অভ্যাস আছে? কেন আছে জেনে নিন। অন্তর্মুখীরা নিজেদের আত্মসমর্থনে কী বলছে পড়ে নিন। এই গানটা আমি মাঝে মাঝেই শুনি। জানি খুব বোকা আর সেই একই আবেগের চর্বিতচর্বণ। তবু শুনি। আপনারাও শুনে দেখুন। সোমবার আবার দেখা হবে তবে? ভালো হয়ে থাকবেন। সাবধানে থাকবেন, ঠাণ্ডা পড়েছে। মায়ের কথা শুনে মাঙ্কিটুপি পরবেন। টা টা।

Five quotes by Ganpat: The Bent-Double Begger

Image
আলোকচিত্রীঃ কেড মার্টিন * If all the troubles in the world could be laid down in one big heap, and everyone was allowed to choose one trouble, we should end up by picking up our old trouble again. * In this life all our desires are fulfilled, on the condition that they do not bring the happiness we expected from them. * It is difficult to love your enemies. Much simpler not to have enemies. * It is difficult to be miserable all the time. Human nature wouldn’t permit it. Even when we are burning or burying our dead, we are thinking of what we will eat or drink later in the day. * Chance gives, and takes away, and gives again. * (উদ্ধৃতিগুলো নেওয়া হয়েছে রাস্কিন বন্ডের 'Our Trees Still Grow in Dehra' বই থেকে)

আরামের খোঁজে

Image
কিছু কিছু জানা জীবনের মাইলস্টোন হয়ে থাকে। যেগুলো দিয়ে আপনার গোটা অতীতটাকে আপনি সুস্পষ্ট বিফোর অ্যান্ড আফটারে ভাগ করতে পারেন। এই যেমন ধরুন ক্লাস থ্রি-র আগে আমি ‘প্রেম’ শব্দটা জানতাম না, ক্লাস থ্রি-র পর থেকে জানলাম। একদিন মাঠে দৌড়তে দৌড়তে সাহানা কানে কানে বলে দিল। অবশ্য শব্দটাই তখন জেনেছিলাম শুধু। শব্দের প্রাণঘাতিতা মালুম পেতে পেতে তেইশ বছর বয়স হয়ে গিয়েছিল। তবু আরকি। যাই হোক উদাহরণ নিয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। মোদ্দা কথাটা বুঝতে পারলেই হল। সেটা হচ্ছে যে কিছু কিছু জানা মানুষের জীবন বদলে দিতে পারে। আমার জীবনের সেরকম একটা জানা-র কথা আজ আপনাদের বলব। এটা কবে জেনেছিলাম সেটা অবশ্য ঠিক করে মনে নেই, তবে কাঁচা বয়সেই হবে। কে একজন বলল, এই যে এত কিছু হচ্ছে, সায়েন্স, আর্টস, প্রগতি, হঠযোগ---সবেরই নাকি মোটিভেশন একটাই। কী বলুন দেখি? ছবি গুগল ইমেজেস থেকে আরাম। কী করে আরেকটু বেশি আরাম করা যায়, কী করে সকালবেলা আর পাঁচ মিনিট বেশি শুয়ে থাকা যায়, কী করে আর একটু কম পরিশ্রম করা যায়, সে উপায় খুঁজতে খুঁজতেই নাকি আমরা বনমানুষ থেকে মানুষ হয়ে গেছি। মুখের হাঁ বুঝিয়ে, ...

THE LOVE SONG OF J. ALFRED CAPSLOCK

BY aaron belz HI MY  NAME  IS T.S.  ELIOT   CAN  U  HEAR  ME I’M  TRYING  TO  TEXT  U  FROM   WHEREVER  I’M   BURIED I DON’T  HAVE  A  MOBILE   TELEPHONE   YET  SO U  HAVE  TO  BEAR   WITH WANTED  TO  SHARE  A  BIT   ABT   LIFE   AFTER   DEATH  FOR   POETS  AT  LEAST IT’S  NOT   WHAT  I  THOUGHT  IT  WOULD  BE IT  SUCKS I’M  NOT   SURE   WHERE  I AM  AND  I CAN’T  GET   CAPS LOCK    OFF FOR   SOME   REASON  THERE’S A  POSTER  OF  MATT  DAMON  IN MY  CASKET WHY  I DO  NOT   KNOW   SRSLY  THERE’S  ALSO   SOME INCENSE IT’S  LIKE  A  SHRINE  IN  HERE   BUT   NOT  TO ME  EXACTLY I...