ওপিনিয়নেটেড (পার্ট ওয়ান)



জীবনের এক ঘোর দুর্যোগপূর্ণ সময়ে আমাকে বেশ কয়েকটি প্রোফাইল বাছতে হয়েছিল। বাছাবাছি করে কিছু লাভ হয়নি যদিও, হওয়ার কথাও ছিল না। দোষ আমার নয়, আমার মায়ের। আমাকে দিয়ে প্রোফাইল বাছানো আর ছাগল দিয়ে ধান মাড়ানো একই কথা।

যাই হোক ডেল কার্নেগি বলে গেছেন যেকোনো দুঃখের স্মৃতিকে সুখের স্মৃতিতে পরিণত করার একমাত্র রাস্তা হচ্ছে সেটা থেকে আপনি কী শিখলেন সেটা মাথায় রাখা। আর শেখা কি কখনো খারাপ হতে পারে? ওই প্রোফাইল পছন্দ করার পিরিয়ড থেকে আমিও কিছু জীবনভরের শিক্ষা সংগ্রহ করে নিয়ে এসেছি। আপনাদের সঙ্গে সেগুলো ভাগ করে নিতে চাই, যাতে আপনারা শুনেই শিখে ফেলেন। আমার মতো ঠেকে শেখার অপেক্ষায় থাকতে না হয়।

প্রথম শিক্ষা, প্রোফাইলের ছবি সঙ্গে বাস্তবের মানুষে মিল খোঁজাই ভুল। অনেকে সন্দেহ করেন পাত্রপাত্রীরা বোধহয় লোককে ইচ্ছে করে সবাইকে ভুলপথে চালিত করার জন্য প্রোফাইলে ভুলভাল ছবি দিয়ে রাখে। কিন্তু আমি তা মনে করি না। ব্যাপারটা অত সাদাকালোও নয়। এর মধ্যে অনেক গভীর মনস্তাত্ত্বিক প্যাঁচ আছে। আমরা রোজরোজ সকালবিকেল দাঁত মাজার ছুতোয়, দাড়ি কামানোর অছিলায়, চুল আঁচড়ানোর অজুহাতে ঘুরেফিরে আয়নার সামনে বারবার দাঁড়াই বটে কিন্তু তাই বলে কি উল্টোদিক থেকে আয়না আমাদের যা দেখায় তাকে বিশ্বাস করি? আমি তো করিনা। আমার ধারণা কেউই করেনা। করলেই হয়েছে আরকি। আমরা সবাই মনে মনে ভাবি আমাদের বয়স হুহু করে বাড়লে কী হবে, চেহারাগুলো আসলে সেই সময়টায় আটকে আছে যখন আমাদের পাথর খেয়ে হজম করার মতো মেটাবলিজম আর চিরুনির দাঁত বেঁকিয়ে দেওয়ার মতো চুলের গোছা ছিল। লোককে দেখানোর সময়ও তাই ওইসময়ের ছবিগুলোই ফোল্ডার হাঁটকে প্রোফাইল পিকচার হিসেবে চালাই।

শিক্ষা নম্বর দুই, বাবামায়েদের প্রতিভার লিস্ট যত লম্বাই হোক না কেন ছেলেমেয়েদের চেহারার নৈর্ব্যক্তিক মূল্যায়ন করার ক্ষমতা সে লিস্টে নেই। বিশেষ করে ছেলের মায়েদের তো নেইই। কত টল ডার্ক হ্যান্ডসাম বাবুসোনার সঙ্গে লাফাতে লাফাতে দেখা করতে গিয়ে যে আমি আনপ্লেজেন্টলি সারপ্রাইজড হয়েছি সে কথা আর কী বলব।  

আপনারা সবাই আমার ওপর দাঁতনখ বার করে ঝাঁপিয়ে পড়ার আগেই বলি, বাবুসোনারাও আমাকে দেখে ভিরমি খেয়েছিলেন নির্ঘাত। কারণ আমার নিজের মা-ও এব্যাপারে কিছু কম যাননা। লেখা থামিয়ে ফোন তুলে “মা, তোমার চোখে সোনা বলতেই কোন চেহারাটা ভেসে ওঠে গো?” জিজ্ঞাসা করায় মা খুব খুশি হয়ে দশ মিনিট ধরে যে চেহারাটার বর্ণনা দিলেন সেটা হল এইটা।


