Dis or Dat: হেথায় সেথায়






টাইমস স্কোয়্যার না চৌরঙ্গিঃ টাইমস স্কোয়্যার

ধর্মতলা না বি. বা. দী. বাগঃ বি. বা. দী. বাগ

হাতিবাগান না গড়িয়াহাটঃ গড়িয়াহাঁট

ইন্ডিয়া গেট না গেটওয়ে অফ ইন্ডিয়াঃ ইন্ডিয়া গেট

জাদুঘর না ভিক্টোরিয়া মেমোরিয়ালঃ জাদুঘর

হেদুয়া না ঢাকুরিয়া লেকঃ হেদুয়া

হুগলি না হাডসনঃ হাডসন

সাদার্ন অ্যাভিনিউ না বিডন স্ট্রিটঃ সাদার্ন অ্যাভিনিউ

মিলেনিয়াম পার্ক না সেন্ট্রাল পার্কঃ সেন্ট্রাল পার্ক

নলবন না লেকের ধারঃ লেকের ধার

বাবুঘাট না আহিরিটোলাঃ আহিরিটোলা

বকখালি না গাদিয়ারাঃ মাথায় বন্দুক ধরলে বলতে হবে বকখালি, না ধরলে দুটোই সমান জঘন্য।

দেওঘর না শিমুলতলাঃ শিমুলতলা

বৃন্দাবন না বারাণসীঃ বারাণসী

নন্দন না আইনক্সঃ নন্দন

রবীন্দ্রসদন না কলামন্দিরঃ রবীন্দ্রসদন

মিউজিয়াম অফ মডার্ন আর্টস (মোমা)  না অ্যাকাডেমি অফ ফাইন আর্টসঃ অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ক্যাফে কফি ডে না কেভেন্টারসঃ কেভেন্টারস

বারিস্তা না বসন্ত কেবিনঃ বসন্ত কেবিন

চক্রবর্তী চ্যাটার্জি অ্যান্ড কোং না অক্সফোর্ড বুকস্টোরঃ চক্রবর্তী চ্যাটার্জি অ্যান্ড কোং

পিটার ক্যাট না ভজহরি মান্নাঃ পিটার ক্যাট

উদুপি না পাঞ্জাবি বাই নেচারঃ উদুপি

টার্গেট না ওয়ালমার্টঃ ওয়ালমার্ট

প্যান্টালুন্স না শপার্স স্টপঃ শপার্স স্টপ

গথাম সিটি না রিভারডেলঃ গথাম সিটি

ডিস্কওয়ার্ল্ড না মিডল আর্থঃ ডিস্কওয়ার্ল্ড

হগওয়ার্টস না মর্ডরঃ হগওয়ার্টস

৭২, বনমালী নস্কর লেন না পটলডাঙাঃ পটলডাঙা

গড়পাড় না জোড়াসাঁকোঃ গড়পাড়

বাকিংহ্যাম প্যালেস না সেন্ট মেরি মিডঃ সেন্ট মেরি মিড। সেন্ট মেরি মিড। সেন্ট মেরি মিড।


Comments

  1. of course, st mary mead...tobe keu jodi "murder in buckingham palace" likhto ki bhaloi ha hoto!!!
    bhabo tow...oto oto ghor, oto estate, bagan, stables. koto rokom character...chamber maid, ladies in waiting, their lordships aar ladyships aha!!! agatha aar wodehouse ke miley eta likhte hobe :))

    ReplyDelete
    Replies
    1. কী সাঙ্ঘাতিক গল্প হবে তাহলে ভেবে দেখেছ শম্পা!

      Delete
  2. ইন্ডিয়া গেট না গেটওয়ে অফ ইন্ডিয়াঃ ইন্ডিয়া গেট
    জাদুঘর না ভিক্টোরিয়া মেমোরিয়ালঃ জাদুঘর
    বৃন্দাবন না বারাণসীঃ বারাণসী
    ক্যাফে কফি ডে না কেভেন্টারসঃ ক্যাফে কফি ডে
    বারিস্তা না বসন্ত কেবিনঃ বারিস্তা
    উদুপি না পাঞ্জাবি বাই নেচারঃ পাঞ্জাবি বাই নেচার
    প্যান্টালুন্স না শপার্স স্টপঃ শপার্স স্টপ
    গথাম সিটি না রিভারডেলঃ রিভারডেল
    হগওয়ার্টস না মর্ডরঃ হগওয়ার্টস
    ৭২, বনমালী নস্কর লেন না পটলডাঙাঃ ৭২, বনমালী নস্কর লেন
    গড়পাড় না জোড়াসাঁকোঃ গড়পারে লালমোহন বাবু ছাড়া আর কে থাকতেন? জোড়াসাঁকোর কালেকশন অনেক বেশি চিত্তাকর্ষক

    বেকার স্ট্রিট না রজনী সেন রোডঃ ???

