যাতে পরে কেউ না বলতে পারেন, "কই খবর দিলে না তো?"
মাঝে একটুখানি সিউডো-ব্যস্ত হয়ে পড়েছিলাম বলে আপনারা কী ভাবলেন, ক্যুইজ ক্যুইজ খেলার নামে কুন্তলার চরম বোকামিটার হাত থেকে বেঁচে গেলেন? অত সোজা নয়। (কাউকে কাউকে এই সব পরিস্থিতিতে বলতে শুনেছি, “অত খায় না।" কেন কে জানে।)
এই ধরুন বুধবার রাত (পশ্চিম গোলার্ধ) আর
বৃহস্পতিবার সকাল (পূর্ব গোলার্ধ) নাগাদ একখানা ক্যুইজ আসতে চলেছে অবান্তরে।
দিনক্ষণ নির্ঘণ্ট অত ঘণ্টা মিনিট মেপে বলতে পারছি না এক্ষুনি, দয়া করে একটু চোখ কান খোলা রাখবেন।
যাই প্রশ্নপত্র তৈরি করতে বসিগে। অত চোখ কপালে
তুলবেন না। ছাত্ররাই শুধু রাত জেগে পড়া তৈরি করে ভেবেছিলেন নাকি? দিদিমণিদেরও রাত
জাগতে হয়। পরীক্ষার প্রশ্ন তৈরি করতে, আবার উত্তরের খাতা চেক করতেও। জঘন্য।
উৎস গুগল ইমেজেস
Comments
Post a Comment