চেনেন নাকি?
শুনেছি মানুষের চেহারায় নাকি দুটো জিনিস
ইম্পরট্যান্ট। চোখ আর হাসি। সবার আলাদা, সবার অন্যরকম। কারও পটলচেরা, কারও গোল
গোল, কারও ঘুমঘুম, কারও ভুবনমোহিনী, কারও কান এঁটো করা। যতরকমের লোক ততরকমের
তাকানো, ততরকমের হাসি।
তাই যদি হবে তাহলে চোখ আর হাসি দেখেই লোক চিনতে
পারা উচিত, তাই তো? সেটা আপনারা পারেন কিনা তারই পরীক্ষা নেব আমি আজ। বলুন দেখি
এঁরা কারা?
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
পরীক্ষার সময় এখন থেকে কলকাতায় শনিবার সন্ধ্যে ছ’টা
আর নিউ ইয়র্কে শনিবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ততক্ষণ আমি কমেন্ট অফ করে রাখছি,
যাতে আপনারা টোকাটুকি না করতে পারেন।
অল দ্য বেস্ট।
কুইজের ফলাফল।
1. অ্যাব্রাহাম লিঙ্কন
2. স্বামী বিবেকানন্দ
3. মাদার টেরেসা
4. অমিতাভ বচ্চন
5. ইন্দিরা গান্ধী
6. মাধুরী দীক্ষিত
7. জ্যাক নিকলসন
8.শচীন তেন্ডুলকর
9. বাপ্পি লাহিড়ী
10. গোবিন্দা
সবাই ভীষণ ভীষণ ভালো খেলেছেন। অজস্র অভিনন্দন।
*****
1. অ্যাব্রাহাম লিঙ্কন
2. স্বামী বিবেকানন্দ
3. মাদার টেরেসা
4. অমিতাভ বচ্চন
5. ইন্দিরা গান্ধী
6. মাধুরী দীক্ষিত
7. জ্যাক নিকলসন
8.শচীন তেন্ডুলকর
9. বাপ্পি লাহিড়ী
10. গোবিন্দা
সবাই ভীষণ ভীষণ ভালো খেলেছেন। অজস্র অভিনন্দন।
২ স্বামী বিবেকানন্দ
ReplyDelete৩ মাদার টেরিজা
৫ ইন্দিরা গান্ধী
৬ মাধুরী দীক্ষিত
দেখা যাচ্ছে আমি মেয়েদের চিনতে বেশ পারদর্শী। আচ্ছা, দুজন পুরুষকে আন্দাজ করা যাকঃ
৪ অমিতাভ বচ্চন (যদিও একবার মনে হল জিন্না, আরেকবার শরৎচন্দ্র)
১০ গোবিন্দা (যদিও একবার মনে হল তেন্ডুলকর)
আরে দারুণ খেলেছেন। সাবাস দেবাশিস।
Deleteএই যাঃ, এটা তো জলের মতো সোজা! তবে উত্তর নিয়ে খেলা করা যাক...
ReplyDelete১) লিঙ্কড-ইন এর পূর্বসূরী
২) ভিভেকানন্দ (ইঞ্জিরি বানানানুযায়ী) :P
৩) The Missionary Position এর হিরোইন
৪) বড় মৌমাছি
৫) প্রিয়দর্শিনী
৬) Raayan এর মা
৭) The one that flew over cuckoos nest.
8) রমেশের ছেলে
৯) সোনার দোকান
১০) 'সরকার' সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর
:D :D :D
সবকটা কেরামতিই দারুণ হয়েছে, কিন্তু লাস্টেরটা মাস্টারপিস।
Delete1.Abraham Lincoln
ReplyDelete2.Swamiji
3. mother teresa
4. big b
5. indira gandhi
6. madhuri dixit
7. Allw orkand noplay makesJ ack a dullboy :)
8. sachin
9. bappida
10. govinda(?)
আরে আরে সব্যসাচী, দারুণ খেলেছ তো। কনগ্র্যাচুলেশনস।
Deleteআব্রাহাম লিঙ্কন, স্বামী বিবেকানন্দ, মাদার টেরেসা, অমিতাভ বচ্চন, ইন্দিরা গান্ধী, মাধুরী দীক্ষিত, জ্যাক নিকলসন, শচীন তেন্ডুলকর, বাপ্পী লাহিড়ি, গোবিন্দা।
ReplyDeleteতোমাকে আর কী বলব বল, প্রশ্নপত্রটা তোমার কাছে বাঁয় হাতের খেল ছিল জানি। তবুও অভিনন্দন।
Delete1 lincoln
ReplyDelete2 swami vivekananda
3 mother teresa
4 amitabh bachchan
5 indira gandhi
6 madhuri dixit
7 frankestein ba kono bhoot nirghat, tobe darir jongol dekhlei amar khali che guevera mone hoe , dhur eta parlam na :/
8 ranbir kapoor ki?
9 bappi lahiri
10 govinda howa shombhob eta?
