Dis or Dat: কোনটা ফেলি কোনটা রাখি



উৎস গুগল ইমেজেস

শীতের দার্জিলিং লেবু না গ্রীষ্মের হিমসাগর আমঃ শীতের দার্জিলিং লেবু

শরতের সকাল না হেমন্তের বিকেলঃ হেমন্তের বিকেল

কাঁথার ওম না ফ্যানের ফুরফুরে হাওয়াঃ কাঁথার ওম

পাটালিগুড় দিয়ে দুধভাত না ঝোলাগুড় দিয়ে গরম রুটিঃ ঝোলাগুড় দিয়ে গরম রুটি

নুন লঙ্কা দিয়ে মাখা কালোজাম না বাতাবিলেবুঃ নুন লঙ্কা দিয়ে মাখা বাতাবিলেবু

মায়ের হাতে বোনা রাস্টিক সোয়েটারের আদর না মন্টি কার্লোর প্রফেশনাল ফিনিশঃ মায়ের হাতে বোনা রাস্টিক সোয়েটারের আদর

মোচার চপ না শিউলি পাতার বড়াঃ শিউলি পাতার বড়া

শাড়ির আভিজাত্য না জিনসের আরামঃ জিনসের আরাম

সম্পাদকীয় না পাত্রপাত্রী বিজ্ঞাপনঃ সম্পাদকীয় 

গাধাটাকে ঘাস দাও না সূর্যের দিকে চেয়ো নাঃ গাধাটাকে ঘাস দাও 

অপুর ভূমিকায় সৌমিত্র না ফেলুদার ভূমিকায় সৌমিত্রঃ ফেলুদার ভূমিকায় সৌমিত্র

শার্লক হোমসের রোলে জেরেমি ব্রেট না শার্লক হোমসের রোলে বেনেডিক্ট কাম্বারব্যাচঃ শার্লক হোমসের রোলে জেরেমি ব্রেট

ভোরের আকাশ না সন্ধ্যের হাওয়াঃ ভোরের আকাশ

লিভিং রুমের উদ্দাম আড্ডা না নদীর ধারে একলা বিকেলঃ নদীর ধারে একলা বিকেল

দাড়ি না চশমাঃ চশমা

চোখ না হাসিঃ হাসি

বাফে-র স্বাধীনতা না পাত পেড়ে বসিয়ে খাওয়ানোর উষ্ণ আতিথেয়তাঃ পাত পেড়ে বসিয়ে খাওয়ানোর উষ্ণ আতিথেয়তা

বাড়িতে হাত পা ছড়িয়ে থাকার আরাম না একা থাকার স্বাধীনতাঃ একা থাকার স্বাধীনতা

তিতলি না উৎসবঃ তিতলি

অপর্ণা সেনের বুদ্ধি না সাবিত্রী চট্টোপাধ্যায়ের সারল্যঃ অপর্ণা সেনের বুদ্ধি (ডিসক্লেমারঃ এখানে অপর্ণা সেনকে কুটিল বা সাবিত্রী চট্টোপাধ্যায়কে বোকা, কোনোটাই বলা হচ্ছে না কিন্তু।)

হাফ বয়েল্ড না সানি সাইড আপঃ হাফ বয়েল্ড

মিস মার্পল না হারক্যুল পোয়্যারোঃ মিস মার্পল

সোফাসেটে বসে প্লেটভর্তি পান্তুয়া চামচ দিয়ে কেটে কেটে খাওয়া না মাঝরাতে উঠে ফ্রিজ খুলে টপাটপ পান্তুয়া মুখে ফেলাঃ মাঝরাতে উঠে ফ্রিজ খুলে টপাটপ পান্তুয়া মুখে ফেলা। বিশেষ করে সেটা যদি অন্য কারোর ভাগের হয়, তাহলে মজা ডবল। 

ইলিশের সর্ষে ভাপা না বেগুন কালোজিরে দিয়ে পাতলা ঝোলঃ ইলিশের বেগুন কালোজিরে দিয়ে পাতলা ঝোল

