রাজকাহিনী


‘যখন ছোট ছিলাম’ আমার অসম্ভব প্রিয় লেখা। এত প্রিয় যে আমি লেখাটার অসংখ্য লাইন, এমনকি ছোট সাইজের আস্ত প্যারাগ্রাফও মুখস্থ বলতে পারি। লেখাটা শেষ কবে পড়েছি মনে না থাকা সত্ত্বেও। কিন্তু গোটা লেখার মধ্যে আমাকে সবথেকে ছুঁয়ে যায় শেষের প্যারাগ্রাফের একটা লাইন।

লাইনও বলতে পারেন, ফিলসফিও বলতে পারেন।

সেই লাইনটায় সত্যজিৎ রায় বলছেন যে, যে সব জায়গার সঙ্গে ভালো লাগা স্মৃতি জড়িয়ে থাকে আসল মজা হচ্ছে বসে বসে সেই স্মৃতিগুলোর জাবর কাটায়। সেই সব জায়গায় সশরীরে গিয়ে পড়ে স্মৃতি ফিরে পেতে বা মিলিয়ে নিতে চাইলে বিপদের সম্ভাবনা আছে।

আমি ব্যাপারটাকে সম্পূর্ণ ভাবে, সর্বান্তকরণে সমর্থন করি। না করলে যে কী ভোগান্তি হয় সে বিষয়ে আমার ফার্স্টহ্যান্ড অভিজ্ঞতা আছে। জীবনে একবারই আমি স্কুলের রি-ইউনিয়নে গিয়েছিলাম। গিয়ে একে অপরকে দেখে হুইসিলের মতো তীক্ষ্ণ চিৎকার করে খুশি প্রকাশ করে, কে কী করছে, প্রেম করছে কিনা, করলে বিয়ে কবে করছে এইসব আলাপচারিতা আধঘণ্টার মধ্যে শেষ করে বাকি সময়টা খালি ঘড়ি দেখা আর ভাবা, খাবারটা কখন দেবে। তারপর অ-ব-শে-ষে খাবার এলে প্যাকেট খুলে ঠাণ্ডা চিলি চিকেন আর আধসেদ্ধ আলুনি বিরিয়ানি খেতে খেতে চড়া চাঁদার কথা মনে পড়ে আফসোস আর আফসোসখাওয়ার পর রোগামোটা মহিলাদের কোমরে আঁচল গুঁজে ছোটাছুটি করে মিউজিক্যাল চেয়ার।

প্রাণঘাতী সেই যে কোনমতে প্রাণ হাতে নিয়ে পালিয়েছিলাম আর ওমুখো হইনি। পাগল?

সেইজন্যই যারা “কী সুন্দর পুরোনো বন্ধুদের খুঁজে খুঁজে বার করা যায়” বলে ফেসবুকের সাফাই গান তাঁদের দেখে আমার বিস্ময় বাধা মানে না। সত্যি সত্যি এত ভালো লাগে পুরোনো বন্ধুদের সঙ্গে কথা বলতে? তারা আপনার বয়ফ্রেন্ডের থেকে একশোগুণ বড়লোক আর হাজারগুণ ভালো দেখতে পাত্র খুঁজে বিয়ে করেছে সেটা কাটা ঘায়ে নুনের ছিটের মতো অষ্টপ্রহর নিজেকে মনে করাতে? পাটুলির দেড় কামরার ঘুপচি ফ্ল্যাটে বসে বসে পাটায়ার হনিমুনের লাখখানেক ছবি দেখতে?

অবশ্য সবাই তো আমার মতো হিংসুটি আর ছোট মন নন, হয়তো সত্যিই লাগে। আমার যে লাগে না সেটা নিশ্চয় আপনারা সবাই এতক্ষণে বুঝে গেছেন আর ভাবছেন কী বেহায়া মহিলা রে বাবা। নিজের হিংসুটিপনার কথা আবার গলা বাড়িয়ে বলছে।