Er snge ekta dslr e tola tomar half photo o jure dite parte, emniteo to tumi half photoi dekhao amader khali, ei quiz er theme er snge matching hoto besh, rege giye fail korio na abaar pls pls :)
Ebaba ami tendulkar parini ... ami bonobashe chollam :(
Deleteআমাকে দেখে এত রাগী মনে হয় নাকি পরমা? গুড গুড। কুন্তলা খুশ হুয়া। তবে তুমি বনবাসে যেয়ো না প্লিজ, অবান্তরের খুব কষ্ট হবে।
Deleteআমার ফুল ছবি দেখতে হলে লাস্ট সাপ্তাহিকীর লাস্ট লিঙ্কটায় ক্লিক কোরো।
1. Adi juger keu nishchoyi
ReplyDelete2. Swamiji
3. Mother Teresa
4. AB
5. Indira Gandhi
6. Madhuri Dixit
7. Eta ke re baba?! Ki bhoyanok hashi!! (Na ki adi kono toothpaste er ad?)
8. Besh hashi hashi lok :)
9. Arey eto Bapi da (golay koto sonar chain)
10. ta khub chena chena lagche kintu ke jani na
লাস্টেরটা হলেন গবুদা রিয়া। ভালো খেলেছ, অভিনন্দন।
Deleteএর অনেকগুলোই পারব মনে হচ্ছে, বাকিগুলো আন্দাজে ঢিল মারছি। এই নিন:
ReplyDelete১ - আব্রাহাম লিঙ্কন (http://joyforever.aminus3.com/image/2010-08-09.html)
২ - স্বামী বিবেকানন্দ
৩ - মাদার টেরেসা
৪ - অমিতাভ বচ্চন
৫ - ইন্দিরা গান্ধী
৬ - মাধুরী দীক্ষিত
৭ -
৮ - সচিন তেন্ডুলকর
৯ - বাপ্পি লাহিড়ি
১০ - গোবিন্দা
আরে ছবিটা দারুণ তো সুগত। দুর্দান্ত পারফরম্যান্স, কনগ্র্যাচুলেশনস।
Deleteপ্রশ্নপত্র সহজ ছিল, আমি আশি শতাংশ নম্বর পেয়েছি, ৭ আর ৮টা পারিনি, সার্চ করে দেখে নিয়েছি।
ReplyDeleteআরেব্বাস একেবারে এইট্টি পারসেন্ট! দারুণ তো সংহিতা।
Deleteদেখি একটু চেষ্টা করে :)
ReplyDelete১. আব্রাহাম লিঙ্কন
২. স্বামীজি
৩. মাদার টেরেসা
৪. অমিতাভ বচ্চন
৫. ইন্দিরা গান্ধী
৬. মাধুরী দীক্ষিত
৭. জ্যাক নিকল্সন (দ্যা শাইনিং)
৮. শচীন তেন্ডুলকর
৯. বাপ্পী দা
১০. গোবিন্দা
এসব চেষ্টার বিনয় করে লাভ আছে আবির? দারুণ খেলেছ, অভিনন্দন।
Delete1. Lincoln
ReplyDelete2. Swamiji
3. Teresa
4. Amitabh
5. Indira
6. Madhuri ??
7. ??
8. Sachin
9. Bappi Lahiri
10. Govinda
অসাধারণ, অনবদ্য। হাততালি হাততালি স্বাগতা।
Delete1. Abraham Lincoln
ReplyDelete2. Swami Vivekananda
3. Mother Teresa
4. Amitabh Bachchan
5. Indira Gandhi
6. Madhuri Dixit
7. Maradona?/Che Guevara?
8. Salman khan?
9. Bappi Lahiri
10. Govinda
আমি সরি, কিন্তু চে গুয়েভারার হাসি ওরকম ভয়ঙ্কর ছিল ভাবতেই আমার কী রকম হাসি পেয়ে যাচ্ছে রাজর্ষি। খুব ভালো খেলেছেন।
Delete1. Lincoln
ReplyDelete2. Biley
3. Teresa
4. Big B
5. Priyadarshini
6. Mrs. Nene?
7. Jack (Torrance?)
8. SRT
9. Bappi-daaaaaaaaaaaaaaaaaaa
10. Mr. Ahuja
ইয়েসসসসসসস সোমনাথ। বাপ্পিদাই বটে। দারুণ খেলেছ।
Delete1, 4 aar 7 niye ektu confidence kom achhe ...
ReplyDeleteTabu ja mone holo likhe dilam ...
1. Abraham Lincoln
2. Vivekananda
3. Mother Teresa
4. Amitabh Bachchan
5. Indira Gandhi
6. Madhuri Dixit
7. Jack Nicholson
8. Sachin Tendulkar
9. Bapi-da
10. Govinda
আরে কনফিডেন্সকে কান ধরে টেনে বাড়ান রাজীব। ১০০য় ১০০ পেয়েছেন তো। টু গুড।
Deletearre etay ami 7. ta bade sob kota perechhilum... ei late hoyei amar kelenkari ta hochhe protibar
ReplyDeleteআহা পেরেছ যে সেটাই বড় কথা সোহিনী। কেলেংকারি আবার কীসের।
Delete