সাপ্তাহিকী
কড়া এ.সি. থেকে বেরোনোর পরের পাঁচ মিনিট আমাকে যে রকম দেখতে লাগে।
The true New Yorker secretly believes that people living anywhere else have to be, in some sense, kidding.---John Updike
পরিবর্তনের শুরু?
ফেলে যাওয়া সুটকেস।
আত্মহত্যার প্ল্যান থাকলে এই রাস্তাগুলো ভেবে দেখতে পারেন।
Determination.
সাইকেলে চড়ে বসে প্যাডেলে চাপ দিলেই হল? নিয়মকানুন মানতে হবে না?
এ সপ্তাহে রইল আমার মায়ের প্রিয় সিনেমার প্রিয় গান। শুনে দেখুন তো কেমন লাগে।
আর কী? ভালো হয়ে থাকবেন। ঠাণ্ডা পড়ে গেছে কিন্তু, অকারণ সাহসিকতা দেখাতে গিয়ে মাফলার না পেঁচিয়ে বিছানা নেবেন না। সোমবার দেখা হবে। টা টা।
gaantaye boddo guruchondali dosh. kaan-e laagey na?
ReplyDeleteএতদিন তো লাগেনি, তবে তুমি বলার পর লাগছে বইকি।
DeleteDumb ways to die ta fatafati.... :)
ReplyDeleteফাটাফাটি না সোহিনী? আমি তো এখন চলতে ফিরতে ওই গানটা গুনগুন করছি।
Delete