সে আপনারা আমাকে যা খুশি ভাবতে পারেন কিন্তু আমি মনেপ্রাণে বিশ্বাস করি যা পুরোনো তাকে অতীতে রাখাই বুদ্ধিমানের কাজ। স্কুলের বন্ধুদের মুকুটমণিপুরে তোলা ঝাপসা গ্রুপছবিতেই বেস্ট লাগে, পুরোনো প্রেমের কথা নতুন প্রেমিকের সঙ্গে ঝালমুড়ি খেতে খেতে চকিতে মনে পড়লেই সবথেকে বেশি মায়া জাগে, পুরোনো চিঠির বান্ডিল বুককেসের অন্ধকার স্যাঁতসেঁতে আড়াল থেকে বাড়ির পেছনের জঙ্গলেই সবথেকে বেশি নিরাপদ।

ঠিক তেমনই শৈশবের গরমের ছুটির দুপুর একনিঃশ্বাসে কাবার করা বইকেও বড় বয়সে ফিরিয়ে আনা উচিত নয়। রুশদেশের উপকথা পড়ে এ কথা প্রথম মনে হয়েছিল, নীহাররঞ্জনের কিরীটী সে মনে হওয়ায় জোরে জোরে হাওয়া দিয়েছিল। রাজকাহিনী সন্দেহের শেষ আগাছাটুকুও উপড়ে ফেলল।

রাজকাহিনী বলতেই এতদিন আমার আবছা আবছা মনে পড়ত রাজারাজড়া, শিলাদিত্য বাপ্পাদিত্য, বিরাট বিরাট পাথরের কেল্লা আর পূর্ণিমার আলোয় ভেসে যাওয়া কেল্লার ছাদের ছবির মতো বর্ণনা। বহুদিন পর বইটা হাতে আসায় কী খুশি হয়েছিলাম জানেন। ছোট্ট নতুন বইটা যাতে কোণা দুমড়ে, পাতা মুচড়ে পুরোনো না যায় সেই ভয়ে যত্ন করে প্লাস্টিকে মুড়ে ব্যাগে পুরে অফিসে নিয়ে গেলাম। সলিটেয়ার না খেলে, ইউটিউব না দেখে, এমনকি অবান্তর পর্যন্ত না লিখে ঘাড় গুঁজে শেষ করলাম।

কিন্ত কোথায় সেই বীর রাজা আর নির্ভীক রাণী আর একনিষ্ঠ মন্ত্রীসান্ত্রীরা, কোথায় চিতোরের বনে বনে ঘুরে হরিণ মারা অকুতোভয় রাজপুত্রের দল, কোথায় কী। আমার শৈশবের নিষ্পাপ মন আর ভালোমন্দ, উচিত-অনুচিতের ধার না ধারা, নন-জাজমেন্টাল দৃষ্টির সঙ্গে সঙ্গে তারাও কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেছে। পাতার পর পাতা উল্টে গেলাম---সিংহাসনলোভী, ভ্রাতৃহন্তা, অরণ্যচারী ভীলদের রাজত্ব ছলেবলেকৌশলে কেড়ে নিয়ে বনের পশুর মতো নির্বিচারে তাদের গ্রাম-কে-গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা, অশিক্ষিত দর্পী একদল রাজার বংশানুক্রমিক অত্যাচারের লীলাখেলার বেশি আর কিছুই চোখে পড়ল না। হ্যাঁ চাঁদনিরাতের রুদ্ধশ্বাস বর্ণনা ক্কচিৎকদাচিৎ আছে বটে কিন্তু বাকি পাতাগুলোর রক্তলীলা আর ষড়যন্ত্রের বিষকটাহে পড়ে তারা বুদবুদের মতো নিমেষে মিলিয়ে গেল, মনের ভেতর দাগই কাটতে পারল না।

সত্যি বলছি, শেষ পাতায় বীর পৃথ্বীরাজ---যিনি রাজত্ব দখলের জন্য বড়দা রানা সঙ্গের একটা চোখ তলোয়ার দিয়ে খুঁচিয়ে কানা করে দিয়েছিলেন, আর আরেক ভাই জয়মল আর খুড়ো সুরজমলকে ঠেঙিয়ে রাজ্যছাড়া করেছিলেন---যখন খবর পেলেন যে রানা সঙ্গ মরেননি, রাজ্যের বাইরে ঘাপটি মেরে বসে একটি দুটি করে অনুচর প্রজা জোটাচ্ছেন; খবর পেয়ে তড়িঘড়ি সে কাঁটা নির্মূল করার জন্য যুদ্ধযাত্রা করলেন; কিন্তু ভগ্নিপতির দেওয়া সেঁকোবিষ মাখানো লাড্ডু খেয়ে মাঝপথে ঘোড়ার পিঠে বসেই যখন তাঁর প্রাণ বেরোলো, তখন করুণরসের থেকেও “বাঁচা গেল, হাড় জুড়োলো” গোছের অনুভূতিই আমার মনে বেশি জেগেছিল।

