এটা কী?
নিচে কতগুলো জিনিসের ছবি, থুড়ি, জিনিসের খণ্ডাংশের ছবি দেওয়া হল। খণ্ডাংশ দেখে আপনাদের গোটা জিনিসটাকে চিনতে হবে। কিছু শক্ত ব্যাপার নয়, প্রত্যেকটা জিনিস আপনি ব্যবহার করেন, হয়তো রোজই ব্যবহার করেন, ইন ফ্যাক্ট কোনওটা হয়ত এক্ষুনি এই মুহূর্তে অবান্তর পড়তে পড়তে ব্যবহার করছেন। কে বলতে পারে।
রেজাল্ট বেরোবে ঠিক চব্বিশ ঘণ্টা বাদে। ইয়োর টাইম স্টার্টস নাউ।
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
১০।
1. Folding chair er pa
ReplyDelete2. Chabi'r pa
3. Chabi'r matha
4. Kono screw type er kichu jeta ghuriye tight/loose kora jaye
5. Staples
6. Plug point
7. Lawn mower er dhorbar part ta. Stroller o hotey pare.
8. Chiruni
9. Pump?
10. Towel rail ba bus/train er hand rail.
(7 ar 9 ta Arnab boleche)
প্রথম উত্তর!তোমাকে আর অর্ণবকে অনেক ধন্যবাদ খেলার জন্য।
DeleteJegulo bujhte parlam bolchhi
ReplyDelete2) Talar ekTa ongsho
3) Chabi
5) Stapler er pin
6) USB port e dhokano jabe emon kichu seTa pendrive o hote pare abar USB cable o hote pare
8) Chiruni
9) Pencil jegulor pechhone rubber thake
10) Dorjar latch
ভালোই তো পেরেছেন রাজীব। পেনসিলটা বলতে পেরেছেন দেখে আমি খুব খুশি হয়েছি। অভিনন্দন।
Delete2 tala
ReplyDelete3 chabi
4 gaser knob
5 stapler pin stack
6 usb drive
7 chiruni
8 electric bulber mukher dikta
বাল্বটা খুব বুদ্ধি খাটিয়ে বলেছিলি তিন্নি,কিন্তু একটু মিসফায়ার হয়ে গেছে। কুছ পরোয়া নেই, বাকি অনেকগুলোই ঠিক হয়েছে। কনগ্র্যাচুলেশনস।
Delete1. Chair/ table
ReplyDelete3. Bottle opener (?)
5. Stapler pin
6. Pendrive
7. Treadmill
8. Comb
9. Pencil
কেয়া বাত কেয়া বাত। খুব ভালো হয়েছে।
Delete1. wind chime
ReplyDelete2. lock
3. key
5. stapler pins
6. flash drive
7. laptop charger cord
8. comb
9. pencil-er eraser end
এই তো আরও একজন পেনসিল পেরেছে। মন খুশি হয়ে গেল। খুব ভালো খেলেছ সোমনাথ।
Delete