'এটা কী?' কুইজের ফলাফল
প্রথমেই ক্ষমাপ্রার্থনার পালা। ইন্টারনেটের গোলযোগের জন্য উত্তর প্রকাশে প্রায় তিনঘণ্টা দেরি হয়ে গেল। আমার সত্যি দোষ ছিল না বিশ্বাস করুন।
এইবার উত্তরগুলো বলি। প্রতিবারের মতোই যারা খেলেছেন, তাঁদের সবাইকে আমার অনেক আন্তরিক ধন্যবাদ। আশা করি পরের কুইজগুলোতেও আপনারা অংশগ্রহণ করবেন।
১. পেপার ক্লিপ
২. তালা
৩. চাবি
৪. চশমার নোসব্রিজ (বাংলায় কী বলে জানি না)
৫. স্টেপলার পিন
৬. পেন ড্রাইভ (যারা USB Port লিখেছেন, পুরো নম্বর পাবেন।)
৭. ইয়ারফোন
৮. চিরুনি
৯. ইরেজার সহ পেনসিল
১০. ঘড়ির বাকল
এক সপ্তাহ এ মুখো হইনি, তাই এটা ফসকে গেল। তবে জীবনে প্রথমবার প্রপোজ করেই সম্মতি পেয়ে গেছি। আমার থিসিস কমিটির কাছে। আর আমায় পায় কে? আশা করা যায় আবার নিয়মিত অবান্তরে মন দিতে পারব।
ReplyDeleteকনগ্র্যাচুলেশনস! অনেক অনেক আন্তরিক অভিনন্দন। এটা একটা খুব ঝামেলা মিটেছে বাবা।
ReplyDelete