আর রাণী রাজকন্যাদের কথা তো যত কম বলা যায় ততই ভালো। আজকালকার সমাজে ফেমিনিজমের বাড়বাড়ন্ত দেখে আপনার গা জ্বলে যেতে পারে কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে রাজপুত রাণীমা আর রাজদুহিতাদের, বর, ছেলে আর ভাইয়ের জন্য প্রাণ দিতে দেখে; ভীলকুমারীদের বনে শিকার করতে আসা রাজপুত রানাদের পুত্রসন্তানের জননী হতে দেখে; তারপর প্রমাণ হিসেবে রাজার দেওয়া একটিমাত্র অঙ্গুরীয় নিয়ে কোলের ছেলেকে রাজসিংহাসনের ভাগ দিতে মাইলের পর মাইল পায়ে হেঁটে পাড়ি দিতে দেখেও যদি আপনার মনের ভেতর কোথাও অস্বস্তি না হয়; তাহলে আপনি ভগবান। সবের ওপর শাকের আঁটির মতো সতীদাহ তো আছেই। কেল্লার বাইরে রানারা যখন মোগলপাঠানদের কাছে হেরে ভূত হতেন (যেটা এমন কিছু বিরল ব্যাপারও ছিল না, এক দুই প্রজন্ম পরপরই নিয়ম করে ঘটত) তখন রাজপুত কুলগরিমা রক্ষার দায় কেমন আপসে কেল্লার ভেতরে রাণীদের ঘাড়েই এসে পড়ত, আর তাঁরা কী রকম দলে দলে বিমুগ্ধ প্রজাদের সমবেত “জয় মহাসতীর জয়” চিৎকারের মধ্যে দিয়ে হাসিমুখে হেঁটে হেঁটে জ্বলন্ত চিতায় ঢুকে যেতেন; সেই সব জায়গাগুলো পড়ে সত্যি বলছি আমার হাত পা পেটের মধ্যে সেঁধিয়ে যাচ্ছিল।            

রাজকাহিনী পড়ে একটাই উপকার হল জানেন। আমার অনেকদিনের পুরোনো সেই রিয়েলাইজেশনটা নতুন করে আবার হল। এ জন্মে যদি ছিটেফোঁটা পুণ্যও জমে ভগবান, আশীর্বাদ কোর পরের সাতজন্ম ধরে যেন মধ্যবিত্ত বাবামায়ের ছাপোষা ঘরে জন্ম নিয়ে, দুলে দুলে পড়া মুখস্থ করে, কোনমতে চারটি পাশ দিয়ে, চাকরি জুটিয়ে, নিজে হাতে দুপয়সা কামাতে পারি।

রাজরাণী? যেন প্রাণ থাকতে না হতে হয়।

Comments

  1. Amar recently kheer er putul ta pore erakom ekta feeling holo!

    ReplyDelete
    Replies
    1. যাক বাঁচালে রুচিরা, আমি ভাবছিলাম আমারই একা ছোটবেলার ক্ল্যাসিক বড়বেলায় খারাপ লাগে নাকি। সেটা যে নয় জেনে শান্তি পাচ্ছি।

      Delete
  2. Eta thik kharap lagai shudhu noi kemon anno bhabe byaparta bojha. College-e thakte rajkajini pore amar ektuo bhalo lageni. Chhotobelay ei boi tai durdanto lagto. Juddho byaparta asole ki jaddin seta na bojha jai taddin I bodh hoi ei galpo gulo bhalo lage. Ei upendra kishor porte gieo ek abostha. Bagh ar kumir kono dosh na korei shasti pai eta Chhoto belay jeno bujhini ke Jane!

