কে লিখেছেন?
নিচে দশটি উদ্ধৃতি দেওয়া হল। সবগুলোই যে বিখ্যাত রচনা থেকে নেওয়া তাই নয়, সবগুলোই বিখ্যাত রচয়িতাদের রচনা থেকে নেওয়া। যারা বিশ্বসাহিত্যে তাঁদের অননুকরণীয় ছাপ রেখে গেছেন। দেখুন তো তাঁদের চিনতে পারেন কিনা।
রেজাল্ট বেরোবে ভারতে শুক্রবার সকাল সাতটায় এবং অ্যামেরিকা যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার রাত সাড়ে ন'টায়। ততক্ষণ অবান্তরে কমেন্ট নজরদারি চালু থাকবে।
আমি জানি আপনারা সবগুলোই পারবেন, তবুও অল দ্য বেস্ট রইল। নিন, শুরু করুন।
*****
১। "বাংলা ভাষায় গদ্য লিখতে নতুন শব্দের প্রয়োজন প্রতিদিনই ঘটে। অনেক দিন ধরে
অনেক রকম লেখা লিখে এসেছি সেই উপলক্ষে অনেক শব্দ আমাকে বানাতে হল। কিন্তু প্রায়ই
মনের ভিতরে খটকা থেকে যায়। সুবিধা এই যে বার বার ব্যবহারের দ্বারাই শব্দবিশেষের অর্থ আপনি পাকা হয়ে উঠে,
মূলে যেটা অসংগত, অভ্যাসে সেটা সংগতি লাভ করে। তৎসত্ত্বে সাহিত্যের হট্টগোলে এমন অনেক
শব্দের আমদানি হয়, যা ভাষাকে যেন চিরদিনই পীড়া দিতে থাকে। যেমন ‘সহানুভূতি’। এটা
sympathy শব্দের তর্জমা। ‘সিম্প্যাথি’-র গোড়াকার অর্থ ছিল ‘দরদ’। ওটা ভাবের আমলের কথা,
বুদ্ধির আমলের নয়। কিন্তু ব্যবহারকালে ইংরেজিতে ‘সিম্প্যাথি’-র মূল অর্থ আপন ধাতুগত
সীমা ছাড়িয়ে গেছে। তাই কোনো একটা প্রস্তাব সম্বন্ধেও সিম্প্যাথি-র কথা শোনা যায়। বাংলাতেও
আমরা বলতে আরম্ভ করেছি ‘এই প্রস্তাবে আমার সহানুভূতি আছে’। বলা উচিত ‘সম্মতি আছে’ বা
‘আমি এর সমর্থন করি’। যা-ই হোক্—সহানুভূতি কথাটা যে বানানো কথা এবং ওটা এখনো মানান-সই
হয় নি তা বেশ বোঝা যায় যখন ও শব্দটাকে বিশেষণ করবার চেষ্টা করি। ‘সিম্প্যাথেটিক্’-এর
কী তর্জমা হতে পারে, ‘সহানুভৌতিক, বা ‘সহানুভূতিশীল’ বা ‘সহানুভূতিমান’ ভাষায় যেন খাপ
খায় না-সেইজন্যেই আজ পর্যন্ত বাঙালি লেখক এর প্রয়োজনটাকেই এড়িয়ে গেছে। দরদের বেলায়
‘দরদী’ ব্যবহার করি, কিন্তু সহানুভূতির বেলায় লজ্জায় চুপ ক’রে যাই।"
*
২। “তৃতীয় তলে উঠিলে
গৃহস্বামীর বিত্তবত্তার পরিচয় পাওয়া যায়। বিলাতি তালা লাগানো ভারী দরজায় রেশমী
পর্দা, মেঝেয় পুরু গালিচা; ড্রয়িংরুমটি দামী আসবাব দিয়া সাজানো, গদি-মোড়া সোফা
সেটের মাঝখানে কাশ্মীরী কাঠের নিচু টেবিল, দুই জানালার মাঝখানে বইয়ের আলমারি,
দেয়ালে পারসিক ছবি-আঁকা ট্যাপেস্ট্রি ইত্যাদি। উপস্থিত ঘরটি একটু অবিন্যস্ত।”
*
৩। “Consider the facts, I mean. It was only a few hours
since this aunt and I had parted, after being in constant association for
nearly two months. And yet here she was--with my farewell kiss still lingering on her cheek, so to speak--pleading
for another reunion . . . Ask anyone who knows me, and they will tell you that
after two months of my company, what the normal person feels is that that will
about do for the present. Indeed, I have known people who couldn't stick it out
for more than a few days.”