বিলায়েতের সেতার না বিসমিল্লার সানাইঃ বিলায়েতের সেতার

পল সাইমন না আর্ট গারফাঙ্কেলঃ আর্ট গারফাঙ্কেল

অখিলবন্ধু ঘোষ না মানবেন্দ্র মুখোপাধ্যায়ঃ অখিলবন্ধু ঘোষ

কর্মব্যস্ত কাঠবেড়ালি না শশব্যস্ত শালিখঃ কর্মব্যস্ত কাঠবেড়ালি 

শনি রবি টানা আটচল্লিশ ঘণ্টা ছুটি না রোজ অফিস থেকে বাড়ি ফেরার পরের দুঘণ্টার মুক্তিঃ রোজ অফিস থেকে বাড়ি ফেরার পরের দুঘণ্টার মুক্তি

প্রথম প্রেমের উত্তেজনা না পুরনো সম্পর্কের কনফিডেন্সঃ পুরনো সম্পর্কের কনফিডেন্স

Comments

  1. jak baba! abosheshe ilish elo.....of course begun kalojeera kancha lonka'r jhol.

    sampadakiya bhalo kintu "patro patri'r chai"r cheye beshi entertaining kichu nei (kanya swasthabati, patra suswasthaban!)......after niruddesh sambandhe ghoshona!

    ReplyDelete
    Replies
    1. আর এক রকম মজার বিজ্ঞাপন বেরোয় দেখবে শম্পা, সেখানে পাত্রের থেকে পাত্রের বাবার বর্ণনা বেশি থাকে। বাবা সরকারি চাকুরে, বালিগঞ্জে নিজস্ব দ্বিতল বটিকা, এদিকে পাত্রটি যে কী করে, যাত্রাদলে তবলা বাজায় না রকে বসে আড্ডা মারে সে ব্যাপারে একটি শব্দও নেই।

      Delete
  2. ebare mone hocche anekguloi milbe na:)
    শীতের দার্জিলিং লেবু না গ্রীষ্মের হিমসাগর আমঃ গ্রীষ্মের হিমসাগর আম
    শরতের সকাল না হেমন্তের বিকেলঃ শরতের সকাল akashe orakam penja tulor moto megh amar pachanda.hemonter bikelta thik malum paoa jayna
    নুন লঙ্কা দিয়ে মাখা কালোজাম না বাতাবিলেবুঃ নুন লঙ্কা দিয়ে মাখা কালোজাম aha keu jodi ekkhuni mekhe khawato
    মোচার চপ না শিউলি পাতার বড়াঃ শিউলি পাতার বড়া ami kakhono khaini..eta khawanor dayitwo tor!
    সম্পাদকীয় না পাত্রপাত্রী বিজ্ঞাপনঃ পাত্রপাত্রী বিজ্ঞাপন pore ja apar anado ta ar kichute nei,sundori/forsha/grihakarmanipuna vs sakkham/suchakure/kolikatay nija basagrihr adhikarider list porte amar to marattak lage..
    গাধাটাকে ঘাস দাও না সূর্যের দিকে চেয়ো নাঃ সূর্যের দিকে চেয়ো না..amar je katoloker dike takie je chokhe jhilmil laglo,ei ganta amar moner moto
    ভোরের আকাশ না সন্ধ্যের হাওয়াঃ ভোরের আকাশ tai besi bhalo hobe,kintu er janye vore othatao must:(
    দাড়ি না চশমাঃ chashma ar khoncha khoncha dari ei combinationtai durdanto
    চোখ না হাসিঃ চোখ
    প্রথম প্রেমের উত্তেজনা না পুরনো সম্পর্কের কনফিডেন্সঃ প্রথম প্রেমের উত্তেজনা
    ebare uttarta ektu baro holo kintu ebareo posttao khub bhalo,ki korbo lov samlate parlam na:D


    ReplyDelete
    Replies
    1. Oh Patro-Patri ta byapok diyecho. Ota pora manei ekta entertainment :)