    ReplyDelete
    Replies
    1. একদম একদম ঠিক কথাটা বলেছ রুচিরা। আমি সাহস করে লিখতে পারছিলাম না। রাজকাহিনীতে যুদ্ধকে গ্লোরিফাই করার একটা ব্যাপার আছে, সেটা একটা বয়সের পর হজম করা শক্ত।

      Delete
  3. স্মৃতিরোমন্থন বা রাজনীতি বা সতীদাহ প্রথা ধরণের আলোচনায় যাচ্ছি না, কিন্তু কি কোইন্সিডেন্স! কয়েক ঘন্টা আগেই ইন্টারনেট থেকে যখন ছোট ছিলাম ডাউনলোড করলাম।

    ReplyDelete
    Replies
    1. টেলিপ্যাথি দেবাশিস, টেলিপ্যাথি।

      Delete
  4. oi 'Jakhon chhoto chhilam' ta kintu ekhono khubi bhalo lage. ar tumi je phis phiser kotahta bolechho setao bhari sotti. asole boro hobar songe songe rather buri hobar songe songe oi sob kichhuke jachai korar ar bichar korar emoni ekta ku-budhhi(?) jegechhe je ager dristisoktita lop peyechhe. eta bhalo na mondo seta besh gobhir torker byapar. tobe lekhata besh. ar arekti besh holo kdin dhore tomar blog e oi joljol-e rajkahini dekhe bhabchhilam otake boi-er taak theke namabo, ar tahole namabona.

    ReplyDelete
    Replies
    1. এমা না না নামান নামান ইচ্ছাডানা। আপনি যেটা বললেন, বড় হওয়া ভালো না খারাপ সেটা নিয়ে গভীর তর্কের অবকাশ থাকতে পারে, কিন্তু আমার ব্যক্তিগত মতামত যদি জানতে চান তাহলে আমি বলব বড় হওয়াটা খুব একটা খারাপ ব্যাপার নয়। ইন ফ্যাক্ট আমার তো মনে হয় আজকাল বড় হতে না চাওয়ার/ছোট হয়ে থাকার একটা মহামারী লেগেছে চারদিকে। যেটা আমার কাছে খুবই হাস্যকর লাগে।

      ফাইন্যালি আপনার কমেন্টের প্রথম বাক্যটা প্রসঙ্গেএকটা কথা বলি, বুকের ভেতর যতটা সাহস আছে সবটা খরচ করেই বলি...যখন ছোট ছিলাম (বা পাগলা দাশুও আরেকটা দুর্দান্ত উদাহরণ) বুড়ো বয়সেও পড়তে ভালো লাগে, সেটাই প্রমাণ করে ইস্যুটা পাঠকের বয়সের নয়, ইস্যুটা লেখকের গুণগত মানের।

      Delete
    2. ekebare amar moner kotha bolechho. Oi pagla dashu r udhahoron ar tomar kotha mane oi gunogato maan, ekebare thik kotha.

      apatato raj-kahini porar ichhata lop peyechhe tobe Sukumar Samogro ta namano jete pare :-D

      Delete
    3. এই বইটা নামাতে আমি আপনাকে শুধু উৎসাহই দিতে পারি। নামিয়ে পড়ে নিমেষে মন ভালো করে ফেলুন।

      Delete
  5. tumi bodhoy boddo boro hoye gecho kuntala di

    ReplyDelete
    Replies
    1. বড়?! বুড়ো হয়ে গেছি বল স্বাগতা।

      Delete
  6. arre dhur dhur...21st century'r raaj rani holo giya IT boss....juddho ta IT revolution aar rajatwa ta FTSE
    shares :)
    aboshho rajatwa barate giye "insider trading" korle bipod (mane sati)!!!

    ReplyDelete
  7. ei post ta pore "chotobelar boi boro belay bhalo-laga" byapar ta charao arekta katha mone hochhe. ei golpo gulo (mane kheerer putul ba rajkahini ba upendrakishor er golpo) kintu 19th-early 20th century'r bachchader janne. aajkal kar chele meye ra to oi jagat tai janena.....tachara last 20-30 bochar e amader (mane bangalider) "sensibility aar sensitivity" anek ta change hoye gechey....tai chotoder sahitye ekta "re-invention" ba nutan-atwa dorkar.

    aami bolchi na je paschim banga sarkar e publish kora "raam-rahim aamra dui bhai, kaste haturi niye kaaje jay, ratre ek thalay bhat-daal kancha lonka khai, eki ishhar allah'r guun gaii" gocher....kintu we need new stories!!