*
৪। “Married men have wives, and don't seem to want them; and young single fellows cry out that they can't get them. Poor people who can hardly keep themselves have eight hearty children. Rich old couples, with no one to leave their money to, die childless.
Then there are girls with lovers. The girls that have lovers never want them. They say they would rather be without them, that they bother them, and why don't they go and make love to Miss Smith and Miss Brown, who are plain and elderly, and haven't got any lovers? They themselves don't want lovers. They never mean to marry.
It does not do to dwell on these things; it makes one so sad. ”
*
*
৬। “ঐ জ্বলজ্বলে
সপ্তর্ষিমণ্ডল-আকাশের অনেকদূরে তার ছোট গ্রামের মাথায়ও আজ অমনি সপ্তর্ষিমণ্ডল
উঠেছে, ঐ রকম একফালি কৃষ্ণপক্ষের গভীর রাত্রির চাঁদও। সেসব পরিচিত আকাশ ছেড়ে
কতদূরে এসে সে পড়েচে, আরও কতদূরে তাকে যেতে হবে, কি এর পরিণতি কে জানে!”
*
*
৭। "হাটখোলার কাছে এক দুপুরে তাকে ধরল
ল্যাংড়া মানিক। একখানা লম্বা লাঠি আচমকা তাঁর চলন্ত সাইকেলের চাকায় ঢুকিয়ে দিতেই
সে সাইকেল উলটে চিৎপটাং। মানিক মস্তান একটু খুঁড়িয়ে এসে তার গলায় একখানা গামছা
পেঁচিয়ে ফাঁস দিয়ে দাঁড় করিয়ে বলল, “এই যে চাঁদবদন, বলো তো বাপু, টু পাইস আসছে কোথা
থেকে?"
*
*
৮। “খালি রোজ সকালে যখন ঘরে ঘরে পাথরের উনুনে কাঠের
জ্বালে ভাত ফোটে তখন তার ধোঁয়া দেখে, দূর গাঁয়ের মানুষরা বলে, “ওই যে মুলকি গাঁয়ের
লোকেরা ভাত রেঁধেছে, ওরা বড়ো গরিব।”
ভাতগুলো
কিন্তু খেতে কী মিষ্টি! শিম বিচির মতো বড়ো দানা, টুকটুক করছে লাল, ফুটলে পর একপাশ
দিয়ে একটু ফেটে যায়। নুন লংকা দিয়ে রান্না শুঁটকিমাছের চচ্চড়ি দিয়ে খেতে হয়।
কতক্ষণ মুখে লেগে থাকে, কী ভালো লাগে। অ্যাত্তটুকুন দিয়ে সবাই অ্যাত্তগুলি ভাত খায়।”
*
৯। “A measured step was heard upon the
stairs, and a moment later a stout, tall gray-whiskered and solemnly
respectable person was ushered into the room. His life history was written in
his heavy features and pompous manner. From his spats to his gold-rimmed
spectacles he was a Conservative, a churchman, a good citizen, orthodox and
conventional to the last degree. But some amazing experience had disturbed his
native composure and left its traces in his bristling hair, his flushed, angry
cheeks, and his flurried, excited manner. He plunged instantly into his
business."
