চেনেন নাকি?
শুনেছি মানুষের চেহারায় নাকি দুটো জিনিস ইম্পরট্যান্ট। চোখ আর হাসি। সবার আলাদা, সবার অন্যরকম। কারও পটলচেরা, কারও গোল গোল, কারও ঘুমঘুম, কারও ভুবনমোহিনী, কারও কান এঁটো করা। যতরকমের লোক ততরকমের তাকানো, ততরকমের হাসি। তাই যদি হবে তাহলে চোখ আর হাসি দেখেই লোক চিনতে পারা উচিত, তাই তো? সেটা আপনারা পারেন কিনা তারই পরীক্ষা নেব আমি আজ। বলুন দেখি এঁরা কারা? 1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. পরীক্ষার সময় এখন থেকে কলকাতায় শনিবার সন্ধ্যে ছ’টা আর নিউ ইয়র্কে শনিবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ততক্ষণ আমি কমেন্ট অফ করে রাখছি, যাতে আপনারা টোকাটুকি না করতে পারেন। অল দ্য বেস্ট । ***** কুইজের ফলাফল। 1. অ্যাব্রাহাম লিঙ্কন 2. স্বামী বিবেকানন্দ 3. মাদার টেরেসা 4. অমিতাভ বচ্চন 5. ইন্দিরা গান্ধী 6. মাধুরী দীক্ষিত 7. জ্যাক নিকলসন 8.শচীন তেন্ডুলকর 9. বাপ্পি লাহিড়ী 10. গোবিন্দা সবাই ভীষণ ভীষণ ভালো খেলেছেন। অজস্র অভিনন্দন।