      Delete
    2. হুমম পাত্র পাত্রীর অনেক ফ্যান দেখা যাচ্ছে। আমারও যে খারাপ লাগে তা নয় কিন্তু আমার ব্যাপারটা খুব ডিপ্রেসিংও লাগে। কারণ তিন মিনিট চোখ বোলালেই বোঝা যায় যে ওই বাজারটায় আমার দর কী ভয়ানক রকমের কম হবে। শিউলি পাতার বড়া আমি তোকে খাওয়াব এই কথা দিয়ে রাখলাম। আহা সে দাড়ি আর চশমা দুটোই থাকলে তো সোনায় সোহাগা কিন্তু আমি বলছি যে যদি দুটোর মধ্যে একটা বাছতে হয় তাহলে কী বাছব। এই শরতের সকালটা আমারও খুব প্রিয়, কিন্তু এই পোস্টটা লিখতে বসে কেন জানি হেমন্তের মন খারাপ করা বিকেলগুলোর জন্য মন খারাপ করতে লাগল। মানে আমিও ঠিক শিওর নই যে আমার কোনটা বেশি ভালো লাগে।

      আরে লম্বা উত্তরই তো ভালো রে তিন্নি। আমি ভ্যানভেনিয়ে এত কথা বলি আর তার উত্তরে যদি তোরা সুসংবদ্ধ সংক্ষিপ্ত উত্তরে কাজ সারিস তাহলে আমার কমপ্লেক্স হয় না বুঝি?

      Delete
    3. Hahaha... patro-patri'r ad dekhe ami bajarer statistical hisheb potro kori :) Mane bajar kemon jachhe ar ki...tobe amar to arranged marriage ekmatro option thakle jiboneo biye hoto na, lyaj er ek jhaptay sobai ke uriye ditam :)

      Delete
  3. গ্রীষ্মের হিমসাগর আম: in fact etai amar priyo fol!
    শরতের সকাল: .5% besi bhalo lage :)
    শিউলি পাতার বড়া : jadio bak ful bhaja amar sabcheye priyo!
    সূর্যের দিকে চেয়ো নাঃ eta beshi 'khilli' mane hay!
    লিভিং রুমের উদ্দাম আড্ডা না নদীর ধারে একলা বিকেলঃ নদীর ধারে একলা বিকেল er pare লিভিং রুমের উদ্দাম আড্ডা :)
    tabe ajkal sei nadio nei ar sei bikel o nei ...agatya uddam adda !
    দাড়ি না চশমাঃ natun chashma hoechhe tai ami akhan biased :P
    চোখ না হাসিঃ চোখ , ota na thakle hasi o bhalo habar upay nei!!
    Pantua amar pachander nay, mane khir-kadambo hale freez khulte raji!
    ইলিশের বেগুন কালোজিরে দিয়ে পাতলা ঝোল, tabe Ilish bhaja sathe garam ilisher tel dile ami ar kono dike takai na :P
    পুরনো সম্পর্কের কনফিডেন্স :)
    ebarer ta besh bhalo hoechhe-congrats :)

    ReplyDelete
    Replies

    1. থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সায়ক। তোমার সঙ্গে অনেকগুলোই মিলেছে দেখেছি।তবে একটা জিনিস খেয়াল করেছ শিউলি পাতার বড়ার মতো স্বর্গীয় জিনিসটা অনেকেই খায়নি। তোমার চশমার পক্ষ নেওয়ার কারণটা পড়ে একা একাই হাসছি। সেকি! পান্তুয়া পছন্দ নয়! এই প্রথম আমি এরকম ভয়ানক কথা শুনলাম।

      Delete
    2. ehe...tai to dekhchhi...tahole shiuli patar bara r recipe tai pratham e ekhane likhe falo...kono ak agyato karane chotobela thekei pantua byapar ta thik jutsai hayna.. ki r kara!

      Delete
  4. yes! Akhilbandhu Ghosh! thank you :)
    tobey lonka diye makha kono jinish-i amar amar kachhey khadyo na.

    ReplyDelete
    Replies
    1. উফ সোমনাথ অতি কষ্টে অখিলবন্ধু মিলল তো আবার নুন লঙ্কা মিলল না। মহা ঝামেলা কিন্তু, বল?