    ReplyDelete
    Replies
    1. সে তো বটেই শম্পা। সব বিখ্যাত লেখাই তো কালজয়ী হয় না। কালজয়ী বলতে আমি বলতে চাইছি, পরিবর্তিত সময়ের পরিবর্তিত মূল্যবোধ, পরিবর্তিত ভালোমন্দের বিচার, ইত্যাদি ভারি ভারি জিনিসের সঙ্গে বদলানোর ক্ষমতা রাখে না।

      হাহাহা শেষের উদাহরণটা দুর্দান্ত দিয়েছ। তবে নতুন শিশুসাহিত্যের ডেফিনিটলি দরকার আছে। এখনও যদি ছোটদের বাংলা পড়াতে গেলে উপেন্দ্রকিশোর আর অবন ঠাকুর ছাড়া অপশন না থাকে তাহলে দোষটা ওঁদের নয়, আমাদের।

      Delete
  8. shesher udharon ta paschim bango sarkar er chhapa chotoder kobita boi theke tola....aami smriti theke likhchi...hoyto kancha lonka'r bodole noon chilo...kintu major players (viz kaste haturi, ishhar allah etc) oi shobi chilo. indian english e kintu anek anek shundor boi berochhe...jatey bacha meyeder character achey, nature-environment achey in a big way. panchatantra aar buodho jatak er goppo amar bhishon pochondo...ogulo besh timeless aar non violent!

    ReplyDelete
    Replies
    1. আমারও ওগুলো খুব প্রিয় গল্প শম্পা।

      Delete
  9. আহ্‌ ! করেছেন কি! "কিন্ত কোথায় সেই বীর রাজা আর নির্ভীক রাণী আর একনিষ্ঠ মন্ত্রীসান্ত্রীরা, কোথায় চিতোরের বনে বনে ঘুরে ...মনের ভেতর দাগই কাটতে পারল না।"- এই প্যারাগ্রাফটা এই হপ্তায় আমার পড়া সেরা বাংলা লেখা। 'বিষকটাহ' শব্দটার জন্যে একটা সেলাম।
    আমার আবার গোলমালটা একটু অন্যরকম। আমার বয়সটা হযবরল-র উদোর মতো, বাড়ে কমে। কখনো নিজেকে বুড়ো মনে হয়, কখনো খোকা। নিজের বয়সোচিত আচরণ করতে কি ভীষণ কাঠ-খড় পোড়াতে হয়, তা যদি জানতেন! সে যাই হোক। সাহস করে বলেই ফেলি... যুদ্ধের গল্পই যদি পড়তে হয়, তায় আবার মধ্যযুগীয় বর্বরতার টপিং দিয়ে, তবে Song of Ice and Fire পড়ে ফেলুন। কোন glorification এর ব্যাপার নেই- কানাকে কানা, খোঁড়াকে খোঁড়াই বলে আছে, থেকে থেকে যুগোপযোগী দর্শন, বিরাট অক্টপাসের মতো ছড়িয়ে বসা গল্প, পরিমিত ইয়ে আর ভায়োলেন্সের মশলা আর ঘ্যাম অনেকগুলো চরিত্র। আমার তো দিব্য লাগছে!

    ReplyDelete
    Replies
    1. বাসরে কী ভালো প্রশংসা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সিরিজের প্রথম বইটা অর্ডার করে দিলাম। সাজেসশনের জন্য অনেক ধন্যবাদ সুনন্দ।

      Delete
  10. song of ice and fire tow ekta mahabharat er moto! tobe satyi daroon...ota opore base korei "game of thrones" serial ta baniyechey....

    ReplyDelete
    Replies
    1. দাঁড়াও আগে বইটা পড়ি, তাপ্পর সিরিয়ালটা দেখব।

      Delete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. amar bondhur account-e log in kora chhilo. bhul korey ota theke comment kore felechhilam, tai delete korlam.

      Delete
  12. e ki shonale Kuntala?! "Rajkahini je amar chhelebelar shobcheye priyo boigulor ekta. shonge "BuRo Angla"-o. ei weekend-e arekbaar poRey felte hobey. dekhi kemon laage!