কাজেই।

যাই হোক তিন নম্বর শিক্ষাটাই হল আমার মতে সবথেকে জরুরি শিক্ষা। প্রোফাইল বাছতে গিয়ে আমি জেনেছি যে ছবির মতো শব্দও প্রোফাইল আর বাস্তব জগতে আলাদা আলাদা অর্থ বহন করে। আনন্দবাজারের পাত্রপাত্রী পাতায় যেমন উজ্জ্বল শ্যামবর্ণ বলতে যে রংটা বোঝায় তার সঙ্গে শ্যামের থেকে আলকাতরার সম্পর্কই বেশি নিবিড়, তেমন প্রোফাইলের দুনিয়াতেও “ফান লাভিং”-এর অর্থ ফাজিল, “সোশ্যাল” যে কোনোরকম অ্যাকটিভিটির অর্থ “চান্স পেলেই” আর “ওপিনিয়নেটেড” মানে সাদা বাংলায় ঝগড়ুটে।

আর দু’জন ঝগড়ুটে লোক শখ করে সারাজীবন একসঙ্গে থাকতে যাওয়ার মানে হয় বলুন? আমি তাই প্রোফাইলে ওপিনিয়নেটেড লেখা দেখলেই “নেক্সট প্লিজ” বলে পরের প্রোফাইলটায় মুভ অন করে যেতাম।

*****

আমি যে ওপিনিয়নেটেড এই কথাটা বলার জন্য অত লম্বা একখানা গৌরচন্দ্রিকা ফাঁদতে হল। বান্টি গৌরচন্দ্রিকাটা পড়েই বলল, “সে বলতে গেলে দেখো কুন্তলাদি আমরা সবাই কিছু না কিছু ব্যাপার নিয়ে ওপিনিয়নেটেড। আমি যেমন রাজনীতি আর ধর্ম নিয়ে ভয়ানক ওপিনিয়নেটেড আবার শচিন তেন্ডুলকর নিয়ে একেবারেই নই।”

সবাই শুনে সম্মতিসূচক মাথা নাড়ল। সুদীপ্ত বলল ওর নাকি যত মতামত সিনেমা নিয়ে। কার সিনেমা পাতে দেওয়া যায় কার যায় না, কোন সিনেমা দেখলে আঁতেল হওয়া যায় কোন সিনেমা দেখলে হওয়া যায়না এসব নিয়ে ওর অত্যন্ত কড়া ওপিনিয়ন আছে।

সীবলী আর সোমা আমাদের মধ্যে সবথেকে চিলড আউট সদস্য, ওরা বলল কিছু নিয়েই ওদের নাকি তেমন জোরালো মতামত নেই। সবই নাকি চলে। রাইলিদি চোখের আগুনে ওদের ভস্ম করে দিয়ে বলল, “মেয়ে হয়ে জন্মেছিস অথচ ফেমিনিজম নিয়ে মতামত নেই, স্বীকার করতে লজ্জা করেনা?”, সৌগতদা সংরক্ষণ নিয়ে মতামত দিল আর রুদ্র বলল আর সব ব্যাপারেই নাকি ও মতামত প্রকাশ না করে থাকতে পারে, এক ঘটিবাঙালের রান্নাবান্নার শ্রেষ্ঠত্বের প্রসঙ্গটা ছাড়া।

আমি শুনেই চোখেমুখে স্মাগ লুক ফুটিয়ে ফোড়ন কাটলাম, “ধুস ওটা আবার একটা প্রসঙ্গ নাকি, যারা মাছের ঝোলে চিনি দেয় তাদের আবার রান্না।”

একটা মিনি কুরুক্ষেত্র বেধে গেল। আর তার তোড়ে আমাদের ওপিনিয়নের টপিক ঝুরো পাতার মতো কোথায় যে উড়ে গেল, সে সন্ধ্যের মতো আর তার টিকিটি খুঁজে পাওয়া গেল না।

*****

আপনারা কি আমার মতো, পৃথিবীর সব বিষয়ে ওপিনিয়ন রাখেন? নাকি বান্টির মতো, গুটিকয়েক বিষয়ে গলা ফাটিয়ে পায়ে পা বাজিয়ে ঝগড়া করেন বাকি বিষয়গুলোকে যমের দোরে পাঠিয়ে চোখ উল্টে শুয়ে থাকেন? নাকি আপনাদের স্বভাব আমাদের থেকে ঢের মিষ্টি আর সংযত, হাত পা ছুঁড়ে চিৎকার করে কোনো বিষয় নিয়ে মত প্রকাশ করতে আপনাদের রুচিতে বাধে?