*
১০। “পাঁড়েজির ছাগলের একহাত দাড়ি,
অপরূপ রূপ তার যাই বলিহারি।
উঠানে দাপটি করি নেচেছিল কাল
তারপর কি হইল জানে শ্যামলাল।”
*
*
খেলা শেষ। এই রইল উত্তর।
রবীন্দ্রনাথ ঠাকুর
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
P.G.Wodehouse
Jerome K. Jerome
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
লীলা মজুমদার
Arthur Conan Doyle
সুকুমার রায়
যারা খেলায় অংশগ্রহণ করেছেন তাঁদের প্রতি আমার অনেক অভিনন্দন রইল। তবে আমি সত্যি আশা করেছিলাম আরও অনেক উত্তর পাব। প্রশ্ন তো শক্ত ছিল না, ছিল কি?
কয়েকটা আন্দাজে ঢিল মারলাম, কয়েকটা জানি।
ReplyDelete১ রবীন্দ্রনাথ
২ শরদিন্দু
3 Wodehouse
4 Jerome
৫ বঙ্কিমচন্দ্র
৬ বিভূতিভূষণ
৭ শীর্ষেন্দু
৮ অতীন
9 Conan Doyle
১০ সুকুমার (ভারতবর্ষের বড় ম্যাপের ওপর কে লিখেছিল, জানি না)
অসাধারণ পারফরম্যান্স। শুধু লীলার প্রতি তোমার এই অমনোযোগ দেখে আমি যারপরনাই ব্যথিত হয়েছি। ওই প্যারাগ্রাফটার সর্বাঙ্গে তো লীলা মজুমদারের অটোগ্রাফ দেওয়া আছে।
Deleteযাই হোক, কনগ্র্যাচুলেশন্স। অনেক অনেক।
অন্ধকারে কতগুলো ঢিল ছুঁড়তে হবে, বাবারে।
ReplyDelete১) নীরেন্দ্রনাথ চক্রবর্তী (ওই কি লিখবেন কেন লিখবেন বইটা থেকে কি?)
২) শরদিন্দু বন্দ্যোপাধ্যায় (ঘোর আন্দাজ, ক্ষমা করো মা)
৩) P.G. Wodehouse
৫) নীরদ সি চৌধুরী (এরকম মেল শভিনিস্ট কি আরও আছে?)
৭) শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৯) Arthur Conan Doyle
১০) সুকুমার রায়
দেবাশিস, আপনার টিপ বেশ ভালো দেখা যাচ্ছে। নীরদ সি-র থেকেও বেশি মেল শভিনিস্ট আরও গুচ্ছ গুচ্ছ আছে, যেমন ধরুন কমলাকান্ত। তবে কমলাকান্তের সেন্স অফ হিউমার আছে কিনা, তাই লোকটাকে আমার মন্দ লাগে না। (মেয়েদের জিজ্ঞাসা করলেই দেখবেন বলে, ভাবি বর/বয়ফ্রেন্ডের সেন্স অফ হিউমার থাকলে নাকি আর কিচ্ছু চায় না, নুন ভাত খেয়েও জীবন কাটাতে পারে।)
Deleteখুব ভালো খেলেছেন। অভিনন্দন অভিনন্দন।
৮ নিয়ে খট্কা লাগছে, মানিকও হতে পারে।
ReplyDeleteতবুও লীলা মজুমদার নামটা মনে আসছে না? জঘন্য।
Deleteএখন আবার মনে হচ্ছে ৭ সুনীলও হতে পারে। :(
ReplyDeleteএটা হচ্ছে পরীক্ষার হলে বেশি সময় থেকে যাওয়ার কুফল।
DeleteSaradindu, Bankim, Bibhutibhushan, Leela Majumdar,Sukumar Ray. 7 ta dhorte parlam na. Ar injiri gulo boddo shokto.
ReplyDeleteএই তো কী রকম টপ করে লীলা মজুমদার ধরে ফেলেছে। গুড জব শকুন্তলা। ধ্যাত মোটেই শক্ত ছিল না। তুমি একটু মন দিয়ে পড়লেই পারতে। এত করে বলি হলে বসে ভালো করে প্রশ্নপত্র পড়বে, তোমরা কানই দিতে চাও না।
Deleteখুব ভালো খেলেছ। অভিনন্দন।
Ish, shirshendu ta pore mone porlo tarpor ki jeno holo ar pherot asha holo na.