      অখিলবন্ধু আমার ফেএএএএভারিট।

      Delete
  5. Jaah beshir bhag i millo na :( Eke to er modhye half ami jani na - kalojam je noon lonka diye khaoya jaye ei first shunlam! Ar ilish er oi ekta matro preparation i ami ekkebare pachhondo kori na, oi begun diye jhol! Shiuli patar bora'r kathao shunini, khaoa to durer katha. Jhola gur o ruti diye ami khaini. Sherlock Holmes er role e ekmatro Sidney Paget er aka Strand magazine er chhobi gulo ke jodi 3D kore deya jaye, taholei kauke manabe. Ar kaukeo na!! Hemanter bikele e amar boddo ga myaj myaj kore :( Paat pere khaoyar theke ami buffet beshi pachhondo kori. Tara thake na, aste aste khaoya jaye ar tachhara keu "kichui to khachhis na, diet korchis bujhi" bole thalay half gamla mangsho dhele daye na. Jachhetai!!
    Mileche holo - "jeans er aram", "Aparna'r buddhi", "Ma-er haate bona sweater" ar "Feluda'r bhumikay Soumitro".
    Tumi #5 ta concatenate kore felecho...etar ghare ota boshiyecho :)

    ReplyDelete
    Replies
    1. সত্যি রিয়া এটায় অনেক কিছুই মেলেনি দেখছি। নো প্রবস, পরেরগুলো আবার মিলবে আমি নিশ্চিত। তুমি যদি না দেখে থাক, তাহলে জেরেমি ব্রেট দেখতে পার কিন্তু, ইউটিউবে গুচ্ছ গুচ্ছ আছে। মানে ভালো লাগবে দাবি করছি না, ভদ্রলোক একটু হাইপার অভিনয় করেন। কিন্তু আমার তাও ভালো লাগে আরকি।

      Delete
  6. ওফ দারুন পোস্ট, পরেই মন ভালো হয়ে গেল :) অমিলগুলো বলি:

    শীতের দার্জিলিং লেবু না গ্রীষ্মের হিমসাগর আমঃ হিমসাগর আমের কোনো competition হয় না। পিরিয়ড।
    শরতের সকাল না হেমন্তের বিকেলঃ বলছ এ দুটো ঋতু ই এখনো exist করে? যদি সত্যি করে তাহলে শরতের সকাল।
    মোচার চপ না শিউলি পাতার বড়াঃ শিউলি পাতার বড়া আমি খাইনি তো :(
    সম্পাদকীয় না পাত্রপাত্রী বিজ্ঞাপনঃ সম্পাদকীয় পড়তে বেশি ভালো হয়ত, কিন্তু আমি ছোটবেলা থেকে পত্র-পাত্রী যত পরেছি আসল কাগজ তত না, কারণ পরার বই এর মলাট মাঝে মাঝেই কাগজ দিয়ে হত, আর কেন জানি না, অবধারিত ভাবে পাত্র-পাত্রী! ভিতরের কেমিস্ট্রি র চেয়ে ওই "উজ্জল-শ্যামবর্ণা-গৃহকর্ম-নিপুণা-স্ব-রোজগারী" পড়তে অ-নে-ক ভালো, কাজেই ...
    লিভিং রুমের উদ্দাম আড্ডা না নদীর ধারে একলা বিকেল
    এবং
    বাড়িতে হাত পা ছড়িয়ে থাকার আরাম না একা থাকার স্বাধীনতাঃ দুটো ই আগে তোমার সঙ্গে একমত ছিলাম এখন মোট্টে নই।
    মিস মার্পল না হারক্যুল পোয়্যারোঃ পোয়ারো আমার খুব পেয়ারের :)
    সোফাসেটে বসে প্লেটভর্তি পান্তুয়া চামচ দিয়ে কেটে কেটে খাওয়া না মাঝরাতে উঠে ফ্রিজ খুলে টপাটপ পান্তুয়া মুখে ফেলাঃ প্রথম টা কেউ করে নাকি!
    অখিলবন্ধু ঘোষ না মানবেন্দ্র মুখোপাধ্যায়ঃ মানবেন্দ্র ও কিন্তু খুব ই ভালো