    ReplyDelete
    Replies
    1. ইস আপনার সঙ্গে আমার খাওয়াদাওয়ার মোটে মিল নেই দেবাশিস। পাঞ্জাবি বাই নেচার? আমার তো দোকানটার নাম দেখলেই কীরকম চোঁয়াঢেঁকুর উঠতে থাকে। আর্চি পছন্দ করতেন? বেটি না ভেরোনিকা, কোনজন আপনার টাইপ? গড়পারটা আমি আসলে রায়পরিবারের বাসস্থান হিসেবে বোঝাতে চেয়েছিলাম। উপেন্দ্রকিশোর, সুকুমারের কর্মকাণ্ডের সিংহভাগ আর সত্যজিতের শুরুটা যে বাড়িতে হয়েছিল আরকি।

      বেকার স্ট্রিট না রজনী সেন রোড-টা ভীষণ প্রেডিক্টেবল হয়ে যাবে বলে দিইনি। আমাকে বাছতে বললে অবশ্য দুটোর মধ্যে আমি রজনী সেন রোড বাছব; এবং আমার কেন জানি ঘোর সন্দেহ হচ্ছে আপনি বেকার স্ট্রিট বাছবেন।

      Delete
  3. আমি একটা পাষণ্ড, কত যে গালাগাল খাই, তবু চৈতন্য হয় না। খাওয়াদাওয়া নিয়ে আসলে একটু কনজারভেটিভ, বুঝলেন কিনা! আর যত দুর্ঘটনা আমার সাথেই হয়। পাথরের চোখেও জল আসবে বুঝলেন? রোমে সারা দিন কলোসিয়াম আর সেন্ট পিটারস আর হাবিজাবি দেখে যখন খেতে বসলাম, কি পেলাম জানেন? একবাটি স্যুপ। বিশাল একটা বাটি, বাদামি রঙের ঝোল, আর তার ওপরে গোটা তিরিশেক শেলফিশ (পুরো শামুকের মত দেখতে, ফিশ না শামুক জিজ্ঞেস করার সাহস পাইনি)।

    বালি থেকে ব্যাঙ্কক পৌঁছলাম রাত এগারোটায়, খিদেয় পেট চুঁইচুঁই করছে। কি পেলাম জানেন? একটা বড় বাটি, তাতে গরম জল, আর গরম জলের তলায় ওই দেখা যায় দুমুঠো ভাত। আমি উদুপিতে গেলে শিওর আমাকে একটা বাটিতে করে গামছা ধোয়া জল খেতে দেবে ওরা।

    তাই আমি দেশে থাকলে পাঞ্জাবি খাই, আর দেশে না থাকলে পিৎজা।

    ভেরোনিকা টা তো একটা ন্যাকা, সামনে পেলে দিতাম ধরে দুটো। আর্চি কমিকসে আমার পছন্দ হল জাগহেড। আর আমি জানতাম যে আপনি রবীন্দ্রনাথ আর লালমোহন বাবুর মধ্যে তুলনা করার ধৃষ্টতা করবেন না। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক দুজনেরই উইকিপিডিয়া প্রোফাইল দেখলাম জানেন, কিন্তু গড়পারটা পেলাম না, তাই কনফিউশন। তবে জানার পরেও আমার উত্তর বদলাচ্ছে না, জবাব এখনও জোড়াসাঁকো।

    আর ঠিকই ধরেছেন, আমি অতি অবশ্য বেকার স্ট্রিট বাছতাম। লন্ডনের বেকার স্ট্রিটে শার্লক হোমস মিউজিয়ম আছে জানেন তো? হোমস ভক্তদের জন্য মাস্ট ভিজিট।

    ReplyDelete
    Replies
    1. হাহাহাহা, খাওয়ার দুর্ভাগ্যের গল্প শুনে যারপরনাই আমোদিত হলাম। ঝুঁকি এড়াতে চাইলে বাটার চিকেন খাওয়াই ভালো অবশ্য, ঠিকই বলেছেন।

      যাক বেটি-টা মিলেছে। জাগহেড অবশ্য আরও বেশি মিলেছে। রবীন্দ্রনাথের সঙ্গে জটায়ুর তুলনা করব, খেপেছেন? বাঙালিরা আমাকে শেওড়াগাছের ডাল থেকে ঝুলিয়ে নিচে আগুন জ্বালিয়ে দেবে।

      Delete
    2. haha eta durdanto bolechish!