কমেন্টে আমাকে বলুন প্লিজ। পরের পোস্টে আমি আপনাদের আমার একটা ব্যক্তিগত, মারকাটারি রকমের স্ট্রং মতামতের কথা বলব। আজ্ঞে হ্যাঁ, ঘটি বাঙালের রান্নার থেকেও বেশি মারকাটারি। 

Comments

  1. আমি রাখি। কিন্তু আমি যেহেতু অত্যন্ত উদ্ধত আর অহংকারী, বেশিরভাগ মানুষকে যেহেতু গাধা ভাবি, তাই নিজের মতামত জাহির করতে যাওয়াকে সময়ের অপচয় ভাবি।

    "ধুউউউউস্‌, এদের সঙ্গে কী তর্ক করব?"

    ReplyDelete
    Replies
    1. "Beshirbhaag manushke jehetu gadha bhabi..."

      Bang on. Amio. :D

      Shudhu boi pora niye otyonto kothin motamot poshon kori. Shudhu Chetan Bhagat pore jara 'serious reader' hotey chay, tader songe sujog pelei tokko jure diyi.

      Delete
    2. বইপড়া নিয়ে আমিও লোকজনকে জাজ করি স্বীকার করতেই হচ্ছে, যদিও জানি আমার বইপড়া নিয়েও প্রচুর কথা বলার থাকতে পারে, তবুও করি।

      Delete
    3. aamio oi group e pori jara jeesu'r moto "he bhagoban ei aggo der khoma kore dao" bole beshir lok ke katiye dey...

      tobe jokes apart, practical POV theke kintu satyi anek jaygay nijer motamot jahir kora ta waste of time...loke bujhbe na...tar ulto mane dhorbe.

      ekbar gay marraige er discussion e aami bolchilam je "state has no business in recognizing marriage"...aami bojhate chaichilam je govt er kaaj holo law and order/judiciary, basic services to poor (or those falling through the cracks), aar army. echara kon union manlo aar konta manlo na seta important hoya uchit na. o ma...jonogon sange sange amake anti-gay label kore dilo...eito opinionated er dosha. tai "beshirbhag manush gadha..." bhebe chola tai bhalo

      Delete
    4. একদম শম্পা| মুখ বুজে থাকার থেকে ভালো জিনিস আর হয়না|

      Delete
  2. আরে, আমি তো একেবারেই চিলড আউট, আমার কোন ব্যাপারেই জোরালো মতামত নেই। এই ব্যাপারটা নিয়েই সেদিন গিন্নির সাথে অল্প সুখদুঃখের কথা হচ্ছিল, যে আমি কত অ্যাকোমোডেটিং। তারপরে কথায় কথা বাড়ল, থালাবাটি ছোঁড়াছুঁড়ি হল, কথা বন্ধ হল।
    কোন শালা বলে আমি ওপিনিয়নেটেড?

    ReplyDelete
    Replies
    1. হাই ফাইভ দেবাশিস। আমিও তো তাই বলি। লাই দিই বলে সব যা খুশি তাই বলে বেড়াচ্ছে।

      Delete
  3. amar kichu kichu bepar e khub strong motamot achhe. for example, exercise kora - fit thaka r nijo dhormo darun ebong poro dhormer palok der kripar chokkhe dekhun.. jader 2 pa hatle hnap dhore r onno keo cardio pochhondo kore shunle chokh ghorai, ami tader sotti e kripar chokhe dekhi.
    r onner motamot, dhormobiswas ba abiswas... egulo je kobe amra respect korte sikhbo ke jane..
    tobe hain, hate gona kichhu loker sathe e ami hath pa nere chokh ghurie torko kori, seta o thik :)

    chobi ta boddo sundor.... ki sundor haschho tumi....

    ReplyDelete
    Replies
    1. কিছু লোকের সঙ্গে ঝগড়া আমিও এখনো বন্ধ করতে পারিনি গোবেচারা| তবে সেগুলোও সময় নষ্ট জানি|

      Delete
  4. এখানে আপনার প্রশ্নটাকে দু ভাগে ভাগ করা যায় - আমি সব বিষয়ে ওপিনিয়ন রাখি কিনা, আর আমি আমার ওপিনিয়ন সমর্থন করতে হাত পা ছুঁড়ে গলার শির ফুলিয়ে ঝগড়া করি কিনা।