    ReplyDelete
    Replies
    1. এটা একেবারে স্পট অন বলেছ স্বাগতা। বইয়ের মলাটগুলো সব ওই পাত্রপাত্রীর পাতাগুলো দিয়েই হত। হারকিউলবাবুকে আমারও খুব পছন্দ কিন্ত জেন মার্পলের মধ্যে এমন একটা ব্যাপার আছে যে আমি যাকে বলে একেবারে মন্ত্রমুগ্ধ। মানবেন্দ্র অখিলবন্ধুর কেসটাও সিমিলার।

      Delete
  7. মিস মার্পল না হারক্যুল পোয়্যারোঃ মিস মার্পল
    শনি রবি টানা আটচল্লিশ ঘণ্টা ছুটি না রোজ অফিস থেকে বাড়ি ফেরার পরের দুঘণ্টার মুক্তিঃ রোজ অফিস থেকে বাড়ি ফেরার পরের দুঘণ্টার মুক্তি

    এইদুটো এক্কেবারে মিলে গেছে , এক্কেবারে ঘাটে ঘাটে| বাকিগুলো ও কম বেশি মিলেছে| কিন্তু ওপরের দুটো এক্কেবারে resonate করে যাওয়াতে প্রবল আল্হাদিত হলাম|

    ReplyDelete
    Replies
    1. মিস মার্পলটা মেলাতে আমিও যারপরনাই খুশি হয়েছি। এটা বেশির ভাগের সঙ্গেই মেলে না কিনা। প্রথম মন্তব্য রাখার জন্য অনেক ধন্যবাদ মিস্টার নো ওয়ান। আশা করি অবান্তরে আপনার আনাগোনা নিয়মিত হবে।

      Delete
  8. eta ekdom swarthoknama post hoechhe... sottiy somane somane tokkor..
    1. aam amar lebur theke beshi priyo kintu sheetkal is better than gorom kal..tao bodhhoy aam i jitbe...
    2. hemanter bikel boddo depressing ... sokal i bhalo
    3. barite porte hole haathe-bona ar baire hole machine finish...
    4. shiuli patar bora to khaini..
    5. adda and patro-patri oboshyoi.
    6. ilish sorshe ar notun prem...
    7. aparna sen ar kathberali te hi-5.

    ReplyDelete
    Replies
    1. অনেককিছু মেলেনি যদিও সোহিনী, তবুও হাই ফাইভ। তোমার পোস্টটা ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম।

      Delete
  9. "kintu shobar chaite bhalo pauruti ar jhola gur"
    jak onek kichui mileche.
    Kintu Hercule Poirot, aam, kalojaam ar sari chharte parlam na!

    ReplyDelete
    Replies
    1. আরে রাকা যে, কেমন আছ? আমারও শাড়ি খুব ভালো লাগে, কিন্তু যখন লিখছিলাম তখন জিনস পরে খাটের ওপর কাত হয়ে শুয়েছিলাম এবং উঠে শাড়ি পরার হ্যাপার কথা কল্পনাও করতে পারছিলাম না, কাজেই।

      Delete
  10. শীতের দার্জিলিং লেবু না গ্রীষ্মের হিমসাগর আমঃ শীতের দার্জিলিং লেবু

    শরতের সকাল না হেমন্তের বিকেলঃ হেমন্তের বিকেল

    কাঁথার ওম না ফ্যানের ফুরফুরে হাওয়াঃ কাঁথার ওম

    পাটালিগুড় দিয়ে দুধভাত না ঝোলাগুড় দিয়ে গরম রুটিঃ পাটালিগুড় দিয়ে দুধভাত

    নুন লঙ্কা দিয়ে মাখা কালোজাম না বাতাবিলেবুঃ নুন লঙ্কা দিয়ে মাখা কালোজাম

    মায়ের হাতে বোনা রাস্টিক সোয়েটারের আদর না মন্টি কার্লোর প্রফেশনাল ফিনিশঃ মায়ের হাতে বোনা রাস্টিক সোয়েটারের আদর