      Delete
  4. সাদার্ন অ্যাভিনিউ না বিডন স্ট্রিটঃ ajkal dekhi amar dutoi besh bhalo lage..chotobelay sudhu southern avenue i bhalo lagto..ar jakhon beadon street e college e jetum ,takhon ektuo pachanda chilona,akhon byperta palte jacche..ki ascharjyo!!
    রবীন্দ্রসদন না কলামন্দিরঃ কলামন্দির ekhane antato gota ashtek sumaner abismaraniyo pragramme sunechi schoolbela theke ..eke ami harate raji noi..jadio rabinrasadan khub kacchakachi thakbe
    ৭২, বনমালী নস্কর লেন না পটলডাঙাঃ ৭২, বনমালী নস্কর লেন
    গড়পাড় না জোড়াসাঁকোঃ amar kache dutoi:)

    ReplyDelete
    Replies
    1. আমারও একই উপসর্গ দেখা দিয়েছে রে তিন্নি। আজকাল ওই সরু সরু গলিগুলোর প্রতি বেশ মায়ামমতা বোধ করি।

      Delete
  5. টাইমস স্কোয়্যার না চৌরঙ্গিঃ চৌরঙ্গি
    ধর্মতলা না বি. বা. দী. বাগঃ ধর্মতলা
    হেদুয়া না ঢাকুরিয়া লেকঃ ঢাকুরিয়া লেক
    হুগলি না হাডসনঃ হুগলি। হাডসন যাইনি।
    বাবুঘাট না আহিরিটোলাঃ বাবুঘাট
    দেওঘর না শিমূলতলাঃ একটাতেও যাইনি।
    উদুপি না পাঞ্জাবি বাই নেচারঃ পঞ্জাবি বাই নেচারে যাইনি, তবে নির্ঘাৎ আমিষ খাবার পাওয়া যায়, তাই ওটাই।
    ৭২, বনমালী নস্কর লেন না পটলডাঙাঃ ৭২, বনমালী নস্কর লেন

    তবে আজকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আশা করেছিলাম ১২৫তম জন্মবার্ষিকীতে সুকুমারকে নিয়ে Dis or Dat হবে।

    ReplyDelete
    Replies
    1. আরে আমার মনেই ছিল না যে আজ সুকুমার রায়ের ১২৫তম জন্মবার্ষিকী। বাঙালির নামে কলঙ্ক আর কাকে বলে।

      Delete
  6. Er modhye onek gulo sommondhei ami kichu janina, jemon Bokkhali/Gadiara, India Gate/Gateway of India, Basanta Cabin, etc. Tobe je gulo sob somoyei jitbe -
    Gariahat, Dhakuria Lake, Southern Avenue, Lake er dhar. Ar Esplanade na bole B.B.D. Bag bolle Felu-da raag kore, tai ami Esplanade i boli, ar jayga ta pachhondo-o kori. Potoldanga jitbe 1000 bar. St. Mary Mead bhalo, tobe dida na thakle okhane ar ki dekhbo? Tai Buckingham Palace choose korlam :)

    ReplyDelete
    Replies
    1. হুম যুক্তি আছে রিয়া। কিন্তু দিদা থাক আর না থাক, আমি তো গিয়েই সেন্ট মেরি মিডের ধুলোয় গড়াগড়ি দিতে আরম্ভ করব।

      পটলডাঙার জবাব আছে বল?

