জেনারেল নলেজ কেন নলেজ নয়
উৎস ন্যাশনাল জিওগ্র্যাফিক ওয়েবসাইট
"You can know the name of a bird in all the languages of the world, but when you're finished, you'll know absolutely nothing about the bird . . . So let's look at the bird and see what it's doing-that's what counts. I learned very early the difference between knowing the name of something and knowing something."
---Richard Feynman
baah!
ReplyDeleteআমারও তাই মত পরমা।
DeleteAmar sangeet sammondhe "bishesh - ogyo" bole ekta durnaam ache bari te. Bisheshoto shastriyo sangeet ebong jontro sommondhe. Ami ekta raag-ragini o chinina, sitar ar sarod er tofat bujhina (Ma bole piano ar drum ero bujhina). Tai class 9 e ami jokhon khub khushi hoye longitudinal waves er funda diye "baanshi ki kore baje" byapar ta bari te bujhiyechilam, Baba tokhon ei Feynman er quote tar motoi ekta katha bolechilo...
ReplyDeleteJodio ami ekhono general knowledge er khub boroi fan :)
হাহাহা রিয়া, পিয়্যানো আর ড্রামের অতিরঞ্জনটা আমার খুব পছন্দ হয়েছে, কাকিমাকে বোলো আমি টুকে নিচ্ছি।
Deleteআমিও খুব বড় ফ্যান রিয়া। এককালে আরও বড় ফ্যান ছিলাম। পাড়ায় যে সব চশমা পরা দাদা কুইজ প্রতিযোগিতা পরিচালনা করতেন তাঁদের নিয়ম করে প্রেমে পড়তাম।
Hahaha...quiz porichalona byapar ta byapok! Hmm oi chhele gulo ke tokhon bhari intelligent mone hoto kintu ekhon bhable ki hashi tai na paye! Hahaha! :D :D
Deletearey! post-er naam dekhe thik ei comment-tai mone porechhilo!
ReplyDeleteওহ সোমনাথ তুমি জানতে কোটটা আগে? আমি জানতাম না।
Deleteboita porechhi to!
Deleteফাইনম্যানের আত্মজীবনী পড়ছ? ইস আমি ছাড়া সবাই বইটা পড়ে ফেলল, কী হবে...
Deleteএ ব্যাপারে আমার মতন ভুক্তভুগী কমই পাবেন। এ দেশের ২৪ ঘন্টা কম্পিউটারে মুখ গুঁজে থাকা আন্ডারগ্র্যাড দের আমি কম্পিউটার প্রোগ্রামিং শেখাই। রোজ ঠিক এই কথাটাই মনে হয়।
ReplyDeleteএই রে আমিও কম্পিউটারের কিস্যু জানিনা সুগত। তবে আমি নিজেকে জটায়ুর লজিকটা দিয়ে সান্ত্বনা দিই। নিজের শরীরের ভেতর কী আছে না জেনে যখন চলে যাচ্ছে তখন মেশিনের ভেতরের যন্ত্রপাতির খবর রাখার দরকার কী? সে মেশিন সবুজ অ্যাম্বাসাডরই হোক কি সোনি ভায়ো?
Deleteআহা তা নাই বা জানলেন, আপনি তো আর কম্পিউটার প্রোগ্রামিং শিখতে যাননি। আমি যাদের কথা বলছি তারা তো সব কম্পিউটার সাইন্সে বি এস করছে, আর ভাবছে বুঝি তারা ফেসবুক করতে জানে মানে সবাই একেকজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে গেছে! তবে জটায়ুর কথাটা খুব ঠিক, আমরা কম্পিউটার সাইন্সে এই লজিকটাকে আজকাল "এনক্যাপ্সুলেশন" বলে থাকি।
ReplyDeleteঅ। ভালো হল একখানা নতুন কথা শেখা হয়ে গেল।
DeleteUmmm... Sugato, encapsulation diye information hiding kora jaye bote, tobe amar mone hoy this is more of "abstraction". Jekhane amra implementation details gulo hide kore felchi.
DeleteKuntala-di, human body'r sange arekta bhalo example hoy, seta holo Google. Google e jokhon search koro tokhon ki ar bhabo ki kore search ta hochhe? Sobii dhaka thake oder oi ekta simple page er tolay :)
সে তো বটেই রিয়া। গুগল জিন্দাবাদ।
Deleteফাইনম্যান এর কথা তো বটেই, ছবিখানাও খুব সুন্দর।
ReplyDeleteদুটোর একটারও ক্রেডিট নিতে পারছি না বলে দুঃখ হচ্ছে।
Delete