সাপ্তাহিকী
In three words I can sum up everything I've learned about life: It goes on.---Robert Frost
আমার একখানা টেবিলের খুব প্রয়োজন। দেখুন তো এই মিনিম্যালিস্ট টেবিলটা ভাল হবে কিনা।
কালার অফ ম্যাজিক-এ টুফ্লাওয়ারের পিছু নেওয়া সুটকেসের কথা মনে আছে? কল্পনা সত্যি হয়েছে।
সেদিন শব্দ নিয়ে কথা হচ্ছিল? এই দেখুন আমার ভীষণ প্রিয় একটা শব্দ নিয়ে ভিডিও।
কেন করি জানিনা, কিন্তু আমিও এলিভেটরে অসম্ভব উদ্ভট ব্যবহার করি।
এসপ্তাহের গান নিয়ে কি কারো কোনো সংশয় ছিল? অনেকবার শুনেছেন জানি, আবার শুনুন। ভাল লাগবে।
সোমবার আবার দেখা হবে। তবে আপনারা যদি অবান্তরে না এসে ঠাকুর দেখতে বেরোন তাহলে আমি রাগ করব না। খুব আনন্দ করবেন পুজোয়। টা টা।
Comments
Post a Comment