      Delete
  7. ehe ektu deri hoe galo...
    jaihok:
    cafe coffee day, barista tarai jay jader Keventers ba basanto cabin nei, ba jaoar upay nei!
    Bakers street na Rajani Sen road: abossoi Rajani Sen Road!
    rasta hisebeo Bakers street amon kichu ahamori lageni.
    ei sab bishoye ami khub opinionated! :)

    ReplyDelete
    Replies
    1. আহা দেরি আবার কীসের। বসন্ত কেবিন আর কেভেন্টারস নিয়ে ওপিনিয়ন থাকাই উচিত সায়ক। রজনী সেন রোড মিলেছে দেখে খুব খুশি হয়েছি।

      Delete
  8. টাইমস স্কোয়্যার না চৌরঙ্গিঃ Chowringhee

    ধর্মতলা না বি. বা. দী. বাগঃ Dharmatala

    হাতিবাগান না গড়িয়াহাটঃ Hatibagan

    ইন্ডিয়া গেট না গেটওয়ে অফ ইন্ডিয়াঃ ইন্ডিয়া গেট

    জাদুঘর না ভিক্টোরিয়া মেমোরিয়ালঃ জাদুঘর

    হেদুয়া না ঢাকুরিয়া লেকঃ হেদুয়া

    হুগলি না হাডসনঃ হাডসন

    সাদার্ন অ্যাভিনিউ না বিডন স্ট্রিটঃ সাদার্ন অ্যাভিনিউ

    মিলেনিয়াম পার্ক না সেন্ট্রাল পার্কঃ সেন্ট্রাল পার্ক

    নলবন না লেকের ধারঃ Nalban

    বাবুঘাট না আহিরিটোলাঃ Babughat

    বকখালি না গাদিয়ারাঃ Gadiara (deshe amar dekha sera akash ekhane. Might have been lucky)

    দেওঘর না শিমুলতলাঃ শিমুলতলা

    বৃন্দাবন না বারাণসীঃ বারাণসী

    নন্দন না আইনক্সঃ নন্দন

    রবীন্দ্রসদন না কলামন্দিরঃ রবীন্দ্রসদন

    মিউজিয়াম অফ মডার্ন আর্টস (মোমা) না অ্যাকাডেমি অফ ফাইন আর্টসঃ অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

    ক্যাফে কফি ডে না কেভেন্টারসঃ কেভেন্টারস

    বারিস্তা না বসন্ত কেবিনঃ বসন্ত কেবিন

    চক্রবর্তী চ্যাটার্জি অ্যান্ড কোং না অক্সফোর্ড বুকস্টোরঃ চক্রবর্তী চ্যাটার্জি অ্যান্ড কোং

    পিটার ক্যাট না ভজহরি মান্নাঃ পিটার ক্যাট (ekpeshe hoe gelo, karon ekhono Bhajahari Manna-te jaoa hoe otheni)

    উদুপি না পাঞ্জাবি বাই নেচারঃ উদুপি

    টার্গেট না ওয়ালমার্টঃ ওয়ালমার্ট

    প্যান্টালুন্স না শপার্স স্টপঃ None

    গথাম সিটি না রিভারডেলঃ গথাম সিটি

    ডিস্কওয়ার্ল্ড না মিডল আর্থঃ Middle Earth

    হগওয়ার্টস না মর্ডরঃ হগওয়ার্টস

    ৭২, বনমালী নস্কর লেন না পটলডাঙাঃ 72 Banmali Naskar

    গড়পাড় না জোড়াসাঁকোঃ গড়পাড়

    বাকিংহ্যাম প্যালেস না সেন্ট মেরি মিডঃ সেন্ট মেরি মিড। সেন্ট মেরি মিড। সেন্ট মেরি মিড।

    ReplyDelete
    Replies
    1. আরে বেশিরভাগই মিলে গেছে তো। উদুপি-টা মিলেছে দেখে অবশ্য বেশি খুশি হয়েছি, দেখছেনই তো সবার নিরামিষের প্রতি কী রকম হেলাছেদ্দা। গড়পারেও হাই ফাইভ।

      Delete
  9. sadharanato bangalider dokhkhin bharotiyo khabarer proti ekta bitrishna lokhkho korechhi sab samay. amar bhai, antoto dosa jinista byapok laage. mairi bolchhi, aami america-te indian restaurant-e gie prayoshoi dosa order kori.

    ReplyDelete
    Replies
    1. এইটা জাস্ট মিলেছে রাজর্ষি। আমিও দোসা-টাইপ। ইডলিটা অবশ্য অত প্রিয় নয়, উত্তাপাম আরও কম প্রিয়। কিন্তু একখানা জম্পেশ সাদা দোসা, উইথ উচ্চমার্গের সম্বর এবং চাটনি (অত ফেভারিট নয়) সহকারে এবং তারপর স্টিলের বাটির ওপর স্টিলের কাপে ধূমায়িত ফেনায়িত ফিল্টার কাপি খেতে পেলে, আমি সত্যি বলছি সারাজীবন কাটাতে পারি।

      Delete

Post a Comment