    মোচার চপ না শিউলি পাতার বড়াঃ মোচার চপ

    শাড়ির আভিজাত্য না জিনসের আরামঃ জিনসের আরাম

    সম্পাদকীয় না পাত্রপাত্রী বিজ্ঞাপনঃ পাত্রপাত্রী বিজ্ঞাপন

    গাধাটাকে ঘাস দাও না সূর্যের দিকে চেয়ো নাঃ গাধাটাকে ঘাস দাও

    অপুর ভূমিকায় সৌমিত্র না ফেলুদার ভূমিকায় সৌমিত্রঃ ফেলুদার ভূমিকায় সৌমিত্র

    শার্লক হোমসের রোলে জেরেমি ব্রেট না শার্লক হোমসের রোলে বেনেডিক্ট কাম্বারব্যাচঃ শার্লক হোমসের রোলে জেরেমি ব্রেট

    ভোরের আকাশ না সন্ধ্যের হাওয়াঃ সন্ধ্যের হাওয়া

    লিভিং রুমের উদ্দাম আড্ডা না নদীর ধারে একলা বিকেলঃ নদীর ধারে একলা বিকেল

    দাড়ি না চশমাঃ চশমা

    চোখ না হাসিঃ হাসি

    বাফে-র স্বাধীনতা না পাত পেড়ে বসিয়ে খাওয়ানোর উষ্ণ আতিথেয়তাঃ পাত পেড়ে বসিয়ে খাওয়ানোর উষ্ণ আতিথেয়তা

    বাড়িতে হাত পা ছড়িয়ে থাকার আরাম না একা থাকার স্বাধীনতাঃ একা থাকার স্বাধীনতা

    তিতলি না উৎসবঃ তিতলি

    অপর্ণা সেনের বুদ্ধি না সাবিত্রী চট্টোপাধ্যায়ের সারল্যঃ অপর্ণা সেনের বুদ্ধি (ডিসক্লেমারঃ এখানে অপর্ণা সেনকে কুটিল বা সাবিত্রী চট্টোপাধ্যায়কে বোকা, কোনোটাই বলা হচ্ছে না কিন্তু।)

    হাফ বয়েল্ড না সানি সাইড আপঃ সানি সাইড আপ

    মিস মার্পল না হারক্যুল পোয়্যারোঃ মিস মার্পল

    সোফাসেটে বসে প্লেটভর্তি পান্তুয়া চামচ দিয়ে কেটে কেটে খাওয়া না মাঝরাতে উঠে ফ্রিজ খুলে টপাটপ পান্তুয়া মুখে ফেলাঃ মাঝরাতে উঠে ফ্রিজ খুলে টপাটপ পান্তুয়া মুখে ফেলা। বিশেষ করে সেটা যদি অন্য কারোর ভাগের হয়, তাহলে মজা ডবল।

    ইলিশের সর্ষে ভাপা না বেগুন কালোজিরে দিয়ে পাতলা ঝোলঃ ইলিশের সর্ষে ভাপা

    বিলায়েতের সেতার না বিসমিল্লার সানাইঃ বিলায়েতের সেতার

    পল সাইমন না আর্ট গারফাঙ্কেলঃ আর্ট গারফাঙ্কেল

    অখিলবন্ধু ঘোষ না মানবেন্দ্র মুখোপাধ্যায়ঃ অখিলবন্ধু ঘোষ

    কর্মব্যস্ত কাঠবেড়ালি না শশব্যস্ত শালিখঃ কর্মব্যস্ত কাঠবেড়ালি

    শনি রবি টানা আটচল্লিশ ঘণ্টা ছুটি না রোজ অফিস থেকে বাড়ি ফেরার পরের দুঘণ্টার মুক্তিঃ রোজ অফিস থেকে বাড়ি ফেরার পরের দুঘণ্টার মুক্তি

    প্রথম প্রেমের উত্তেজনা না পুরনো সম্পর্কের কনফিডেন্সঃ পুরনো সম্পর্কের কনফিডেন্স

    ReplyDelete
    Replies
    1. বাঃ, অনেকগুলোই মিলেছে দেখছি। ভেরি গুড।

      Delete

Post a Comment