    প্রথমটার উত্তর হলো যে আমি প্রায় অনেক ব্যাপারেই জোরালো ওপিনিয়ন রাখি (প্রেসিডেনশিয়াল ইলেকশন, ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং, বাড়ির মর্টগেজ রেট্ ইত্যাদি কিছু ফালতু বিষয় বাদ দিলে)। কিন্তু আমার এতখানি জীবনের অভিজ্ঞতা দিয়ে যেটা শিখেছি সেটা হলো বেশিরভাগ লোকই একেকটি অর্বাচীন হস্তিমুর্খ এবং প্রায় প্রত্যেকের মানসিক চিকিত্সার প্রয়োজন। যারা নিজেদের বেশি সুস্থ এবং স্বাভাবিক মনে করে তাদের ক্ষেত্রে এ কথাটা বেশি প্রযোজ্য। কাজেই আত্মপক্ষ সমর্থন করাটা ভস্মে ঘি ঢালা ছাড়া আর কিছুই নয় - তার চেয়ে মুচকি হেসে "অ" বলাটা বেশি কাজের। ইন ফ্যাক্ট একটা গরম ঝগড়ার তোড়জোড় করছে এমন লোকে সাধারণত ওই "অ" শুনলে বেশি তেলে বেগুনে জ্বলে ওঠে সেটা দেখেছি। আপনার ওই রায়লিদির মতন।

    এ সুযোগে একটা জোক মনে পড়ল। এক ভদ্রলোককে তার বন্ধুরা জিজ্ঞেস করছে তার দীর্ঘ শান্তিপূর্ণ কলহমুক্ত বিবাহিত জীবনের রহস্য কি? তিনি বললেন, আমরা আমাদের ডিপার্টমেন্ট ভাগ করে নিয়েছি, কিছু ব্যাপারে আমার বউ ওপিনিয়ন দেয়, ওই ডিসিশন নেয়। আমি মাথা ঘামাইনা। আবার কিছু ব্যাপারে ঠিক তার উল্টো - আমার ওপিনিয়ন ও মেনে নেয় । বন্ধুরা বলল কিরকম? ভদ্রলোক বললেন, "এই ধর যত ছোটখাটো ইস্যু, যেমন ছেলেমেয়েরা কোন স্কুলে পড়বে, আমরা কি গাড়ি কিনব, বাড়িতে কি রং হবে, ছুটিতে কোথায় বেড়াতে যাব, এসব আমার বউ ঠিক করে, ওর মতামত আমি মেনে নিই। আর যত বড়সড় ইস্যু, যেমন ওবামার প্রেসিডেন্ট হওয়া উচিত কিনা, তেন্ডুলকরের রিটায়ার করা উচিত কিনা, মিডল ইস্টে যুদ্ধ চলা উচিত কিনা, রিটেলে এফ ডি আই আসা উচিত কিনা, এসব ইস্যুতে আমার মতামত আমার বউ মেনে নেয়। তাই আমরা শান্তিতে আছি।"

    ReplyDelete
    Replies
    1. সেটা ঠিকই বলেছেন সুগত| একটা কথা বলে কেন বললাম সেটা বোঝাতে যাওয়া আরো ঝকমারি| তার থেকে না বলা অনেক ভালো|

      Delete
  5. olle baba...ei shona ke dekhe tow sabai fida :))

    ReplyDelete
    Replies
    1. বড় সোনাকেও এরকম দেখতে হলেই ভালো হত বোধহয়|

      Delete
  6. amaro kotokta Banti-r motoi dhormo, rajniti esob byapar-e besh strong opinion achhe :).....tobe oi Sachin Tendulkar, Sourav Ganguly niyeo achhe.....aar achhe ghoti-bangaler ranna niye....nije ghoti holeo bangal ranna amaar durdaanto favourite....machhher jhole chini dewa amaaro na-pasand :)

    ReplyDelete
  7. Bhaggish amay profile bachabachhi korte hoyni konodin. Ar amaro profile create korte hoyni...karon ami ja OPINIONATED!!! Ami to sobar sange naak nere nere jhogra kori, boktobyo rakhi... :P

    ReplyDelete
  8. Sonar chhobi ta durdanto! Kakima ke ektup dosh deoa jaina, ei cheharatakei chokhe bhasie rakhar jonno!
    Amio profile banaini athoba bachhai korini, kajei jeebone ekta experience miss hoye gechhe :( kintu profile bachhar khetre jei amar opinion shunte raji hoi takei boli, asol katha holo bor ranna korte jane kina, bason majte raji kina, jhagra hole sorry bolte pare kina, tumi agochhalo hole se gochhabe kina, ar naak dake kina seguloi asol byapar. ar sange jodi ektu porishkar porichhanno hoi, ar garee baree-r chhotokhato gandogol sarate pare tahole to kathai nei! katha bola jai kina, se amake hasate pare kina egulo thakle khubi bhalo na thakleo bisesh kichhu jai ase na! Bujhtei parchho shunte raji lok pelei amar opinion-er kono kamti nei! Tobe hyan, anek somoi dur chhai gola phatie ki hobe bhebe opinion na die shunchhi shunchhi bhab dekhie, mone mone tuktuk-er jonno fashion planning korteo amar kono asubidhe hoina!
    Sunanda-r joke ta (original ta bodh hoi Kumar Prasad-er, tai na?) amader bareete besh bhalo bhabei khate. Kajei jhagra bisesh hoina!

