Moral and Political Chart of the Inhabited World



Gorgeous 1821 map of the “moral and political” composition of the world by engraver William C. Woodbridge, a fine addition to this look at cartography as power, propaganda, and art.

১৮২১ সালে বানানো এই মানচিত্রটিতে সমসাময়িক পৃথিবীর বাসিন্দাদের ধর্ম, শাসনব্যবস্থা আর সভ্যতার মাপকাঠিতে ভাগ করা হয়েছে। পশ্চিম ইউরোপ আর উত্তর অ্যামেরিকার ফ্লোরিডা, জর্জিয়া, টেনেসি, নর্থ সাউথ ক্যারোলিনা, অ্যালাবামা এইসব রাজ্যগুলো ছাড়া বাকি কেউই আলোকপ্রাপ্তির গরিমা লাভ করতে পারেনি। ল্যাটিন অ্যামেরিকার কিছু অংশ সভ্য দেশের মর্যাদা পেয়েছে। বাকি সব বর্বর আর বন্য। 

সাহেবরা অবশ্য দয়া করে ভারতবর্ষের মানুষকে অর্ধসভ্যের মধ্যে গণ্য করেছেন। সে সৌভাগ্যই বা ক'জনের হয় বলুন?

Comments

Post a Comment