Deleteনো প্রবলেম শকুন্তলা। পরের বার হবে।
Delete10. Ashchorjo kobita - Shaymlal er golpo ta. Sukumar Ray (ar ke hobe!)
ReplyDelete9. Kono detective golpo. Konta bujhte parchi na. Holmes er ki? Ushered in to the room - theke mone hoche.
6. Chander pahar
3. Three men in a boat - JKJ :)
Ar gulo jani na...
aah sorry, 3 keno hote jabe? #4 ta Three Men in a Boat :)
ReplyDeleteঠিক ঠিক রিয়া। ঠিকই মনে হচ্ছে, ওটা হোমসই বটে। শ্যামলালের কবিতাটা মনে করে সেদিন সারাদিন একা একা হেসেছিলাম। কী সব ছেলেপুলে ভাব।
Deletefirst (jorasanko basinda) aar last (garpar resident) chara konotai chinlam na :(
ReplyDeleteতুমি চেনবার চেষ্টা করেছে বলে আমার বিশ্বাস নেই। বদমাশ ছাত্রীর মতো দুমদাম দু'চারটে উত্তর লিখে কতক্ষণে খেলতে যাবে সেই দিকেই তোমার নজর ছিল।
Deleteতবে যে দুটো চিনেছ একেবারে অব্যর্থ চিনেছ। অভিনন্দন শম্পা।
na na! aami tow bhalo chatri'r motoi kosshchhen gulo porlam. kintu "grey cells" gulo sango cherechey...aare naholey aami "churut ala che" ke chinte parlam na...leela aar doyle tow bohu duuur. tobe je duto ke chinechey setao na parle....indur er gorthe dhuke "aha saty ki bishaal ei prithibi" korte hobe :(((
Deleteআরে আরে স্যাড হয়ো না শম্পা, আমি এমনি একটু বলছিলাম।
Deletebhishon bhalo quiz.
ReplyDeletekoekta perechi. bakigulo Abhishek-da hint diyechhey. tai ethical karoney participate korlam na.
যাক, আমি তো ভাবলাম কুইজটা কারো ভালো লাগেনি। আহা যে ক'টা পেরেছিলে সে ক'টা বললেই পারতে সোমনাথ।
DeleteJa bolecho...ki bhoyanok sob kobita..!! Tarpor oita, Kalachander chhobi, jate suggestion deya hoyechilo -"roth ta ke kore dao Dhanwantari kimba Lakshmi"...:D :D Kodin agei ekta "modern art" dekhe Arnab eta bollo.
DeleteEi quiz ta kintu daroon interesting chilo :)
হাহাহাহা, ওই গল্পটা আমারও দুর্দান্ত লাগে। অর্ণব বেশ জায়গামতো কোট করেছে কিন্তু।
DeleteSaradindu'r kon golpo go eta? Holmes eri ba konta? Era dujonei amar boro priyo, para uchit chilo. Holmes ta to lekhar style theke chinechi, golpo ta bujhini :)
ReplyDeleteশরদিন্দুর গল্পটা মনে নেই গো রিয়া, বই খুলে মাঝখান থেকে টুকেছিলাম। দেখে বলব। শার্লকটা হল গিয়ে The Adventure of Wisteria Lodge.
Deleteonek somoy peyeo labh holo na... eshe dekhi khela shesh.. tobe ami 3 te partam.. robi-buro, suku-khuro ar holmes-dude... ei gyan nie participate na korte pere more jawa uchit noy ..
ReplyDeleteধ্যাত কী যে বল সোহিনী। আমি প্রশ্ন সেট করি বলে, উত্তর দিতে হলে আমি এর আধখানাও পারতাম কিনা সন্দেহ।
Delete1,2 ,5,6,8,10 perechi..bakigulo parini..jaihok akhon to hoyei geche:(
ReplyDeleteহ্যাঁ আবার পরেরটায় হবে'খন তিন্নি।
Delete