    ReplyDelete
    Replies
    1. Tumi je gulo bolle na Ruchira, profile bachhai korar point? Amio agey obhabei bhabtam. Pore dekhechi kichhu jaye ashe na!! Ranna korte jane na, gari'r jhamela sharano ki, gari chalate porjonto jane na emon chheledero topatop besh bhaloi biye hoye geche. Amar chhoto kaka naak dakar jonye bikhyato, train er kamray onyo lok ra ghumote pare na, emon...sei niyeo to amar kakima khushi mone 42 yrs biye kore royeche :)Tai... ashol katha hoto jar jake niye tike jaoyar shey thik take niye khushi mone tike jaye, songsar kore, chhanapona manush kore. Basic ekta compatibility thakle subidhe hoy, kintu na thakleo chole. Etai life er sob theke boro adventure!

      Delete
    2. Original joketa kothay poRechhilam ar mone nei, tobe ami officially protest korchhi. Sunando naamta besh, amar apachhondo noy, kintu amar naam Sugata. Sugato-o bolte paren. Kintu Sunando na... ei blog er doulote ami Sunando naame khyato hoye jachchhi kromosho... :(

      Delete
    3. chhichhi, bishal bhul hoye gechhe! Very sorry Sugato! Kintu Sunando bole lokjon dakchhe keno? Joy forever-er bangla to chiranando!

      Delete
    4. @Reea, ekebare thik katha bolechho! Kintu oi je Kuntala opinion achhe kina shunte chailo, byas amar jhar jhar kore nijer opinion berie gelo! Amar bor emon naak dake, je pasher parar lokerao bodh hoi shunte pai, take nie amio besh kayek bachhor katie dilam! Tobe na dakle bhalo hoto ei ja! bachhai jodi kortei hoto tahole ami antoto ei criteria guloi use kortam! Ar keu shunte raji thaklei ami take ei criteria guloi shunie di!

      Delete
    5. aamio sunando pore ektu abak hochhilam tarpor bhablam je joy forever hoyto anubaad korle sunando dnaray....ke jane! mone mone bhablam, babba ei forum e lokjon dyakho ki gyani-guni....hmm :)

      Delete
    6. Hehe Sugato "apith-opith" (affidavit) kore Sunando hoye gelo :D :D

      Delete
  9. naak daka bondo korbar totka holo 1) jol kheye shute jawa aar 2) kapor melar clip naak er opor dike lagano.

    na aar neshi likhbo na, abar kokhon dhritarashta eshe uday hoben aar bolben...ki hochhe moshai :)

    ReplyDelete
  10. Arey Arnab o besh naak daake, tobe Kakabhai ke beat korte parbe na! Clip-tlip lagate hoye na, ulte shuleo naak daka thame :)
    Ruchira, ami kintu tomar point gulo pore khubi khushi holam karon mohila ra jokhon erokom guchhiye biyer katha lekhe ami khub khushi hoyi ar tader onek ashirbad kori. Tomakeo korlam :)

    ReplyDelete
  11. hmm.. ami opinionated. amar mone hoy kono bishoye ekta nijeshyo opinion thaka ta bhaloi. tobe jekhane dekhi boleo kono labh nei, sekhane ami r khub ekta gola baji kori na. mone monei nijeke beshi gyani bhebe chup kore thaki :).

    profile bachar criteria te Ruchira ja bollo, besh kichu mojar. tobe ami hole ekta jinish add kortam - patro moshari tangate pare kina ;). ota bhishon boring kaj! :)

    ReplyDelete
  12. আমি ভীষণ ঝগড়ুটে। সব্বাই জানে। ওপিনিয়ন থাকুক, না থাকুক, একটা তৈরি করে পায়ে পা লাগাতে কতক্ষণ? শুধু হাতে সময় থাকলেই হলো। (ভিলেনের হাসি)

    এটা পার্ট ওয়ান হলেও পরে পড়ছি, তাই ইতিমধ্যেই অন্য পোস্টে ওপিনিয়ন রেখে এয়েচি দেখবেন।

    ReplyDelete

Post a Comment