    ReplyDelete
    Replies
    1. হুমম সোমনাথ, দেখ কেমন লাগে। আমিও জানতে উৎসুক রইলাম।

      Delete
  13. Amio tomar moton hingshuti ar amio bhoy onek purono cinema ba boi ar porina, oi ager bhalo laga ta intact rakhte. Ami bangla sahitya'r byapar eo khub beshi jani na, kintu kichu boi kintu timeless. Ekhono "Gone with the Wind" porle bhalo lage ar Lila Majumdar er protekti golpo i ami every other day abar kore pori. jemon ekhono ami meyer sathe Tintin, Asterix, calvin ba Peanuts niyomito pori.
    Onek shomoy ami dekhechi ekta stage e ek ek rokom er boi bhalo lage, ekhon jemon amar kichutei Jeffrey Archer, Grisham ba Eric Segal porte ichche korena, kichu bochor por abar korbe nishchoy.

    ReplyDelete
    Replies
    1. যাক আরেকজনকে পাওয়া গেল যার সময়ের সঙ্গে সঙ্গে বয়স বেড়েছে।

      Delete
  14. Nah tumi ekebare "হোঁতকা" hoye gecho dekhchi! :(

    Amar kintu philosophy ta onyo. Chhotobelar bhalo laga beshirbhag jinish i amar ekhono bhalo lagey, tar karon amar nijer modhye ekhono "chhotobela" ta besh bhalo bhabei ache. "Kheerer putul" ar developer er code to ek mentality niye pori na. Ekta pori relax korbar jonye arekta pori scrutinize korar jonye. Jani na thik clearly bojhate parchi kina, kintu main byapar ta holo chhotobelar bhalo laga jinish gulo ke chhotobelar mentality niyei porte hoy.

    Ami Facebook er khub utsahi supporter, exactly ei karone je sekhane oneker sange contact rakha jaye. Ami in general manush-jon pachhondo kori tai hoyto eta amar beshi bhalo lagey. Arey boro hoye ke kothay ki korche, kar kemon dekhte boyfriend holo tate amar ki? Tumi jemon onyo ke dekhe hingshe korcho, temon onyeo hoyto tomay dekhe hingshe korche. Tara hoyto bhabche - dekho to o koto bhalo lekhe, ami ek line banglao thik kore likhte pari na. Emon to hotei pare! Tai hingshe-tingshe koro na.

    ReplyDelete
    Replies
    1. আরে সেটাই তো সমস্যা রিয়া। হিংসে কোরো না বললেই যদি হিংসে না করতে পারতাম তাহলে তো হয়েই যেত।

      Delete
    2. Na, analytically handle koro byapar ta. Hingshe khubi baje jinish, tai er solution tomar ber korte hobe. Tumi bhebe dekho keno hingshe koro oi so-and-so lokjon der. Dhoro person A ke byapok dekhte, person B'r ghyama ekta kotipoti boyfriend ache... ei to? Ar ki hobe, kimba person C NASA-e research scientist hoye darun ekta award peyeche? Tate nijeke bolo - arey amio to ghyama... ami to amar capacity onujayi koto ki korchi, eto lok amar lekha pore khushi hochhe...(tumi ar ja ja bhalo paro segulo bhebo)... byas mite gelo! Tokhon dekhbe onyora jemon bhalo ache, tumio temon bhaloi acho. Byas, hingshe chole jabe :D

      Delete
  15. last er paragraphta......just just oshadharon...ei jonno tomai eto bhalobashi Abantor.

    ReplyDelete
    Replies
    1. অবান্তর আমাকে বলে দিতে বলল, ও-ও তোমাকে খুব ভালোবাসে রণিতা।

      Delete
  16. amar bhaloi lage..ebong ami chotobelar boi gulo jei gulo collection e nei..pelei kine feli..tobe kichu khetre ha..eirakam obhigyota hoeche..seita holo..keu kichu please mone korben na..ektu adult kotha bolchi...mousumi prokashonir arabya rajani...adult version...hu hu baba khela noy...jeita chotobelay koek pata lukiye lukiye porechilam..ek bharatiya..tara chole geslen..onek kichu fele geslen..ta sei boi barite roilo na..dekhi ekdin bikriwala se boi niye chole gelo..bahut kashto peyechilam..baro hoye sei boi kinechilam..porte giye sotyi hasi pachchilo...sei chotobelar lukiye porar uttejona..seita fire pawa jayni..

    ReplyDelete

Post a Comment